X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

জাতীয় কবির প্রয়াণ দিবসে নানামাত্রিক আয়োজন

বিনোদন ডেস্ক
২৭ আগস্ট ২০২৩, ০০:১০আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০০:১০

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস (২৭ আগস্ট) স্মরণে দেশের সরকারি-বেসরকারি টিভি চ্যানেলগুলো বেশ কিছু বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে- 

বিটিভি

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে গান, কবিতা ও আলোচনার সমন্বয়ে বিশেষ অনুষ্ঠান। নোমান হাসান খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ড. সৌমিত্র শেখর। প্রচার হবে আজ (২৭ আগস্ট) রবিবার রাত ১০টা ২০ মিনিটে। 

অনুষ্ঠানটিতে কবিতা আবৃত্তি করেছেন মাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম ও নায়লা তারানুম চৌধুরী। গান গেয়েছেন প্রিয়াংকা গোপ, বিজন চন্দ্র মিস্ত্রি, ছন্দা চক্রবর্তী, ইয়াসমিন মুশতারি, শেখ জসিম উদ্দিন ও মিরাজুল জান্নাত সোনিয়া। আলোচনায় অংশ নিয়েছেন ড. রফিক উল্লাহ খান ও ড. এ এফ এম হায়াতুল্লাহ খান।
 
এছাড়াও কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস স্মরণে দুপুর আড়াইটায় ও সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে কবিতা আবৃত্তির অনুষ্ঠান, বিকাল ৫টা ৩৫ মিনিটে প্রচার হবে নজরুল সংগীতের অনুষ্ঠান। রাত ৮টা ৪০ মিনিটে থাকছে ‘মুজিব চেতনায় নজরুল’।   

মাছরাঙা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসকে ঘিরে এদিন (২৭ আগস্ট) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ টেলিছবি ‘অগ্নিগিরি’। যার অন্যতম চরিত্রে অভিনয় করেছেন সময়ের বেশ আলোচিত টিভি মুখ তটিনী। তার বিপরীতে আছেন ‘স্বপ্নজাল’ নায়ক ইয়াশ রোহান। সঙ্গে আরও আছেন মাসুম বাশার। 

নজরুলের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন মনি হায়দার। পরিচালনা করেছেন হাসান রেজাউল। 

চ্যানেল আই

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী নিয়ে চ্যানেল আই আয়োজিত অনুষ্ঠান শুরু হয়েছে শনিবার (২৬ আগস্ট) রাত ১০টা থেকে। এ সময় প্রচার হয়েছে বিশেষ বিতর্ক অনুষ্ঠান ‘কবিতা নয়, নজরুলের শ্রেষ্ঠত্ব গানে’। পরিচালনা করেছেন ইফতেখার মুনিম। এরপর ২৭ আগস্ট রাত ১টা এবং সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় বিশেষ ‘তৃতীয় মাত্রা’।

এছাড়াও রবিবার (২৭ আগস্ট) সকাল ৭টা ৩০ মিনিটে স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে ‘গান দিয়ে শুরু’। অংশ নিবেন নাশিদ কামাল, ফাতেমা-তোজ জোহরা এবং খায়রুল আনাম শাকিল। পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান নান্টু। আমীরুল ইসলামের পরিচালনায় সকাল ১১টা ৫ মিনিটে প্রচার হবে ‘সরাসরি নজরুল‘। দুপুর ৩টা ৫ মিনিটে রয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ফেরদৌস-শায়লা সাবি জুটির ‘প্রিয়া তুমি সুখী হও’। পরিচালনা করেছেন গীতালি হাসান। সন্ধ্যা ৬টায় কেকা ফেরদৌসীর রান্নার অনুষ্ঠানে দেখা যাবে ‘নজরুলের প্রিয় খাবার’। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘প্রকৃতির আলপনা’। রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ফেরদৌস আরার একক পরিবেশনায় বিশেষ সংগীতানুষ্ঠান। পরিচালনায় শহিদুল আলম সাচ্চু। 

আরটিভি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশেষ নাটক ‘পরীর কথা’ প্রচার হবে আরটিভিতে। প্রচার হবে বিকাল ৮টায়।  পরিচালনায় নাহিদ আহমেদ পিয়াল। অভিনয়ে নুসরাত ইমরোজ তিশা, রওনক হাসান প্রমুখ।

এদিন বিকাল ৫টায় প্রচার হবে সুজন আহমেদের প্রযোজনায় বিশেষ প্রামাণ্যচিত্র ‘তবু আমারে দেবনা ভুলিতে’।

/এমএম/
সম্পর্কিত
‘নজরুল-সৃষ্টি ফিরে দেখা’ বইয়ের মোড়ক উন্মোচন
‘নজরুল-সৃষ্টি ফিরে দেখা’ বইয়ের মোড়ক উন্মোচন
বইমেলায় এখনও নজরুল-রবীন্দ্রনাথেই আগ্রহ বেশি
বইমেলায় এখনও নজরুল-রবীন্দ্রনাথেই আগ্রহ বেশি
গিনেস বুকে নাম লেখাতে দেড় লাখ কণ্ঠে নজরুলসংগীত
গিনেস বুকে নাম লেখাতে দেড় লাখ কণ্ঠে নজরুলসংগীত
অনলাইন থেকে পিপ্পা’র ‘কারার ওই লৌহ কপাট’ গান সরাতে আইনি নোটিশ
অনলাইন থেকে পিপ্পা’র ‘কারার ওই লৌহ কপাট’ গান সরাতে আইনি নোটিশ
বিনোদন বিভাগের সর্বশেষ
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’