X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

মিমের সেপ্টেম্বর বন্দনা ও কৃতজ্ঞতা প্রকাশ

বিনোদন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫১

ক্যারিয়ারে দেড় দশক পেরিয়েছেন বিদ্যা সিনহা মিম। তবে মোটা দাগে সাফল্য কিংবা আলোচনায় আছেন বছর খানেক ধরে। যেটার শুরুটা হয় গেলো বছর রায়হান রাফী নির্মিত ‘পরাণ’ সিনেমার মাধ্যমে। ছবিটি দেশজুড়ে বিপুল দর্শকপ্রিয়তা পায়। আর আলোচনার কেন্দ্রেও জায়গা করে নেন মিম। সেই ধারা অব্যাহত রেখে ‘দামাল’ ও সাম্প্রতিক ‘অন্তর্জাল’-এ নিজের স্পষ্ট ছাপ রেখে চলেছেন।
 
শোবিজ জগতে মিমের পথচলা শুরু হয় ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে। সুন্দরী প্রতিযোগিতা ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন তিনি। তারিখটি ছিল ৭ সেপ্টেম্বর। সেই থেকেই সেপ্টেম্বর মাসটি যেন তার সৌভাগ্যের মাস হয়ে গেছে। 

ক্যারিয়ারের মাত্র দুই বছরের মাথায় সুযোগ পান শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে অভিনয়ের। ‘আমার প্রাণের প্রিয়া’ নামের সেই ছবি মুক্তি পেয়েছিল ২০০৯ সালের ২০ সেপ্টেম্বর। ছবিটি ওই সময়ে দারুণ সাফল্য পেয়েছিল।
 
মিম অভিনীত অন্যতম প্রশংসিত সিনেমা ‘সাপলুডু’। এটি মুক্তি পায় ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর। শুধু তাই নয়, টলিউডের লোকাল প্রডাকশনে মিমের প্রথম ছবি ‘ইয়েতি অভিযান’। যেখানে তিনি কাজ করেছেন প্রসেনজিৎ, যিশুর মতো তারকার সঙ্গে। এই ছবিটিও ভারতে মুক্তি পায় ২০১৭ সালের সেপ্টেম্বরে। 

বিদ্যা সিনহা সাহা মিম এমন বিভিন্ন কারণেই সেপ্টেম্বরকে নিজের শুভমাস মনে করেন মিম। তাই এ মাসের শেষাংশে এসে কথাটি আরও একবার বললেন, সেই সঙ্গে অতীতের স্মৃতি হাতড়ে ভক্ত-দর্শকের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।
 
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিম বললেন, ‘সেপ্টেম্বর আমার জন্য বরাবরই সৌভাগ্যের মাস। বিশেষ করে ৭ সেপ্টেম্বর, এই দিনে আমি লাক্স চ্যানেল আই সুপারস্টার হিসেবে আমার জার্নিটা শুরু করেছিলাম। আমার ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে যারাই সমর্থন-ভালোবাসা দিয়েছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। আমি আশা করি আগামীতে আরও অনেক প্রশংসাযোগ্য কাজ আপনাদের উপহার দিতে পারবো।’

বলা দরকার, মিমের ক্যারিয়ারের সবচেয়ে সফল প্রজেক্ট ‘পরাণ’ মুক্তি পেয়েছিলো ২০২২ সালের ১০ জুলাই! বিদ্যা সিনহা সাহা মিম

/কেআই/এমএম/
সম্পর্কিত
রাজকে নিয়ে সংশয়ে মিম!
রাজকে নিয়ে সংশয়ে মিম!
সুখবর দিলেন বিদ্যা সিনহা মিম
সুখবর দিলেন বিদ্যা সিনহা মিম
ওয়ালটন পণ্য কিনে ২০ লাখ টাকা জেতার সুযোগ
ওয়ালটন পণ্য কিনে ২০ লাখ টাকা জেতার সুযোগ
মিমকে আটকালেন ডিবি হারুন, সহযোগিতায় জায়েদ খান!
মিমকে আটকালেন ডিবি হারুন, সহযোগিতায় জায়েদ খান!
বিনোদন বিভাগের সর্বশেষ
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য