X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

ভক্ত নয়, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের অপেক্ষায় তারা

কামরুল ইসলাম
০৬ জানুয়ারি ২০২৪, ১৭:৫৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৮:০৩

বাকি কেবল একটি রাত। রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনা-সমালোচনা ছাপিয়ে এবারের নির্বাচন দেশের শোবিজ অঙ্গনের জন্যও বিশেষ। কারণ এই আসরে প্রার্থী হয়েছেন পাঁচজন তারকা। তারা হলেন বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, ফোকসম্রাজ্ঞী মমতাজ বেগম, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও গায়িকা ডলি সায়ন্তনী। 

নির্বাচন উপলক্ষে তারকারা মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, প্রচারণা চালিয়েছেন, ভোট চেয়েছেন মাসজুড়ে। এখন কেবল অপেক্ষা, ভক্ত নয়- ভোটারের জন্য। রবিবার দিনজুড়ে ভোট শেষে কার কার ভাগ্যে রয়েছে কাঙ্ক্ষিত জয়, তা জানা যাবে রবিবার (৮ জানুয়ারি) রাত নাগাদ।

শেষ মুহূর্তে এসে ভোট ও ভোটার নিয়ে বাংলা ট্রিবিউনকে নিজের অভিমত জানিয়েছেন ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফেরদৌস আহমেদ। ভোটারদের উদ্দেশে তিনি বললেন, ‘সকাল সকাল ভোট কেন্দ্রে চলে আসুন। সুস্থ-সুন্দর পরিবেশে নৌকা মার্কায় ভোট দিন। কারণ নৌকার জয় মানে বঙ্গবন্ধুর জয়, স্বাধীনতার স্বপক্ষের জয়, আর নৌকার জয় মানেই আমার জয়।’

মাঠে ফেরদৌস নিজের জয় নিয়ে আশা প্রকাশ করে ফেরদৌস বলেন, ‘মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, চেষ্টার ত্রুটি রাখিনি। আমি নিজে হয়ত সবার কাছে যেতে পারিনি, তবে আমার নেতা-কর্মীরা ছুটে গেছেন। আমি আশা করি ঢাকা-১০ আসনের মানুষ আমাকে বিজয়ী করবেন। নিজের জয় নিয়ে আমি শতভাগ আশাবাদী।’

পাশাপাশি নতুন প্রজন্মের কাছেও একটি আর্জি রেখেছেন ফেরদৌস। সেটা এরকম, ‘নতুন প্রজন্মের যারা এবার প্রথম ভোট দেবে, তাদের উদ্দেশ্যে আমার আহ্বান, জীবনের প্রথম ভোটটা যেন স্বাধীনতার স্বপক্ষে দেয়। কারণ তারাই আগামীতে বাংলাদেশের কাণ্ডারি হবে।’

মাঠে আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসনে টানা পাঁচবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে প্রার্থী হলেন অভিনেতা আসাদুজ্জামান নূর। এবারও তিনি নৌকা মার্কায় লড়ছেন। প্রচারণায় গিয়ে নূর বলেছেন, ‘সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের জাতীয়তাবাদী, অসাম্প্রদায়িক চেতনাকে যেমন ছড়িয়ে দিতে চাই, তেমনি আমার রাজনৈতিক কর্মকাণ্ডও একই লক্ষ্যে পরিচালিত হয়।’

মাঠে মমতাজ বেগম জনপ্রিয় ফোকশিল্পী মমতাজ বেগম নৌকার প্রার্থী হয়েছেন মানিকগঞ্জ-২ আসনে। ২০১৮ সাল থেকে এই আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। এবারের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মমতাজ বলেন, ‘৭ তারিখে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় সবাই ভোট দেবেন। কারও বাধা-নিষেধ শুনবেন না। আপনাদের সঙ্গে আমরা আছি। কোনও হুমকি-ধামকিতে পিছু হটবেন না।’

মাঠে মাহিয়া মাহি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে। সর্বাত্মক প্রচারণা চালিয়েছেন নিজের প্রতীক ট্রাক মার্কার জন্য। ইশতেহার ঘোষণার সময় তিনি বলেছেন, ‘আমি সিনেমা থেকে মোটামুটি অনেক দূরে চলে এসেছি রাজনীতির কারণে। আমি জনগণের কাছাকাছি থাকতে চাই। এখানে যারা প্রতিদ্বন্দ্বী আছেন, তারা সবাই ঢাকায় যান। চার-পাঁচ দিন করে থাকেন। যেহেতু ঢাকায় আমার কর্মক্ষেত্র, সপ্তাহে হয়তোবা দু-তিন দিন আমাকে যেতেই হবে। কিন্তু একটা বড় সময় আমি এখানেই থাকব। জনগণের কাছেই থাকব।’

মাঠে ডলি সায়ন্তনী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী হিসেবে পাবনা-২ আসনে লড়ছেন গায়িকা ডলি সায়ন্তনী। তার প্রতীক নোঙর। প্রচারণার শেষ দিনে ভোটারদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমি একজন শিল্পী। শিল্পীদের মনে প্যাচ নাই, যতটুকু পারব ততোটুকুই প্রতিশ্রুতি দেব। আপনাদের যে সমস্যাগুলো রয়েছে আমি সংসদে বলব। পাশাপাশি আপনাদের পাশে থেকে সেগুলো সংশোধন করা এবং সম্পন্ন করার চেষ্টা করব।’

উল্লেখ্য, আসাদুজ্জামান নূর ও মমতাজ পুরনো সংসদ সদস্য হলেও এবারই প্রথম জাতীয় নির্বাচনে লড়ছেন ফেরদৌস, মাহি ও ডলি।

/এমএম/
সম্পর্কিত
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
ভোটের মাঠ থেকে ফিরে বিচ্ছেদের ঘোষণা দিলেন মাহি
ভোটের মাঠ থেকে ফিরে বিচ্ছেদের ঘোষণা দিলেন মাহি
সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আসাদুজ্জামান নূর
সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আসাদুজ্জামান নূর
কবিতা পড়তে ও আবৃত্তি করতে ছন্দ জানা জরুরি: আসাদুজ্জামান নুর
কবিতা পড়তে ও আবৃত্তি করতে ছন্দ জানা জরুরি: আসাদুজ্জামান নুর
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…