X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ফিরলেন বন্যা, দেশে ও দেশ নাটকে

বিনোদন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৪, ১৭:০৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ২১:২০

টিভিতে পরিচিতি, জনপ্রিয়তা পেলেও বন্যা মির্জার অভিনয় জীবনের শুরুটা মঞ্চে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন থিয়েটারে যুক্ত হন। সেখান থেকেই নিজেকে গড়ে নেন। পরে টিভি পর্দায় সাফল্য পেলেও মঞ্চ থেকে দূরে থাকেননি কখনও।

কিন্তু দেশ ছাড়ার পর থেকে এই সম্পর্কে কিছুটা ছেদ পড়ে। টানা সাত মাস ছিলেন যুক্তরাষ্ট্রে। ফলে নাটক পাড়ায় তার অভিনয় তো দূর, উপস্থিতিও পাওয়া যায়নি। সেই অপূর্ণতা ঘুচিয়ে ফিরলেন বন্যা, দেশে এবং তার নাট্য ঠিকানা দেশ নাটকে। গত মাসে ঢাকায় ফিরেছেন বলে জানালেন এ অভিনেত্রী।

ঘরে ফিরে বিশ্রামে নয়, সময় কাটাচ্ছেন নাটকের আঙিনায়। এরই মধ্যে একটি নতুন নাটকের প্রস্তুতিতে ডুবে আছেন তিনি। যেটার নাম ‘পারো’। এটি রচনা ও নির্দেশনায় আছেন মাসুম রেজা। নাট্যদল ‘দেশ নাটক’র ২৫তম প্রযোজনা হতে যাচ্ছে এটি।

বন্যা মির্জা ও নাটকের পোস্টার

বন্যা বলেছেন, “পারো’ মূলত একটি মেয়ের গল্প। যেখানে কেবল একটি চরিত্র। আর এই ভূমিকায় আমি অভিনয় করছি। মাত্র ২০ দিনের প্রস্তুতিতে নাটকটি মঞ্চে আনার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তাই টানা অনুশীলন করতে হচ্ছে।’

নির্দেশক মাসুম রেজা জানিয়েছেন, আগামী ২৩ ও ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটি দর্শকের সামনে মঞ্চস্থ করা হবে।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুরোদমে প্রস্তুতি নিচ্ছি আমরা। একেবারে সারা দিন মহড়া দেওয়ার অবস্থা আরকি। গল্পটা পারোমিতা নামের এক নারীকে ঘিরে। এই চরিত্রে বন্যা মির্জা ও সুষমা সরকার অভিনয় করবেন। প্রথম দুটি শো-তে বন্যা, এরপরের দুটি শো-তে সুষমা। আশা করছি ভালো কিছুই হবে।’

মাসুম রেজা নাটকটির সহকারী নির্দেশনায় অয়ন চৌধুরী, আলোকসজ্জায় নাসিরুল হক খোকন ও ফারুক খান টিটু এবং সংগীতে থাকছেন অসীম কুমার নট্ট।

এদিকে চলতি মাসের শেষ দিকেই ফের যুক্তরাষ্ট্রে চলে যাবেন বন্যা মির্জা। এর আগেই ‘পারো’ নাটকের দুটি প্রদর্শনী সেরে যাবেন অভিনেত্রী।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
ইন্ডাস্ট্রির ফাঁদ ও ‘অ্যানিমেল’ প্রসঙ্গে বন্যা মির্জার ব্যাখ্যা
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবইন্ডাস্ট্রির ফাঁদ ও ‘অ্যানিমেল’ প্রসঙ্গে বন্যা মির্জার ব্যাখ্যা
সিনেমা কারখানা কারও একক মালিকানাধীন নয়: বন্যা মির্জা
সিনেমা কারখানা কারও একক মালিকানাধীন নয়: বন্যা মির্জা
বিশ্বজুড়ে বন্যা মির্জা ও হিল্লোলের কার্যক্রম
বিশ্বজুড়ে বন্যা মির্জা ও হিল্লোলের কার্যক্রম
দেবিদ্বারে পানিবন্দি ৫ শতাধিক পরিবার
দেবিদ্বারে পানিবন্দি ৫ শতাধিক পরিবার
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…