পর্দায় হিট আর শুটিংয়ে ব্যস্ততা; রকেট গতিতে যেন মঙ্গলের দিকে ছুটছিলেন শাকিব খান। অনেকটা মাঝপথে মহাশূন্যে যেন থমকে গেলো সেই গতি। কারণ, বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে স্থবির ছিলো পুরো দেশ। ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’ মেগাহিট। মুক্তির অপেক্ষায় ‘দরদ’। এরপরই শাকিব খানের শুটিং তালিকায় উঠেছিল ‘বরবাদ’।
ঠিক এই সময়ে ‘বরবাদ’ সিনেমার শুটিং নিয়ে তোড়জোড় থাকার কথা ছিলো ঢালিউড হয়ে গণমাধ্যমজুড়ে। কারণ, ফের ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ জুটি (শাকিব-ইধিকা) এক হচ্ছে ‘বরবাদ’ সূত্রে। ফলে দুই বাংলার জন্যই সিনেমাটি দরকারি। হতাশার বিষয়, ঢাকায় খানিক স্থিরতা এলেও কলকাতা এখন আন্দোলনে টালমাটাল। সব মিলিয়ে পূর্বাভাস এই, ‘বরবাদ’ ইউনিট সহসা নামছে না শুটিং লোকেশনে।
সিনেমাটি পরিচালনা করবেন নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়। এটি নির্মাতার প্রথম সিনেমা। অনুমান করা যায়, শাকিব খান এই নির্মাতাকে নিয়ে বাজি ধরেছেন।
‘তুফান’ মুক্তির পরই জানা যায়, আগস্ট বা সেপ্টেম্বরের মাসে শুটিং শুরু হবে ‘বরবাদ’র। কিন্তু সাম্প্রতিক আলাপে জানা গেছে, দেশের চলমান অস্থিরতায় সিনেমাটির শুটিং পিছিয়েছে। ঠিক কবে শুটিং শুরু হবে, নির্মাতাই তা নিশ্চিত করে জনাতে পারছেন না। কারণ, আন্দোলনের চাপে সব পরিকল্পনাই বরবাদ হয়ে গেছে!
‘বরবাদ’ শুটিং হচ্ছে কবে, এমন প্রশ্নের জবাবে তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয় গণমাধ্যমকে জানান, ‘এখন দেশের যে পরিস্থিতি তাতে ঠিকভাবে নিশ্চিত করে কিছুই বলতে পারছি না। শাকিব ভাই এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি এলে তার সঙ্গে কথা বলেই শুটিং শুরুর সিদ্ধান্ত নিতে হবে। তার আগে কিছুই বলা যাচ্ছে না।’
কিন্তু শাকিব খান ঢাকায় এলেও যে সহসা ‘বরবাদ’-এর সুরাহা হচ্ছে না সেটি তার সূচি থেকেও খানিকটা অনুমেয়। জানা গেছে ২৬ বা ২৭ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় নামবেন শাকিব। বিশ্রাম নিয়েই ছুটবেন কলকাতায়। সম্ভবত ‘দরদ’ মুক্তির বিষয়ে। সেখান থেকে ফিরেই ব্যস্ত হতে পারেন ক্রিকেট মাঠে!
হুম, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি দল কিনেছে তার প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান। এই কোম্পানির অন্যতম পরিচালক হিসেবে আছেন শাকিব খান। ফলে অনুমান করা যাচ্ছে, সেপ্টেম্বর নাগাদ শাকিব খান নিজেকে ব্যস্ত করবেন বিপিএল বিষয়ে, শাহরুখ খানের আদলে!
তবে কি খেলার মাঠে ঢুকে চলতি বছরে শাকিব খানের আপকামিং সিনেমার শুটিং বরবাদ! আনুষ্ঠানিক উত্তর মেলেনি এখনও ‘বরবাদ’ টিমের পক্ষ থেকে।