X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

নূর ও মমতাজের সঙ্গে নৌকার নতুন মাঝি ফেরদৌস

বিনোদন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৩, ১৭:২১আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১২:২৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন অনেক তারকা। তবে বরাবরের মতো এবারও নিজেদের অবস্থানে অটুট আছেন নন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূর ও ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম। 

এবার নতুন মাঝি হিসেবে তারকাঙ্গন থেকে যুক্ত হলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

এর মধ্যে নীলফামারী-২ আসন থেকে নূর, ঢাকা-১০ আসনে ফেরদৌস, আর মমতাজ পেয়েছেন মানিকগঞ্জ-২ থেকে নির্বাচন করার দলীয় মনোনয়ন।

রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য ফেরদৌসকে কল করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে আগেই তিনি বলেছেন, ‘আমি সবসময় আওয়ামী লীগের হয়ে কাজ করেছি। আমি দলের মনোনয়ন পেলে দলের হয়ে কাজ করবো। মনোনয়ন না পেলেও দলের হয়ে কাজ করবো।’

বলা দরকার, আসাদুজ্জামান নূর ও মমতাজ দুজনেই পুরোনো সংসদ সদস্য। ২০০১ সাল থেকেই আওয়ামী লীগের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন নূর। অন্যদিকে ২০১৮ সাল থেকে মানিকগঞ্জ-২ আসনে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন মমতাজ। এবার তাদের সঙ্গে নতুন তারকা হিসেবে সংসদে বসার সম্ভাবনা জেগেছে নায়ক ফেরদৌসেরও। 

এদিকে ক্রিকেট তারকাদের মধ্যেও দুজন মনোনয়ন পেয়েছেন। মাগুরা-১ আসন থেকে পেলেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং নড়াইল-২ আসনে প্রার্থিতা পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। 

এবারের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র কিনেছিলেন চিত্রনায়ক রুবেল, অভিনেত্রী শমী কায়সার, চিত্রনায়িকা মাহিয়া মাহি, অভিনেত্রী রোকেয়া প্রাচী, গায়ক এস ডি রুবেল, অভিনেতা সিদ্দিকুর রহমান, নায়িকা সিমলাসহ অনেকে।

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
হাসপাতালে আসাদুজ্জামান নূরের ওপর হামলা
হাসপাতালে আসাদুজ্জামান নূরের ওপর হামলা
আরও এক হত্যা মামলায় গ্রেফতার আনিসুল-সালমান-নূর
আরও এক হত্যা মামলায় গ্রেফতার আনিসুল-সালমান-নূর
আসাদুজ্জামান নূর-মাহবুব আলী কারাগারে
আসাদুজ্জামান নূর-মাহবুব আলী কারাগারে
আসাদুজ্জামান নূর-মাহবুব আলীকে কারাগারে আটক রাখার আবেদন
আসাদুজ্জামান নূর-মাহবুব আলীকে কারাগারে আটক রাখার আবেদন
বিনোদন বিভাগের সর্বশেষ
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান