X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

শাকিব খানের সিনেমা ব্যবসা করলে লাখো মানুষের পরিবার চলে: আসিফ

বিনোদন রিপোর্ট
২৪ মে ২০২৩, ১২:৫৫আপডেট : ২৪ মে ২০২৩, ১৫:২২

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ক্যারিয়ারের বয়স ছাড়িয়েছে দুই যুগ, তবু প্রেক্ষাগৃহে চলছে তার একচ্ছত্র জয়গান। বলা যায় তার কাঁধে ভর দিয়েই এখনও দাঁড়িয়ে আছে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি। সর্বশেষ গত ঈদে ‘লিডার: আমিই বাংলাদেশ’ দিয়েও ছিলেন আলোচনায়, পেয়েছেন সাফল্য। তবে এসবের মাঝেও শাকিবের ব্যক্তিজীবন নিয়ে চলছে নানান চর্চা। শাকিবের সঙ্গে দুই নায়িকা অপু বিশ্বাস ও বুবলী এবং তাদের দুই সন্তান জয়-শেহজাদকে টেনে নেটিজেনরা করছেন সময় খরচা। তবে গত কয়েক দিন ধরে শাকিব আলোচনা-সমালোচনার কেন্দ্রে বুবলীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে। বুবলী শাকিবের মন্তব্যের জবাবও দিয়েছেন। ফলে দুই পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাল সামাজিক মাধ্যম। এর মাঝেই ‘কিং খান’-এর পাশে দাঁড়ালেন দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবর

বুধবার (২৪ মে) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি এবং পেজে শাকিবকে নিয়ে একটি পোস্ট করেছেন ‘ও প্রিয়া’ খ্যাত এই গায়ক। যেখানে তিনি মূলত নায়ক হিসেবে শাকিব খানের ভূমিকা, অবদান এবং প্রয়োজনীতার কথা তুলে ধরেছেন।

আসিফ বলেছেন, ‘দেশের শীর্ষ নায়ক শাকিব খানের ক্যারিশমা দেখেই আসছি বিশ বছর ধরে। আমাদের ক্যারিয়ার প্রায় একই সময়ে শুরু। প্লেব্যাক আর্টিস্ট হিসেবে শাকিব খানের লিপে বেশ কিছু গান গাওয়ার সুযোগ আমার হয়েছে। দুজনার দেখা সাক্ষাৎ কম হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সমসময়ই ছিল। এখনও মাঝে মাঝে কথা হয়, তিনি উচ্ছ্বাস নিয়েই সবসময় কথা বলেন, আমার ভালো লাগে।’

তারকাদের ব্যক্তিজীবন নিয়ে মানুষের ফ্যান্টাসি কাজ করে জানিয়ে এই গায়ক বলেন, ‘তারকাদের ব্যক্তিজীবন নিয়ে মানুষের মধ্যে একটা ফ্যান্টাসি সবসময়ই কাজ করে। এটা নতুন কোনও চর্চা নয়, বরং রঙিন দুনিয়ার খবরাখবরের শেল্টার নিয়ে একধরনের পরচর্চায় অনেকে নিজের অন্ধকার জগতকে নিমিষে গুম করে ফেলেন। বিখ্যাতদের ব্যক্তিগত বিষয়গুলোই আলোচনা-সমালোচনায় থাকবে, এটাই স্বাভাবিক। জৌলুসপূর্ণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির চোখ রাঙানি সত্ত্বেও শাকিব খান আজও একাই সিনেমা হলে দর্শক টেনে চলেছেন। আর এ জন্যই তিনি কিং খান…’

পোস্টের সঙ্গে শাকিবের এই ছবিটি জুড়ে দেন আসিফ

তার কথায়, ‘যশ খ্যাতি ওপরওয়ালার দান, মানুষ শুধুই উপভোগ করতে পারে। একজন শাকিব খানের সিনেমা ব্যবসা করলে লাখো মানুষের পরিবার চলে, ইন্ডাস্ট্রি অক্সিজেন পায়। এ দেশে মানুষের বিনোদনের সুযোগ এমনিতেই সীমিত। সোশ্যাল মিডিয়ার এলেবেলে দুরন্তপনায় ভালো-মন্দ সবই ছড়িয়ে পড়ে দ্রুত, সেগুলো স্থায়িত্বও পায় সিজনাল জামের মতো। আঁতেলদের তির্যক পর্যবেক্ষণ পায়ে দলে বাংলা সিনেমার প্রাণ শাকিব খানই। এখনও শাকিব খানের লিপে গান দিতে পারলে গায়করা ক্যারিয়ারের পালে বাতাস পায়, নায়িকারা ব্রেক পায়, প্রযোজকরা লগ্নি ফেরত পাওয়ার ভরসা রাখেন, পরিচালকরা ভালো সিনেমা বানানোর স্বপ্ন দেখেন।’

আসিফ আকবরের ভাষ্য, ‘দিনশেষে তারকাদের মূল্যায়ন তার পেশাদারিত্বেই নিহিত থাকে, শোবিজের গাল-গপ্প ক্ষুদ্রতম অংশ মাত্র। এরকম একজন শাকিব খানকে বিভিন্ন প্রকার মিডিয়া বিভ্রাটে ফেলে সর্বোচ্চ আহত করা যাবে, নিঃশেষ করা অসম্ভব। আমি মনেপ্রাণে বিশ্বাস করি শাকিব খান এখনও দেশের সেরা নায়ক, তার যেকোনও বিকল্প ভাবা বিনা বিনিয়োগে জাস্ট টাইম পাস করা।’

সবশেষ তিনি বলেন, ‘গায়ক হিসেবে আমি শাকিব খানের একজন সহকর্মী মাত্র। আমি চাই তিনি বাংলাদেশের আনপ্যারালাল নায়ক হিসেবে মৃতপ্রায় ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যান ক্রমোন্নতির দিকে। সবসময় শুভকামনা প্রিয় ব্রাদার শাকিব খান। ভালোবাসা অবিরাম।’

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
রাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
সিনেমা সমালোচনারাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু