X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বছরান্তে মিমের হিসাব-নিকাশ!

বিনোদন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২৩, ১৬:১৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৮

কাঁটাতার ভেদ করে কলকাতার ‘মানুষ’ আসছে বাংলাদেশে। শুক্রবার (১৫ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। এই ছবির আলাদা বিশেষত্ব আছে। কারণ, এটি নির্মাণ করেছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দার। আবার এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। ফলে দেশের দর্শকের কাছে ছবিটি নিয়ে আসা তাদের জন্য আনন্দের, উচ্ছ্বাসের।

সে উচ্ছ্বাসের খবর জানতেই যোগাযোগ করা হয় মিমের সঙ্গে। ভারতের দর্শকের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পেলেন, দেশের প্রত্যাশাও বা কেমন? জবাবে ‘পরাণ’র নায়িকা বাংলা ট্রিবিউনকে বললেন, ‘ছবিটা দেখার পর কলকাতার অনেকেই আমাকে মেসেজে, ফোনে ভালোলাগা জানিয়েছেন। এমনও দেখেছি, ছবি চলছিল, আমার যখন এন্ট্রি হলো, তখন দর্শক হাততালি, শিস দিচ্ছিলেন। এছাড়া অনেক ইতিবাচক রিভিউ চোখে পড়েছে। আর এখন দেশে মুক্তি পাচ্ছে। আশা করছি এখানকার দর্শকও পছন্দ করবেন।’

‘মানুষ’ প্রসঙ্গে আরেকটু ভালোলাগা জানালেন মিম। সেটা এরকম, ‘বড় ব্যাপার হলো, এই ছবির পরিচালক সঞ্জয়দা আমাদের দেশের মানুষ। তার পরিচালিত প্রথম ছবি টলিউডের, মুক্তি পেলো ভারতে। এমনটা তো এর আগে হয়নি। সুতরাং এটাও একটা গর্বের বিষয়।’ নির্মাতা সঞ্জয় সমাদ্দারের সঙ্গে মিম

গত কয়েক বছর ধরেই মিম চেষ্টা করছেন গল্প ও চরিত্রনির্ভর কাজ করতে। কিন্তু সেরকম প্রজেক্ট খুব একটা পাচ্ছেন না বলে জানালেন তিনি। বললেন, ‘আসলে অনেক ছবির প্রস্তাব আসে। কিন্তু গল্পটা তো আমাকে টাচ করতে হবে। সেরকম পাইনি এখনও।’

তাহলে কি এই মুহূর্তে কোনও ছবিতেই কাজ করছেন না? মিমের স্পষ্ট জবাব, “সেরকম না। এই যেমন ওয়াহিদ তারেকের পরিচালনায় ‘দিগন্তে ফুলের আগুন’ ছবিটার কাজ শেষ করলাম। এখন পোস্ট প্রোডাকশন চলছে। আর দেশে এখন ছবি কয়টা হচ্ছে? এমন তো না যে অনেক ছবি হচ্ছে, আমিই করছি না। সেরকম তো না। যে গল্প-চরিত্রে আমি নিজে সন্তুষ্ট হতে পারবো, সেরকম কাজের অপেক্ষায় আছি।”

বিদ্যা সিনহা মিম

মিমকে সর্বশেষ প্রেক্ষাগৃহে দেখা গেছে গত ২২ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘অন্তর্জাল’ সিনেমায়। দীপংকর দীপন পরিচালিত এই সাইবার ক্রাইম থ্রিলার ছবিটি বেশ বড় পরিসরে বানানো হয়েছিল। সংশ্লিষ্টদের প্রত্যাশাও ছিল বেশ। কিন্তু মুক্তির পর কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। এর কারণ কী হতে পারে?

অভিনেত্রী হিসেবে মিম জবাবটা দিলেন এভাবে, ‘দেখুন, প্রযোজকের জায়গা থেকে তারা সন্তুষ্ট। আর এটা একেবারে নতুন ধাঁচের একটা ছবি। এরকম গল্প আমাদের দর্শকের গ্রহণ করতেও তো একটা সময় লাগবে। সে হিসেবে একেবারে মন্দ গেছে, তা বলবো না। আর সব ছবি তো সমান সফল হবে না। কিছু কাজ হিট হবে, কিছু অ্যাভারেজ, আবার কোনও ছবি ফ্লপ হবে; এটাই তো আর্টিস্টের জীবন।’

সবশেষে বছরান্তের ছোট্ট অনুভূতি। বিদায়ের প্রান্তে আসা এই বছর নিয়ে মিমের সংক্ষিপ্ত বয়ান, ‘সব মিলিয়ে ভালোই গেছে। দুটো বড় ছবি মুক্তি পেলো। একটি ওয়েব সিরিজ। কয়েকটা নামি ব্র্যান্ডের সঙ্গে কাজ করলাম। এই তো।’

উল্লেখ্য, ‘মানুষ’ সিনেমায় নায়ক-নায়িকা চরিত্রে আছেন টলিউড সুপারস্টার জিৎ ও সুস্মিতা চ্যাটার্জি। এছাড়া খল চরিত্রে আছেন জীতু কমল। নিজের প্রতিষ্ঠান থেকে ছবিটি প্রযোজনা করেছেন জিৎ। ‘মানুষ’র নায়ক জিৎ ও নায়িকা সুস্মিতা

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
হলিউডকে পাশ কাটিয়ে সিনেপ্লেক্সে ফের ‘পরাণ’
হলিউডকে পাশ কাটিয়ে সিনেপ্লেক্সে ফের ‘পরাণ’
বড়দিন উদযাপনে কী করছেন অভিনেত্রীরা
বড়দিন উদযাপনে কী করছেন অভিনেত্রীরা
অন্তর্জালে আসছে ‘অন্তর্জাল’
অন্তর্জালে আসছে ‘অন্তর্জাল’
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান