X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

শাকিব-তাহসান: একই বছরে জন্ম ও অভিষেক!

বিনোদন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৪, ১৭:০৭আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৪:৪৪

এমনটা তো হতেই পারে। কিন্তু সেটি এতটা কাকতালীয় হওয়ার কথা নয়। শাকিব খানকে পাশে রেখে যেমনটা জানিয়ে চমকে দিলেন তাহসান খান।

দুজনেই খান বংশের। দুজনেই সিনেমার নায়ক। এটুকু মিলের কথা প্রায় সবাই জানে। যে দুটি তথ্য অনেকেরই অজানা, সেটি জানালেন তাহসান। বললেন, ‘শাকিব খান ও আমার মধ্যে অনেক মিল আছে। আমার জন্ম হয়েছিল যে সালে, শাকিব খানেরও জন্ম একই সালে।’

এখানেই তাদের মিল বা কাকতালের শেষ নয়। জন্মের মিল রয়েছে ক্যারিয়ারেও। তাহসান বলেন, ‘আজ থেকে ২৫ বছর আগে অর্থাৎ ১৯৯৯ সালে শাকিব খানের প্রথম সিনেমা মুক্তি পায়, ঠিক সে বছরই আমার ব্যান্ড ব্ল্যাকের আত্মপ্রকাশ ঘটে। সেই থেকে প্রায় ২৫ বছর ধরেই কিন্তু আমরা দুজন দর্শক-শ্রোতার ভালোবাসা পাচ্ছি। এত বছর পর আমরা এক প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পেলাম।’

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে একটি প্রসাধনী পণ্যের প্রচারণায় চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে হাজির হয়ে কথাগুলো বলছিলেন সংগীত ও অভিনয়শিল্পী তাহসান খান।

এদিকে অনুষ্ঠানে থেকে তাহসান প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘তাহসানের মতো মাল্টিট্যালেন্টেড একজন শিল্পীকে আমাদের সাথে পেয়ে আনন্দিত।’

তাহসানের আগে অনেকটা একই কাজে পরীমণি, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, সাবিলা নূর, প্রার্থনা ফারদিন দীঘি, পূজা চেরীরা উক্ত প্রসাধনী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছিলেন শাকিব খানের ডাকে।

/এএমএম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
এটা শুধু সিনেমা নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র: শাকিব খান
এটা শুধু সিনেমা নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র: শাকিব খান
‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির অভিযোগে গ্রেফতার ৩
‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির অভিযোগে গ্রেফতার ৩
ঈদের ৬ সিনেমা, আয়ে কোনটি কত এগিয়ে
ঈদের ৬ সিনেমা, আয়ে কোনটি কত এগিয়ে
বিনোদন বিভাগের সর্বশেষ
জুলাইকে উৎসর্গ করে ১১ জুলাই থেকে ‘অন্যদিন…’
জুলাইকে উৎসর্গ করে ১১ জুলাই থেকে ‘অন্যদিন…’
অমিতাভ বচ্চনের দেয়ালে জয়া আহসান!
অমিতাভ বচ্চনের দেয়ালে জয়া আহসান!
বাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
এ সপ্তাহের সিনেমাবাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা