X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

বাকরুদ্ধ মহাগুরু!

বিনোদন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫২

টানা পাঁচ দশকের চলচ্চিত্রযাত্রা। ৭০ দশকের মাঝামাঝি প্রথম পা ফেলেছিলেন কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের হাত ধরে। ঠিক যেসময়ে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির একের পর এক প্রযোজক, পরিচালকরা তার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিলেন, তখন মৃণালের হাত ধরে ভারতীয় সিনেমার দলিলে ‘মৃগয়া’ দিয়ে নাম লেখালেন মিঠুন চক্রবর্তী। 

কাজের প্রতি নিষ্ঠা-অধ্যবসায় থাকলে যে সর্বোচ্চ চূড়াও ছোঁয়া যায়, কলকাতার ‘গৌরাঙ্গ’ দেখিয়ে দিয়েছিল হিন্দি সিনেজগতকে। জাতীয় পুরস্কার, পদ্মসম্মানে ভূষিত হয়েছেন বহু আগেই। এবার ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য ‘দাদাসাহেব ফালকে’ পাচ্ছেন ভারতীয় সিনেমার মহাগুরু মিঠুন। খবরটি পেয়ে অভিনেতা নিজেই ‘বাকরুদ্ধ’!

৩০ সেপ্টেম্বর সকাল সকাল টুইট করে এই সুখবর জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

‘ডিসকো ড্যান্সার’-এ মিঠুন চক্রবর্তী প্রতিক্রিয়া দিতে গিয়ে অর্ধ শতাব্দীজুড়ে ভারতীয় সিনেদুনিয়ায় রাজত্ব করা মহাগুরু ফিরে গেলেন স্মৃতিতে। বললেন, ‘কলকাতার কানাগলি থেকে এসেছি, সেই ফুটপাথ থেকে লড়ে আজ এখানে এসেছি। সেদিনের সেই ছেলেটিকে আজ এত বড় সম্মানে ভূষিত করা হচ্ছে। ভাবতেও পারছি না। আমি বাকরুদ্ধ। তবে এই পুরস্কার আমার পরিবার আর সমস্ত অনুরাগীদের উৎসর্গ করছি।’ 

‘সেভাবে প্রতিক্রিয়া দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই। না হাসতে পারছি, না আনন্দাশ্রু চোখ বেয়ে গড়াচ্ছে। এত বড় একটা বিষয়।’ ভেজা কণ্ঠে বলছিলেন মিঠুন।

মিঠুন চক্রবর্তীকে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। লিখলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে শ্রী মিঠুন চক্রবর্তীজি ভারতীয় চলচ্চিত্রে তার অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি একজন সাংস্কৃতিক আইকন, তার বহুমুখী প্রতিভার জন্য সব-প্রজন্মের কাছে প্রশংসিত। আপনাকে অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা।’ 

মিঠুন চক্রবর্তী ও নরেন্দ্র মোদি মহাগুরুকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউড তারকারাও। ঋতুপর্ণা সেনগুপ্ত, মমতাশঙ্কর, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ; বাদ যায়নি এমন কেউ।

ঋতুপর্ণার সঙ্গে দীর্ঘদিন ধরেই মহাগুরুর সুসম্পর্ক। বোন হিসেবে দাদার দাদাসাহেব ফালকে পাওয়ার খবরে উচ্ছ্বসিত অভিনেত্রী। ঋতুপর্ণার মন্তব্য, ‘দারুণ একটা খবর। আমি অভিভূত। এবং মিঠুনদার জন্য ভীষণ গর্বিত। দাদা আমাদের সকলের গর্ব। হিন্দি-বাংলা দুই ইন্ডাস্ট্রিতেই মিলিয়েই ওর সঙ্গে বহুবার কাজের সুযোগ পেয়ে আমি ধন্য। মিঠুনদা সবসময়ে আমাকে গাইড করেছেন। আমি ওর স্নেহধন্যা। ওর ভালোবাসা পাওয়া সত্যিই আমার কাছে আশীর্বাদ।’

বলা ভালো, এর আগে বাঙালি হিসাবে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবির হাত ধরে সিনেদুনিয়া প্রথম পা রাখেন মিঠুন চক্রবর্তী। প্রথম ছবিতে অভিনয়ের পরই অসামান্য অভিনয় নৈপুণ্যের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি বলিউডে পা রাখেন। ১৯৮২ সালের ডিস্কো ড্যান্সার ছবিকে ‘জিমি’র ভূমিকায় অভিনয় করেছিলেন, যা ভারত এবং সোভিয়েত ইউনিয়নের বক্স অফিসে একটি বড় সাফল্য পেয়েছিল। মিঠুন চক্রবর্তী সূত্র: সংবাদ প্রতিদিন ও হিন্দুস্তান টাইমস

/এসএস/এমএম/
সম্পর্কিত
মিঠুনকে খুনের হুমকি পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদের
মিঠুনকে খুনের হুমকি পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদের
৬ মাসের জন্য মুখ্যমন্ত্রী করলে পশ্চিমবঙ্গকে বদলে দেবো: মিঠুন চক্রবর্তী
৬ মাসের জন্য মুখ্যমন্ত্রী করলে পশ্চিমবঙ্গকে বদলে দেবো: মিঠুন চক্রবর্তী
বাবা-ছেলের গল্পে মুগ্ধ দর্শক, বক্স অফিসে ঝড়!
বাবা-ছেলের গল্পে মুগ্ধ দর্শক, বক্স অফিসে ঝড়!
বিজেপির মিঠুন আর তৃণমূলের দেবের ‘প্রজাপতি’ যে কারণে বিতর্কে 
বিজেপির মিঠুন আর তৃণমূলের দেবের ‘প্রজাপতি’ যে কারণে বিতর্কে 
বিনোদন বিভাগের সর্বশেষ
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক
বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী
বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী
ফারিণের হাতে ফুল ও কুড়াল, কারণ কী!
ফারিণের হাতে ফুল ও কুড়াল, কারণ কী!
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা