X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ওটিটিতে ইমন

বিনোদন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯

চলচ্চিত্র, বিজ্ঞাপন ও নাটকে প্রায় নিয়মিত যুক্ত মামনুন হাসান ইমন। তবে বরাবরই গুরুত্ব দিয়ে আসছিলেন সিনেমায়। যদিও সময়টা এখন ওটিটি প্ল্যাটফর্মের।

এই মাধ্যম থেকে প্রস্তাব যে পাননি, তা নয়। তবে মন-মতো হয়নি বলে কাজ করা হয়নি। এবার সেই আক্ষেপ ঘুচতে চলেছে ইমনের। ওটিটিতে অভিষেক হচ্ছে সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফীর হাত ধরে।

৩০ সেপ্টেম্বর তার ইমন অভিনীত প্রথম ওটিটি সিনেমা ‘মায়া’ মুক্তি পাচ্ছে, বিঞ্জ অ্যাপ-এ। এরই মধ্যে প্রকাশ পেয়েছে পোস্টার ও টিজার। 

ইমন বলেন, ‘দুই দশকের ক্যারিয়ারে অনেক চলচ্চিত্রে অভিনয় করেছি। অনেক চরিত্র নিজের পছন্দের, অনেক চরিত্র পরিচালক-প্রযোজকের মন জোগাতে করেছি। বেছে কাজ করতে পারলে হয় তো আরও একটু উঁচুতে থাকতে পারতাম। সেটা এখন ফিল করছি। সে জন্যই ওটিটি অধ্যায়ে পা ফেলার আগে খুব সচেতন ছিলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম, ওটিটিতে যা করবো নিজের পছন্দে করবো। অন্যের মনজয় করার জন্য করবো না। অবশেষে রায়হান রাফীর ডাক পেলাম। গল্পটাও অসাধারণ। চরিত্রটাও ভালো। আশা করছি ওটিটি দর্শকরা নতুন ইমনকে পছন্দ করবেন।’

মামনুন ইমন

শুধু ওটিটি অভিষেকের জন্য নির্মাতা রাফীর নির্দেশে অনেক কিছুতে বদল এনেছেন ইমন। জানান, তিনি চুল ছোট করেছেন, মেকআপ টোন ডাউন করেছেন, সংলাপ বলার ধরন বদলেছেন—এমন আরও অনেক কিছু।

‘মায়া’ ছবিতে ইমনের সঙ্গে আছেন সারিকা সাবরিন। ইমন ও রাফী

/এএমএম/এমএম/
সম্পর্কিত
পাইরেসির কবলে ‘তাণ্ডব’, হুঁশিয়ারি নির্মাতার
পাইরেসির কবলে ‘তাণ্ডব’, হুঁশিয়ারি নির্মাতার
‘শাকিব খানের সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো’
‘শাকিব খানের সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো’
শাকিবকে ‘লক্ষ্মী ছেলে’ বললেন জয়া
শাকিবকে ‘লক্ষ্মী ছেলে’ বললেন জয়া
তবে কি ‘ক্ষমা’ ছিলো ‘তাণ্ডব’ প্রচারণার কৌশল!
তবে কি ‘ক্ষমা’ ছিলো ‘তাণ্ডব’ প্রচারণার কৌশল!
বিনোদন বিভাগের সর্বশেষ
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
শুটিংয়ে ফিরছেন শাবনূর
শুটিংয়ে ফিরছেন শাবনূর
লাইফ সাপোর্টে মেহের আফরোজ শাওনের মা
লাইফ সাপোর্টে মেহের আফরোজ শাওনের মা