X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

৬ মাসের জন্য মুখ্যমন্ত্রী করলে পশ্চিমবঙ্গকে বদলে দেবো: মিঠুন চক্রবর্তী

রক্তিম দাশ, কলকাতা
০২ জুন ২০২৩, ২৩:০৫আপডেট : ০২ জুন ২০২৩, ২৩:২০

রাজ্যের সর্বত্র বাসা বেঁধেছে দুর্নীতি। আর তা দেখে হতাশ বলিউড তারকা মিঠুন চক্রবর্তী। সেই হতাশাকে উগড়ে দিয়ে শুক্রবার আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অনুষ্ঠানের পর সাংবাদিকদের সামনে মহাগুরু মন্তব্য করলেন, ‘আমাকে ছয় মাসের জন্য মুখ্যমন্ত্রী করলে পশ্চিমবঙ্গকে বদলে দেবো।’

সল্টলেকের পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এভিবিপি)-র ‘লিড বেঙ্গল স্টুডেন্টস কনক্লেভ’-এর প্রধান অতিথি ছিলেন মিঠুন চক্রবর্তী। প্রথাগত বক্তব্য না রেখে তিনি শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তরে অংশ নেন। তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি দাবি করেন, ‘এই অনুষ্ঠানে বিজেপির হয়ে আসেননি। ভালোবাসার তাগিদে এসেছেন।’

নিজের ছাত্র জীবনে আন্দোলনে জাড়িয়ে পড়া থেকে বলিউডে তার প্রতিষ্ঠা পাওয়া কথা বলে উপস্থিত পড়ুয়াদের তিনি বলেন, ‘আমি যখন বাংলা ছেড়ে যাই, এই বাংলা আজকের বাংলা ছিল না। আমি সেই বাংলাকে ফেরাতে আমি প্রতিবাদ করতে চাই। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে তোমাদের সঙ্গে আমি আছি। একজোট হয়ে মুখে টেপ লাগিয়ে, হাতে দড়ি বেঁধে বাংলায় আন্দোলন করতে হবে। কারণ মুখে টেপ না লাগালে বলবে তুমি গালিগালাজ করেছো। হাতে দড়ি না বাঁধলে বলবে তুমি ইট-পাটকেল ছুড়েঁছো। রাজনৈতিক নেতাদের শিক্ষিত হওয়া দরকার আজকের দিনে। রাজ্যের যে হাল, তারা যে ভাষায় কথা বলে কিছুই বুঝি না।’

মহাগুরু পড়ুয়াদের বলেন, ‘তোমাদের ছাড়া সমাজ ঘুরে দাঁড়াবে না। প্রতিটি কলেজকে টার্গেট করতে হবে। তোমাদের অনেক বাধা আসবে। কারণ, এই সরকার প্রশাসন তোমাদের বিরুদ্ধে। কিন্তু তোমরা এটা করতে পারলে, আর তিনি বছর পরে অন্য বাংলা দেখবে। আমি ছাত্র আন্দোলন করেছি। করেছি যাতে বাংলার মানুষ সম্মানের সঙ্গে ভালো থাকে। আমি রাজনীতি করিনি, মানুষনীতি করেছি। আমি আগে ছাত্র পরিষদ করতাম। তারপর যা করেছি সবাই জানে। আমার কোনও এজেন্ডা নেই। আমি লিডার নই, ক্যাডার। আমি চাই বাংলার মানুষকে যাতে ভিক্ষা করতে না হয়। আজ বাংলার শিক্ষা যেখানে আছে সেখান থেকে শ্মশান খুব দূর নয়। শিক্ষাকে বাঁচাতে হবে সবাইকে নিয়ে। আমি ঠিক করেছি, বাংলার সব জায়গায় যাব ছাত্রদের উদ্ধুদ্ধ করতে।’

কনক্লেভ শেষ হওয়ার পর মিঠুন চক্রবর্তী কড়াভাবে তৃণমূলকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘এ রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু অবশিষ্ট নেই। আইএএস, আইপিএস, স্কুল, কলেজ, সরকারি অফিস, যেখানেই হাত দেবেন, দুর্নীতি বাসা বেঁধেছে। পুরো সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। কোনও ২-৪ জন নেতাকে গ্রেফতার করলে কিছু হবে না। কারণ একজন দুজনের কাজ এটা নয়। সবাই দুর্নীতিগ্রস্থ। এই রাজ্য সরকার আদালত মানে না, প্রোটোকল মানে না। সিস্টেম মানে না। ভারতের ফেডারেল স্ট্রাকচারের বাইরে কাজ করে। তাই এই প্রশ্ন উঠছে যে এই রাজ্য কী আদৌ ভারতের অঙ্গরাজ্য হিসেবে আছে? আমি এই প্রশ্নের উত্তর খুঁজছি। পেলে আপনাদের জানাব।’

এরপরেই মহাগুরু বলেন, ‘নিজেকে খুব হতাশ লাগে। মনে হয় রাজ্যের জন্য কিছু করতে পারছি না। পুরো সিস্টেম দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। যে যে সময় সিস্টেম দুর্নীতিগ্রস্ত হয়েছে তখন তখন গণআন্দোলন হয়েছে। গণআন্দোলন ছাড়া এই রাজ্যে কিছু হতে পারে না। কোনও প্রজন্মকে শেষ করতে গেলে আগে শিক্ষাকে শেষ করো। এই মুহূর্তে রাজ্যের কোনও ভবিষ্যৎ দেখতে পাই না। রাজ্যের ভবিষ্যৎ নিরাপদ করতে গেলে পরিবর্তন করতে হবে। সেটা ঠিক করবে মানুষ। আর যদি রাজনৈতিক দল বলতে বলেন, তাহলে আমি বলব বিজেপি। আমাকে যদি ছয় মাসের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করে দেওয়া হয় তাহলে পশ্চিমবাংলা আর পশ্চিমবাংলা থাকবে না।’ 

এদিন রাজ্যের বুদ্ধিজীবীদের একহাত নেন মিঠুন। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘বাংলায় যখনই কোনও ঘটনা ঘটেছে আমরা কিন্তু জেগেছি। তার প্রতিবাদ করেছি। কিন্তু এখন আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি। কারণ যারা প্রতিবাদের সামনে থাকেন তাদের আত্মা বিক্রি হয়ে গেছে। তাদের আত্মা মরে গেছে কি না জানি না। মরে গেলে আর জাগবে না। পড়াশুনা করা লোকেদের আবার কী আবেদন করব? তারা তো সব জেনে শুনে করছেন।’

/এএ/
সম্পর্কিত
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
সর্বশেষ খবর
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি-মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি-মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
১০ বাংলাদেশিকে সীমান্ত এলাকা থেকে মিয়ানমারে অপহরণ
১০ বাংলাদেশিকে সীমান্ত এলাকা থেকে মিয়ানমারে অপহরণ
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা