X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

প্রকাশ হলো ‘জিতবে আবার নৌকা’র সিক্যুয়েল

বিনোদন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৩, ০১:০৬আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০১:১৭

নাটক-সিনেমার মতো গানও সিক্যুয়েল হয়। আর যে কাজটি তুমুল জনপ্রিয়তা পায়, সেটির সিক্যুয়েল তো সময়ের দাবি হয়ে দাঁড়ায়। অনেকটা সেই সুবাদেই দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে প্রকাশ হলো ‘জিতবে আবার নৌকা’ শিরোনামের তুমুল জনপ্রিয় গানটির নতুন সংস্করণ।

শনিবার (১৮ নভেম্বর) গানটি প্রকাশের ঘোষণা করেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। সঙ্গে ছিলেন গানটির প্রযোজক ও গীতিকার তৌহিদ হোসেন, শিল্পী-সুরকার সরোয়ার ও জিএম আশরাফ, সংগীত পরিচালক ডিজে তনু ও এলএমজি বিটস প্রমুখ।

গানটি প্রসঙ্গে অসীম কুমার উকিল বলেন, ‘গত নির্বাচনের আগে টিম জয় বাংলার একদল সৃজনশীল তরুণ মিলে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার জন্য এ গানটি বানিয়েছিলো। যার মাধ্যমে উৎসবের আমেজ পেয়েছিলো নির্বাচনী প্রচারণায়। এবার সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে তুলে ধরে নতুন সংস্করণ বানিয়েছে তারা।  গতবারের ন্যায় এবারও নতুন গানটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস।’ 

সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি উকিল আহ্বান জানান, এবারের নির্বাচনী প্রচারণায় যেন নতুন গানটি ব্যবহার করা হয়।

গতবারের মতো এবারও গানটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেছেন সংশ্লিষ্টরা। এমনটা জানিয়ে গীতিকার ও প্রযোজক তৌহিদ হোসেন বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রচারণার জন্য নিজেদের উদ্যোগে এই গানটি তৈরি করেছিলাম। প্রথম গানটির মাধ্যমে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগের বিভিন্ন সাফল্য তুলে ধরার চেষ্টা করেছি। আর এবারের সংস্করণে প্রধানমন্ত্রীর উন্নয়ন ও অগ্রযাত্রা, পদ্মা সেতু, মেট্রো রেল, মহামারি করোনা জয়ের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি।’

‘টিম জয় বাংলা’র তৈরি ‘শেখ হাসিনার সালাম নিন/ নৌকা মার্কায় ভোট দিন/ জয় বাংলা/ জিতবে আবার নৌকা’ গানটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক সাড়া ফেলে। বিগত কয়েক বছরের উপজেলা, সিটি করপোরেশন, উপনির্বাচনসহ দেশের প্রায় সকল নির্বাচনেই গানটির জনপ্রিয়তা ছিল সর্বোচ্চ।

/এমএম/
সম্পর্কিত
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
রাফি ও রাফার ইপি অ্যালবাম ‘মিক্সটেপ’
রাফি ও রাফার ইপি অ্যালবাম ‘মিক্সটেপ’
দেশজুড়ে ঐতিহ্যবাহী খাবারের খোঁজে হিল্লোল
দেশজুড়ে ঐতিহ্যবাহী খাবারের খোঁজে হিল্লোল
বিনোদন বিভাগের সর্বশেষ
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য