X
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
১০ ফাল্গুন ১৪৩০

ব্যতিক্রম আয়োজনে বিয়ে করলেন রণদীপ হুদা

বিনোদন ডেস্ক
৩০ নভেম্বর ২০২৩, ১২:২৪আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১২:২৮

সাধারণত তারকাদের এমন বিয়ে দেখা যায় না। হয়ত কোনও প্রাসাদে রাজকীয় আয়োজনে কিংবা পশ্চিমা ঢঙে মালা বদল করেন তারা। তবে কিছুটা ভিন্ন পথে নতুন জীবনের সূচনা করলেন বলিউডের দাপুটে অভিনেতা রণদীপ হুদা। মণিপুরের লোকজ রীতিতে বিয়ে করেছেন তিনি।

দীর্ঘ দিন প্রেমের পর মডেল-অভিনেত্রী লিন লাইশ্রামের সঙ্গে ঘর বেঁধেছেন রণদীপ হুদা। বুধবার (২৯ নভেম্বর) তাদের বিয়ে হয়েছে ভারতের মণিপুর রাজ্যে। যেটা মূলত লিনের জন্মস্থান। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

কনের গা-ভর্তি গয়না আর মণিপুরী পোশাক, বরের পরনে সাদা পোশাক, মাথায় সোনালি পাড়ের সাদা পাগড়ি; এভাবেই সাজানো হয় রণদীপ ও লিনকে। বিয়ের এই আয়োজনকে স্থানীয় ভাষায় ‘মেইতি’ বলা হয়। মণিপুরের রাজধানী ইম্ফালের চুমতাং শানাপুং রিসোর্টে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বিয়ের কয়েকটি ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিনেতা। ক্যাপশনে শুধু এটুকুই বললেন, ‘আজ থেকে আমরা এক’।

রণদীপ-লিনের বিয়ের ছবি অনেক দিন ধরেই প্রেমে মজে ছিলেন রণদীপ হুদা ও লিন লাইশ্রাম। গত ২৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিয়ের বার্তা দেন অভিনেতা। সেখানে জানান, মণিপুরে বিয়ের পর মুম্বাইতে একটি জাঁকজমক রিসিপশনের আয়োজন থাকছে।

উল্লেখ্য, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’, ‘জান্নাত ২’, ‘হাইওয়ে’, ‘কিক’, ‘সর্বজিত’, ‘সুলতান’র মতো দর্শকনন্দিত সিনেমায় কাজ করেছেন রণদীপ হুদা। তাকে সর্বশেষ দেখা গেছে চলতি বছর মুক্তি পাওয়া ‘সার্জেন্ট’ ছবিতে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘স্বতন্ত্র বীর সাভারকার’, ‘তেরা কেয়া হোগা লাভলি’ ছবি দুটি।

সূত্র: এনডিটিভি

/কেআই/
সম্পর্কিত
৪ মাস আগে বিয়ে, তালাকের পরদিন শৌচাগারে তরুণীর লাশ
৪ মাস আগে বিয়ে, তালাকের পরদিন শৌচাগারে তরুণীর লাশ
ভালোবাসার দিনে ঘর বাঁধলেন স্পর্শিয়া
ভালোবাসার দিনে ঘর বাঁধলেন স্পর্শিয়া
২৫ বছর সংসারের পর বিয়ে নিবন্ধন!
২৫ বছর সংসারের পর বিয়ে নিবন্ধন!
ইজতেমায় শ্রীলঙ্কান ছেলের সঙ্গে বাংলাদেশি মেয়ের বিয়ে
ইজতেমায় শ্রীলঙ্কান ছেলের সঙ্গে বাংলাদেশি মেয়ের বিয়ে
বিনোদন বিভাগের সর্বশেষ
একটি অদ্ভুত ছবি এবং মিক্সড অ্যালবাম সৃষ্টির ইতিহাস
একটি অদ্ভুত ছবি এবং মিক্সড অ্যালবাম সৃষ্টির ইতিহাস
‘আমরা ঢাকার লোকজনও এতো লম্বা আয়োজনের কথা ভাবতে পারি না’
যশোরে শুরু হলো ১৭ দিনব্যাপী নাট্যোৎসব‘আমরা ঢাকার লোকজনও এতো লম্বা আয়োজনের কথা ভাবতে পারি না’
কৃষিবিদে আজ বাপ্পার দিন
কৃষিবিদে আজ বাপ্পার দিন
১০ হাজার শিশু নিয়ে ১০০ নাটক!
১০ হাজার শিশু নিয়ে ১০০ নাটক!
চার বছর পর সিটি অব জয়-এ জেমস
চার বছর পর সিটি অব জয়-এ জেমস