X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আটাশ, দশ ও আড়াই বছরের সম্মিলন, লক্ষ্য ৩০ কোটি দর্শক

বিনোদন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২৩, ২০:৫১আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৩৪

দুই বাংলার তিন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে হচ্ছে একটি সিনেমা। নাম যার ‘দম’। এটি নির্মাণ করছেন রেদওয়ান রনি আর মূল চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। মূলত এটুকু জানাবার জন্যই শনিবার (৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ঢাকার চরকি ও আলফা আই এবং কলকাতার এসভিএফ কর্তৃপক্ষ।

যে খবরটি সংবাদ সম্মেলনের আগেই এদিন সকালে প্রকাশ করেছেন বাংলা ট্রিবিউন। সন্ধ্যার সম্মেলনে এসব তথ্যেরই পুনরাবৃত্তি ঘটলো। তবে বাড়তি কিছু যে একেবারেই ঘটেনি, তা তো নয়। বিষয়টি হচ্ছে তিন প্রযোজকের দীর্ঘ কথোপকথনের সারসংক্ষেপ। যাদের দীর্ঘ আলাপ থেকে একটি লক্ষ্য স্পষ্ট, সেটি হলো বাংলা।

হিন্দি, উর্দু আর তামিল ভাষার দাপটে নতজানু বাংলা কনটেন্টকে বৈশ্বিক রূপ দেওয়ার লক্ষ্য নিয়েই আটাশ, দশ ও আড়াই বছর বয়সী তিন প্রতিষ্ঠানের একজোট হওয়া। তিন প্রতিষ্ঠানেরই লক্ষ্য, বিশ্বের ৩০ কোটি বাংলাভাষীর চাহিদা পূরণ করা। এরমধ্যে প্রতিষ্ঠার ২৮ বছর পার করছে এসভিএফ, ১০ বছর আলফা আই এবং চরকির বয়স মাত্র আড়াই বছর।

আলফা আই-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল প্রসঙ্গক্রমে বলেন, ‘আমাদের বাংলার বাজারটাকে বড় করতে হবে। যেটা কোলাবরেশন ছাড়া সম্ভব নয়। গোটা বিশ্বে প্রায় ৩০ কোটি বাঙালি আমরা। আমাদের এক এক প্রতিষ্ঠানের মার্কেটিং প্ল্যান বা কনটেন্ট হয়তো আলাদা, কিন্তু প্রত্যেকের লক্ষ্য একটাই। সেটি হলো বাংলা কনটেন্ট গোটাবিশ্বে ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্য নিয়েই আমাদের যৌথ শুরু।’

বলা দরকার, আলফা আই-এর বয়স ১০ হলেও তাদের সিনেমার সংখ্যা মাত্র একটি, ‘সুড়ঙ্গ’। বলার দরকার নেই, ছবিটা কেমন হিট। মানে সুপার হিট। এর আগে গত ১০ বছর ধরেই দেশের সর্বাধিক নাটক প্রযোজনা করেছে প্রতিষ্ঠানটি। এবার তাদের লক্ষ্য অন্য দুই প্রতিষ্ঠানের সঙ্গে মিলে বিশ্বজয়ের। 

টিম ‘দম’ ঘোষণার টেবিলে শুরুতেই তারা হাজির হলেন ‘দম’ নিয়ে। যে ছবিটির নায়িকা ও বাজেট প্রসঙ্গে প্রশ্ন তুলতেই এসভিএফ-এর চেয়ারম্যান ও সহপ্রতিষ্ঠাতা মাহেন্দ্র সনি বলে, ‘বাজের এখানে ফ্যাক্টর না। বাজেট নিয়ে আমাদের কোনও লিমিট নেই। আমরা আসলে কাজটি একসঙ্গে করতে চাই।’

সনি নিজের ইতিহাস টেনে বলেন, ‘‘শাহরিয়ার ভাইয়ের সঙ্গে আমার লম্বা সময়ের পরিচয় না। বাট আমরা যেটুকু সময় পরিচিত, সেটা বেশ অর্থবহ। মনে পড়ে, ২৮ বছর আগে আমি আমার ভাই শ্রীকান্তসহ এই প্রতিষ্ঠান শুরু করি। ৯৬ সালে আমাদের প্রথম ছবি ছিলো ‘ভাই আমার ভাই’। যেটাতে অভিনয় করেছিলেন এখানকার নায়িকা রোজিনা ম্যাম। তারমানে আমরা শুরুটাই করি বাংলাদেশ দিয়ে। এরপর ৯৮ সালে দুটো যৌথ প্রযোজনার ছবি করি। যার ডিরেক্টর ছিলেন এখানকার দেলোয়ার জাহান ঝন্টু। এরপর ফেরদৌস ভাইকে নিয়েও আমরা কাজ করেছি। মানে অনেক দিন ধরেই বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক। এবার ‘দম’ দিয়ে সেই সম্পর্ক আরও পোক্ত হলো। আমাদের এই যৌথ প্রজেক্ট ক্রমশ বাড়বে বলেই আমার বিশ্বাস।’’ 

শুধু ‘দম’ নয়, ১১ ডিসেম্বর এই ত্রয়ী আরও একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিতে যাচ্ছেন একই ভেন্যুতে। যেটি নির্মাণ করছেন সময়ের সফল নির্মাতা রায়হান রাফী। আর তাতে অভিনয় করার কথা রয়েছে শাকিব খানের। যদিও সেটির সত্যতা মিলবে আনুষ্ঠানিক ঘোষণার পর। তবে চরকির সিইও রেদওয়ান রনি এটুকু নিশ্চিত করেছেন, তার নির্মাণে ‘দম’ মুক্তি পাবে ২০২৫ সালের শুরুতে। আর রাফী-শাকিবের ছবিটি মুক্তি পাবে আগেই, ২০২৪ সালে।

নির্মাতা নিজের ছবির নাম টেনে জানান, ‘‘এই যৌথ উদ্যোগের জন্য একটা ‘দম’ দরকার ছিলো। সেজন্যই ‘দম’ দিয়ে আমাদের যৌথ কার্যক্রমের ঘোষণা দেওয়া।’’ জানালেন নির্মাণ থেকে নিজের লম্বা বিরতির কারণটাও। 
  
তার ভাষায়, ‘‘একটা সময় সিনেমা বানানোর প্ল্যাটফর্ম ছিলো না। কিন্তু নাটকটা আরাম করে বানানো যেতো। তখন আমরা নাটক বানিয়েছি। সিনেমাটাও শুরু করেছি সাহস করে। কিন্তু এরপর এমন একটা সময় এলো, যখন নাটক-সিনেমা কিছুই বানানোর প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না। সত্যি বলতে এই অভাব কিংবা ক্ষোভ থেকেই আড়াই বছর আগে ‘চরকি’র জন্ম। আমরা খুব ভয়ে ভয়ে ছোট পরিসরে শুরু করি। সেটি দাঁড়া করানোর জন্যই আসলে আমার নির্মাণে দেরি হয়ে যায়।  চরকি এখন নিজের জোরেই ঘুরছে, তাই মনে হলো এখন সিনেমা বানানো সম্ভব, এবং সেটা বড় পরিসরে। এজন্যই এই কোলাবরেশন।’’

বামে তিন প্রযোজক, ডানে চঞ্চল চৌধুরী ও যারেফ হোসেন তিন কর্তার ফাঁকে মঞ্চে এলেন ‘দম’ নায়ক চঞ্চল চৌধুরী। বললেন, ‘‘রেদওয়ান রনি যখন নির্মাণ থেকে দূরে সরে গেলো, তখন দেখা হলেই বলতাম, ‘কবে আসবি, কবে আসবি, আয় না।’ মানে নির্মাণে ফেরার জন্য চাপ দিতাম। শেষপর্যন্ত ও যখন ফিরলো তখন আমাকেই অফারটা দিলো। ফলে এর গল্প, নাম, পরিচয় না জেনেই আমি সম্মতি না দিয়ে পারিনি। বিশ্বাস করবেন কি না, গল্পের রেশ জানলেও ছবিটির নাম জানতে পেরেছি অনুষ্ঠানে এসে! আশা করছি এই ছবি আর যৌথ উদ্যোগ, নতুন বার্তা দেবে বিশ্ব-বাংলায়।’’  

পুরো আয়োজনটি দারুণ সঞ্চালনা করেন মৌসুমী মৌ। অতিথি হিসেবে হাজির ছিলেন নির্মাতা-অভিনেতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, নির্মাতা আদনান আল রাজীব ও রায়হান রাফী, সঞ্চালক-অভিনেত্রী মাসুমা নাবিলা, চরকির ইনভেস্টর, প্রেসিডেন্ট এন্ড হেড অব স্ট্র্যাটেজি যারেফ হোসেন প্রমুখ।

চঞ্চলকে নিয়ে রনির ফেরা, দুই দেশের তিন ব্যানারে ‘দম’

/এমএম/
সম্পর্কিত
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
ওটিটি: দুই উৎসব, দুই সিনেমা, দুই সিরিজ
ওটিটি: দুই উৎসব, দুই সিনেমা, দুই সিরিজ
চঞ্চল বনাম চঞ্চল!
চঞ্চল বনাম চঞ্চল!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
বিনোদন বিভাগের সর্বশেষ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!