X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১
স্মরণে ওস্তাদ রশিদ খান 

স্মৃতিকাতর গোলাম আলি, সুমনের খেয়াল

বিনোদন ডেস্ক
১০ জানুয়ারি ২০২৪, ১৩:০৯আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৭:২৬

মাত্র ৫৬-তে জীবনের পর্ব চুকিয়ে নিয়েছেন ওস্তাদ রশিদ খান। যার দরাজ কণ্ঠের সুর বিমোহিত করেছে উপমহাদেশের মানুষকে, শাস্ত্রীয় সংগীতকে যিনি দিয়েছেন অনন্য মাত্রা, সেই নন্দিত শিল্পী চলে গেছেন না ফেরার দেশে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে কলকাতার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। 

ওস্তাদ রশিদ খানের মৃত্যুতে পশ্চিমবঙ্গ তথা ভারত তো বটেই, শোকের বিষণ্ণ হাওয়া ভেসে এসেছে বাংলাদেশেও। এ দেশের অনেক শিল্পী-তারকা তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, শোক প্রকাশ করেছেন। 

এদিকে রশিদের জন্য সীমান্তের কাঁটাতার আর বৈরিতা এড়িয়ে শোকবার্তা দিলেন দীর্ঘ দিনের সংগীত সতীর্থ গোলাম আলি খান। যিনি পাকিস্তানের কিংবদন্তি গজল শিল্পী। কাজ করেছেন ভারতেও। মঙ্গলবার প্রায় মধ্যরাতে একটি ভিডিও বার্তায় ‘চুপকে চুপকে রাত দিন’ খ্যাত এই শিল্পী বলেছেন, ‘আজকের দিনটা খুব আক্ষেপের। ভারতের তো বটে, এই মুহূর্তে গোটা পৃথিবীর সেরা ক্লাসিক্যাল শিল্পী, আমার খুব প্রিয় ভাই ওস্তাদ রশিদ খান সাহেব মারা গেছেন। মৃত্যু তো সবার ভাগ্যেই লেখা আছে। কিন্তু এরকম মানুষ চলে গিয়েও বেঁচে থাকেন, তাদের কাজ বেঁচে থাকে। খবরটা শুনে আমি খুবই কষ্ট পেয়েছি, কী বলবো আপনাদের!’
 
স্মৃতিকাতর হয়ে গোলাম আলি খান বলেন, ‘তিনি আমাকে অনেক ভালবাসতেন, যখনই কলকাতায় যেতাম কিংবা মুম্বাইতে একত্র হতাম, সারা রাত আমরা কথা বলতাম, গান করতাম। এত বড় শিল্পী হয়েও আমার গান মন দিয়ে শুনতেন। এরকম বড় শিল্পী তিনি একজনই ছিলেন। আল্লাহ তাকে শান্তিতে রাখুন।’ 

 

একটু ভিন্ন উপায়ে ওস্তাদ রশিদ খানের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের আরেক কিংবদন্তি কবীর সুমন। আধুনিক গানে তিনি কালজয়ী হয়েছেন; তবে এখন পুরোপুরি ডুবে আছেন বাংলা খেয়াল নিয়ে। তাই রশিদ খানকে নিয়েই বুধবার (১০ জানুয়ারি) সকালে রচনা করলেন নতুন বন্দিশ। 

গানওয়ালা বললেন, ‘গতকাল ওস্তাদ রশিদ খান মারা গেলেন। তিনি মারা গেলেন ৫৬ বছর বয়সে। আর এই অধমের (তিনি নিজে) ৭৫ চলছে, মার্চে ৭৬-এ পড়বো। আমি থেকে গেলাম, রশিদ খান চলে গেলেন। মাথায় তার কথা ঘুরছে আর রাগ ঝিঁঝিট ঘুরছে কদিন ধরে। অনেকেই হয়ত জানেন, আমি বেঁচে আছি বাংলা ভাষায় খেয়ালের জন্য। অন্য কোনও কারণ নেই। আমার জীবন সায়াহ্নের একমাত্র কাজ, ধ্যানধারণা, সব কিছু এই খেয়াল। এটা আমার জীবনের শ্রেষ্ঠ কাজ। সকাল থেকে মনে হচ্ছে, রশিদের জন্য একটা খেয়াল করা যায় কিনা। তিনি তো খেয়াল গাইতেন, গজল, ঠুমরি, সবই গাইতেন। একটা রচনা করলাম গুরুকৃপা হিসেবে।’

এরপর নিজের রচিত খেয়ালটি গেয়ে শোনান কবীর সুমন। আর তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন অনুসারীদের অনেকেই। 

উল্লেখ্য, শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি শিল্পী ওস্তাদ রশিদ খান বলিউড ও টলিউডের সিনেমায়ও বেশ কিছু গান করেছিলেন। এর মধ্যে কয়েকটি হলো- ‘আওগে যাব তুম সাজনা’, ‘মানওয়া, ‘আল্লাহ হি রাহেম’, ‘তু বানযা গালি’ ইত্যাদি।

/কেআই/এমএম/
সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিনোদন বিভাগের সর্বশেষ
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’