X
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪
৯ ফাল্গুন ১৪৩০

সৌরভ-দর্শনার বিয়ে

বিনোদন ডেস্ক
২৮ নভেম্বর ২০২৩, ১২:৪৮আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৭:২৬

বিয়ের মৌসুম শুরু হলো বলে! সোমবারই (২৭ নভেম্বর) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন টলিউড তারকা পরমব্রত চট্টোপাধ্যায়। স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। এ খবরে যখন টালিগঞ্জে হইচই, সেই রেশ কাটতে না কাটতে নতুন বিয়ের খবর এলো সামনে।

এবার বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী দর্শনা বণিক ও অভিনেতা সৌরভ দাস। পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর অনুসারে, আগামী ১৫ ডিসেম্বর তারা বিয়ে করতে চলেছেন। খবরটি প্রকাশ্যে এনেছেন সৌরভ ও দর্শনার ঘনিষ্ঠজন, নির্মাতা সৌম্যজিৎ আদক। এই নির্মাতার পরিচালনায় ‘অল্প হলেও সত্যি’ সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন সৌরভ ও দর্শনা।

সোশ্যাল হ্যান্ডেলে দেওয়া একটি পোস্টে সৌম্যজিৎ বলেছেন, ‘আমার ভালোবাসার মানুষেরা, সারা জীবন একসাথে থাকার আর একে অপরকে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছে। আজ খুব খুশির দিন আমার জন্য। এই দুজন মানুষ আমার জীবনের, নিজ ও কর্ম দুই ক্ষেত্রেই সারাক্ষণ মনের জোর দেয়। অনেক ভালোবাসা দুজনকে। পাশে ছিলাম, আছি ও থাকবো। এটা অল্প না, অনেকটা সত্যি।’

সৌম্যজিতের পোস্ট যদিও সৌরভ কিংবা দর্শনা নিজ থেকে এখনও ঘোষণা দেননি। তবে সৌম্যজিতের পোস্টে দর্শনার মন্তব্যই সব পরিষ্কার করে দিয়েছে। যেখানে নির্মাতার প্রতি ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী। এমনকি পোস্টটি নিজের ফেসবুক স্টোরিতেও শেয়ার করেছেন দর্শনা।  

উল্লেখ্য, টলিউডের পরীক্ষিত অভিনেতা সৌরভ দাস। ২০১৭ সাল নাগাদ তার সঙ্গে অভিনেত্রী অনিন্দিতা বসুর প্রেম ছিল। একসঙ্গে তারা বহু বছর থেকেছেনও। লুকোছাপা না করেই সম্পর্ক এগিয়ে নিয়েছেন। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায় হঠাৎ। এরপর আরও একাধিক অভিনেত্রীর সঙ্গে সৌরভের প্রেমের গুঞ্জন শোনা গেছে। তবে শেষ পর্যন্ত দর্শনার সঙ্গেই পরিণয়ের সিদ্ধান্ত নিলেন ‘মন্টু পাইলট’। দর্শনা বণিক

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
৪ মাস আগে বিয়ে, তালাকের পরদিন শৌচাগারে তরুণীর লাশ
৪ মাস আগে বিয়ে, তালাকের পরদিন শৌচাগারে তরুণীর লাশ
ভালোবাসার দিনে ঘর বাঁধলেন স্পর্শিয়া
ভালোবাসার দিনে ঘর বাঁধলেন স্পর্শিয়া
২৫ বছর সংসারের পর বিয়ে নিবন্ধন!
২৫ বছর সংসারের পর বিয়ে নিবন্ধন!
ইজতেমায় শ্রীলঙ্কান ছেলের সঙ্গে বাংলাদেশি মেয়ের বিয়ে
ইজতেমায় শ্রীলঙ্কান ছেলের সঙ্গে বাংলাদেশি মেয়ের বিয়ে
বিনোদন বিভাগের সর্বশেষ
সুচিত্রার টানে জাতীয় প্রেস ক্লাবে দুই বন্ধুর ছুটে আসা
সুচিত্রার টানে জাতীয় প্রেস ক্লাবে দুই বন্ধুর ছুটে আসা
হালুম-টুকটুকিদের সঙ্গে যুক্ত হলো নতুন বন্ধু আমিরা
হালুম-টুকটুকিদের সঙ্গে যুক্ত হলো নতুন বন্ধু আমিরা
বিয়ের পর রাকুল: জ্যাকি চিরদিনের জন্য আমার
বিয়ের পর রাকুল: জ্যাকি চিরদিনের জন্য আমার
আরও একবার চেষ্টা করে দেখতেই পারি: প্রিয়াঙ্কা
আরও একবার চেষ্টা করে দেখতেই পারি: প্রিয়াঙ্কা
২৪-এর একুশে নতুন যত গান
২৪-এর একুশে নতুন যত গান