X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

বুবলীর স্পেশাল ভালোবাসা কার জন্য?

বিনোদন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৮

শবনম বুবলী, বর্তমানে ঢাকাই সিনেমার জনপ্রিয় ও মেধাবী নায়িকা। কাজ করছেন বেছে বেছে। ভদ্র স্বভাব ও মিষ্টভাষী হিসেবেও তিনি সুপরিচিত। সবাইকে সম্মান করে কথা বলেন তিনি। সবকিছু মিলিয়েই বুবলীর এই জনপ্রিয়তা। শবনম বুবলী সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নায়িকা বলেন, ‘আমারদের জীবন খুব ছোট। তাই অহংকার করা মোটেই ঠিক নয়। আমার মনে হয় মানুষের আচার-আচরণ খুব গুরুত্বপূর্ণ। আমরা তো মানুষ, শেষপর্যন্ত আমাদের মাটিতেই মিশে যেতে হবে। তাই আমাদের উচিত এমন কাজ বা আচরণ না করা যাতে অন্যরা কষ্ট পায়।’ শবনম বুবলী তিনি আরও বলেন, ‘আমরা সবাই নিজেদের মতো। কিন্তু আমরা কোথায়ও যেন ইদানীং প্রশংসা করা ভুলে যাচ্ছি। মানুষের প্রশংসা করাও ভালো আচরণেরই বহিঃপ্রকাশ।’ শবনম বুবলী ভালোবাসা দিবস সম্পর্কে বুবলীর কী অভিমত? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ভালোবাসা মানে আমার কাছে বিশ্বাস, সম্মান আর বন্ধুত্ব। সেটি যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক। বাবা-মা, ভাই-বোন, স্বামী-স্ত্রী যে কারও ক্ষেত্রেই প্রযোজ্য। ভালোবাসা দিবস আলাদাকরে পালন করলেও আমার মনে হয়, কাছের মানুষদের জন্য প্রতিদিন ভালোবাসার দিন। আর আমার কাছের যারা, পরিবারের যারা, তাদের তো ভালোবাসিই। তবে আমার স্পেশাল ভালোবাসা শুধু সন্তানের জন্য।’ ছেলে বীরের সঙ্গে শবনম বুবলী উল্লেখ্য, বুবলী কিছুদিন আগেই ‘পিনিক’ সিনেমার কাজ শেষ করেছেন। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। কক্সবাজার ও রামুর বিভিন্ন এলাকায় এই সিনেমার শুটিং হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। এছাড়াও সিয়াম আহমেদের সঙ্গে ‘জংলি’ সিনেমায় জুটিবেধে কাজ করছেন তিনি।  

/সিবি/
সম্পর্কিত
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
‘জংলি’ দেখে যা বললেন ‘প্রিয়তমা’ নির্মাতা
‘জংলি’ দেখে যা বললেন ‘প্রিয়তমা’ নির্মাতা
বিনোদন বিভাগের সর্বশেষ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক
বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী
বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী