X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

অপূর্ব যখন ইউএনও!

বিনোদন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২২

উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও; প্রশাসনিক পর্যায়ের গুরুত্বপূর্ণ পদ। সরকারের অন্যতম প্রতিনিধি হিসেবে উপজেলার ভালো-মন্দ সব দিক দেখতে হয় এই কর্মকর্তাকে। সেই কাজ করতে গিয়ে কতটা চ্যালেঞ্জে পড়তে হয়, কী কী মোকাবিলা করতে হয়, তার কিছুটা এবার উঠে আসছে পর্দায়।

হ্যাঁ, প্রশাসনিক সার্ভিসের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে একটি ওয়েব ফিল্ম। নাম ‘ইউএনও স্যার’। নির্মাণ করেছেন সৈয়দ শাকিল। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। আহসান হাবিবের গল্পে ছবিটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন।

ছবিটি প্রসঙ্গে সংশ্লিষ্টদের একটি স্লোগান আছে। সেটা এরকম, ‘শুধু প্রেমে না, কিছু মানুষ বাঁচে দেশপ্রেমে!’ ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার বেড়াজালে দেশের প্রতি ভালোবাসার চ্যালেঞ্জ নিয়ে একজন সরকারি কর্মকর্তা কী করতে পারেন, তা-ই দেখা যাবে ফিল্মটিতে।

নির্মাতা সৈয়দ শাকিল বলেন, ‘আমার জানা মতে প্রশাসনিক ক্যাডার সার্ভিস চরিত্র নিয়ে বাংলাদেশে এটাই প্রথম কাজ। একটা ভিন্ন আঙ্গিকের গল্প সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। প্রযোজক, শিল্পী-কুশলীসহ সবার আন্তরিক প্রচেষ্টা ছিল কাজটা ভালো করার। সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আশা করছি কাজটা দর্শকদের ভালো লাগবে।’

ছবির দৃশ্যে তটিনী এই ওয়েব ফিল্মে অপূর্ব ছাড়াও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী, ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভুইয়াসহ অনেকে। ‘ভিশন’ নিবেদিত ফিল্মটি প্রযোজনা করেছে কাজী মিডিয়া লিমিটেড। আগামী ২৪ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে মুক্তি পাবে এটি।  

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
নতুন রেকর্ডে আরও উঁচুতে ‘বড় ছেলে’
নতুন রেকর্ডে আরও উঁচুতে ‘বড় ছেলে’
‘বড় ছেলে’ বললেন: আমি ইন্ডাস্ট্রির আদরের ছেলে
‘বড় ছেলে’ বললেন: আমি ইন্ডাস্ট্রির আদরের ছেলে
হাসছেন অপূর্ব-শাকিল, সমঝোতায়  ‘অর্থ আত্মসাৎ’!
হাসছেন অপূর্ব-শাকিল, সমঝোতায় ‘অর্থ আত্মসাৎ’!
অর্থ আত্মসাতের অভিযোগ: আইনি পদক্ষেপ নিচ্ছেন অপূর্ব
অর্থ আত্মসাতের অভিযোগ: আইনি পদক্ষেপ নিচ্ছেন অপূর্ব
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র