X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

প্রতারিত হন প্রিয়াঙ্কা, নিকের সঙ্গে সম্পর্কে যেতে দ্বিধায় ছিলেন

বিনোদন ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৬

মিস ওয়ার্ল্ড খেতাব জিতে বলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে জায়গা করে নিতে পরিশ্রম করতে হয়েছে বেশ লম্বা সময়। এরপর তিনি হলিউডের রাস্তায় পা রাখেন। বর্তমানে তিনি হলিউডেই সিরিজ-সিনেমা নিয়ে ব্যস্ত।

বিয়ে আগে এই অভিনেত্রী বেশ কয়েকবার সম্পর্কে জড়ান। কিন্তু বিভিন্ন কারণে স্থায়ী হয়নি সেই সম্পর্কগুলো। এ নিয়ে তিনি এর আগে গণমাধ্যমের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘বরফি’ খ্যাত অভিনেত্রী তার নিজের বিয়ে এবং অতীতের সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি জানান, তিনি আগের সম্পর্কগুলো থেকে কষ্ট পেয়েছিলেন। কারণ সাবেক প্রেমিকরা তার সঙ্গে অসততা করেছিলেন। এ কারণে বিয়ের আগে তিনি স্বামী নিক জোনাসের মধ্যে বিশেষ কিছু গুণাবলি খোঁজেন।  

হার্পারস বাজারের সঙ্গে কথা বলার সময় প্রিয়াঙ্কা জানান, স্বামী নিক জোনাসের সঙ্গে বিয়ে করার আগে তিনি সন্দিহান ছিলেন এ কারণে, তার মনে হয়েছিল এখনও সংসার করার জন্য প্রস্তুত নন তিনি। প্রিয়াঙ্কা চোপড়া সে সময় নিকের বয়স ছিল ২৫, অন্যদিকে প্রিয়াঙ্কার ৩৫। ১০ বছরের ব্যবধান তাদের মধ্যে। প্রিয়াঙ্কা বলেন, ‘আমি এমন একজনের সঙ্গে থাকতে চেয়েছিলাম, যে পরিবার চায়। নিকের বয়স ছিল ২৫ এবং আমার ৩৫। তাই আমি ধরে নিয়েছিলাম সে এখনই বিয়ে করবে না, অন্তত শিগগিরই নয়।’

বলিউডের দেশি গার্ল স্বীকার করেন, তার ভবিষ্যৎ স্বামীর পাঁচটি গুণ তার কাছে গুরুত্বপূর্ণ ছিল। যার মধ্যে সততা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস  তিনি ব্যাখ্যা করেন, ‘প্রথমটি ছিল সততা। কারণ আমার আগের কিছু সম্পর্কের সময় আমি অসততার মুখোমুখি হয়েছিলাম। দ্বিতীয়টি ছিল, তাকে পরিবারের মূল্য বুঝতে হবে। তৃতীয়, আমার পেশাকে খুব গুরুত্ব সহকারে নিতে হবে। কারণ আমি আমার পেশাকে খুব গুরুত্ব সহকারে নিই। চতুর্থ, আমি এমন একজনকে চেয়েছিলাম, যিনি সৃজনশীল এবং আমার সঙ্গে বড় স্বপ্ন দেখার শক্তি রাখেন। এবং পঞ্চম, আমি এমন একজনকে চেয়েছিলাম, যার আমার মতোই উদ্যম এবং উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জোর দিয়ে বলেছেন, নিকের যদি এই পাঁচটি গুণ না থাকতো, তবে তিনি তাকে বিয়ে করতেন না।উল্লেখ্য, সম্প্রতি প্রিয়াঙ্কা হলিউড সিনেমা ‘দ্য ব্লাফ’-এর শুটিং শেষ করেছেন। কাজ শেষ করেছেন ‘হেডস অব স্টেট অ্যান্ড সিটাডেল সিজন ২’-এর কাজ। এ ছাড়াও দীর্ঘ সময় পর তিনি মহেশ বাবুর বিপরীতে এসএস রাজামৌলির একটি বলিউড সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সিনেমাটির ২০২৬ সালের শেষ নাগাদ শুটিং শুরু হবে এবং ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। মেয়ে মালতির সঙ্গে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া সূত্র: এনডি টিভি 

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
প্রিয়াঙ্কার সঙ্গে হৃতিকের কী এমন বৈঠক!
প্রিয়াঙ্কার সঙ্গে হৃতিকের কী এমন বৈঠক!
পেয়ারা বিক্রেতা নারী থেকে অনুপ্রাণিত!
পেয়ারা বিক্রেতা নারী থেকে অনুপ্রাণিত!
মানবিক প্রিয়াঙ্কা…
মানবিক প্রিয়াঙ্কা…
প্রিয়াঙ্কার সিনেমায় তাপসী পান্নু?  
প্রিয়াঙ্কার সিনেমায় তাপসী পান্নু?  
বিনোদন বিভাগের সর্বশেষ
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!