X
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১

‘পুষ্পা? কবির সিং? অ্যাহহে! জংলি!’

বিনোদন রিপোর্ট
১৩ মার্চ ২০২৫, ২২:১৫আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১৪:২০

পরনে লুঙ্গি, চোখেমুখে হিংস্রতা, উষ্কখুষ্ক চুল-দাঁড়ি আর পুরোদস্তুর অ্যাকশন লুক- ‘জংলি’র টিজারে দেশি মাসালা হিরোরূপে দেখা মিললো সিয়াম আহমেদের। এমন সিয়ামকে এর আগে দেখেনি কেউ! 

আসন্ন ঈদের ছবির প্রচারণায় সবার আগেই মাঠে নেমে পড়েছে ‘জংলি’। একের পর এক ইউনিক পোস্টার, রোমান্টিক গান, প্রি টিজ আগেই ছেড়েছিল ‘জংলি’ টিম। এবার এলো ১ মিনিট ১১ সেকেন্ডের টিজার। 

জংলির প্রথম লুক পোস্টার দেখে অনেকেই বলেছিলো ভারতের ‘পুষ্পা’ বা ‘কবির সিংয়’র অনুপ্রেরণায় নির্মিত। টিজারে পপ কালচার রেফারেন্সে সিয়ামের মুখ থেকেই যেন এলো জবাব, ‘পুষ্পা? কবির সিং? অ্যাহহে! জংলি!’ শবনম বুবলী ‘জংলি’ টিম ইচ্ছে করেই এতদিন যেন আগলে রেখেছিল বুবলী অভিনীত চরিত্রটিকে। এতদিন সিনেমার প্রচারণায় কোথাও না থাকা বুবলীকে এক ঝলক দেখা গেল টিজারে। এখানেই বোঝা গেছে বুবলীর চরিত্রের গুরুত্ব। তবে গোটা টিজারে সিয়াম হাজির হয়েছেন ভয়ংকর মারমুখী ভাইবে। লুঙ্গি পরা এই সিয়াম টিজারেই দেখিয়েছেন, দেশীয় গল্পে দেশীয় নির্মাণেও দারুণ কিছু ঘটানো সম্ভব!

টিজারে শেষ দৃশ্য নিয়েই শুরু হয়েছে নতুন রহস্য। এতদিন ‘জংলি’তে সিয়ামের সঙ্গে বুবলী ও দীঘিই ছিলেন আলোচনারা কেন্দ্রে। টিজারে সিয়ামের সঙ্গে দেখা গেছে একজন শিশুশিল্পীকেও। আন্দাজ পাওয়া গেল, জংলির গল্পে মূল প্লটে শিশুশিল্পীর শক্তিশালী ভূমিকা বিদ্যমান। যদিও বিষয়টি ধোঁয়াশার মধ্যেই রেখেছে টিম। নিশ্চয়ই এই ধাঁধার উত্তর কিছুটা হলেও মিলবে ‘জংলি’র ট্রেলারে। বাকিটা নিশ্চয়ই দেখা যাবে সিনেমা হলের পর্দায়।

‘জংলি’ পরিচালনা করেছেন এম রাহিম। গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

/এমএম/
সম্পর্কিত
নায়ক-নায়িকার আত্মপ্রকাশ কণ্ঠশিল্পী হিসেবে!
নায়ক-নায়িকার আত্মপ্রকাশ কণ্ঠশিল্পী হিসেবে!
আছিয়ার জন্য ফেসবুক হলো শোকবই!
আছিয়ার জন্য ফেসবুক হলো শোকবই!
‘জংলি’ হানা দিচ্ছে পৃথিবীর মানচিত্রে!
‘জংলি’ হানা দিচ্ছে পৃথিবীর মানচিত্রে!
বুবলী এখন প্রযোজক
বুবলী এখন প্রযোজক
বিনোদন বিভাগের সর্বশেষ
ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ  
ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ  
‘দাগি’র প্রথম গানে নিশো–তমার প্রেমের গল্প
‘দাগি’র প্রথম গানে নিশো–তমার প্রেমের গল্প
পুরান ঢাকার সূত্রাপুরের গল্প ‘প্রেম ভাই’
পুরান ঢাকার সূত্রাপুরের গল্প ‘প্রেম ভাই’
জোলির জীবনের গল্প নিয়ে সৃজিতের সিনেমা
জোলির জীবনের গল্প নিয়ে সৃজিতের সিনেমা
নায়ক-নায়িকার আত্মপ্রকাশ কণ্ঠশিল্পী হিসেবে!
নায়ক-নায়িকার আত্মপ্রকাশ কণ্ঠশিল্পী হিসেবে!