X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ওসি হারুন থেকে উকিল মোবারক, মোশাররফ করিমের নতুন চমক

বিনোদন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৩০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:১৫

দেশের ওটিটি অধ্যায়ে সফলতম কনটেন্ট ‘মহানগর’। আশফাক নিপুণ নির্মিত এই সিরিজে ওসি হারুন চরিত্রে অভিনয় করে দুই বাংলায় হইচই ফেলে দিয়েছিলেন মোশাররফ করিম। দুই সিজনের সিরিজটির রেশ কাটতে না কাটতে নতুন সিরিজ নিয়ে হাজির অভিনেতা। এবার আর পুলিশ চরিত্রে থানায় নয়, তিনি লড়বেন আদালতে; আইনজীবী হয়ে, সত্যের জন্য।

সিরিজের নাম ‘মোবারকনামা’। নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল। রবিবার (৩ ডিসেম্বর) রাতে সিরিজটির প্রমো হিসেবে মোশাররফ করিমের একটি বার্তা প্রকাশ করেছে সিরিজটির প্ল্যাটফর্ম হইচই। যেখানে নিজের চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন মোশাররফ।

সাবলীল ভঙ্গিমায় বললেন, ‘আমার নাম মোবারক হোসেন ভুঁইয়া। আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। পেশায় আইনজীবী। মানুষের জীবনে ভালো-মন্দের সঙ্গে, সত্য-মিথ্যার সঙ্গে পরিচয় শিশুকালেই হয়ে থাকে; আব্বা-আম্মার হাত ধরে। আমার ক্ষেত্রেও তা-ই হয়েছে, কিন্তু একটু অন্যভাবে।’

‘মোবারকনামা’ সিরিজের দৃশ্য মোবারক হয়ে মোশাররফ বলেন, ‘কতটা শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে আমি দাঁড়াচ্ছি, সেটা আসল বিষয় না। আমি সত্যের পক্ষে আছি কিনা, সেটাই আসল বিষয়। সারাটা জীবন আমি সত্যকে অবলম্বন করে চলেছি, সত্যই আমাকে এগিয়ে নিয়েছে।’

এই বার্তার ফাঁকে সিরিজের কিছু দৃশ্যও যোগ করা হয়েছে। যেটা দেখে আঁচ করা যায়, আইনজীবী চরিত্রে মোবারকের অসামান্য লড়াইয়ের গল্প উঠে আসছে এতে। সিরিজটিতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন শবনম ফারিয়া, শাহনাজ সুমিসহ অনেকে।  

জানা গেছে, ‘মোবারকনামা’ নির্মিত হয়েছে ৮ পর্বে। আগামী ২১ ডিসেম্বর এটি ভারতের ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পাবে।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
৩৫ কেজি ওজন বাড়িয়ে আলোচনায় নাঈম
৩৫ কেজি ওজন বাড়িয়ে আলোচনায় নাঈম
ঢাকার সিরিজের নাম এলো তুরস্ক থেকে!
ঢাকার সিরিজের নাম এলো তুরস্ক থেকে!
চেনা ঢঙে ‘হীরামান্ডি’র প্রথম ঝলক (ভিডিও)
চেনা ঢঙে ‘হীরামান্ডি’র প্রথম ঝলক (ভিডিও)
হুব্বা: সামথিং লাইক আ ক্রিমিনাল’স অটোবায়োগ্রাফি!
সিনেমা সমালোচনাহুব্বা: সামথিং লাইক আ ক্রিমিনাল’স অটোবায়োগ্রাফি!
বিনোদন বিভাগের সর্বশেষ
লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কান উৎসব ২০২৪লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
রাইমা নাকি সুচিত্রা!
রাইমা নাকি সুচিত্রা!
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো
কান উৎসব ২০২৪সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো