X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

মশাল থেকে নাফিস: শাকিবের উত্থান ও রাজত্বের গল্প

বিনোদন রিপোর্ট
২৮ মে ২০২৩, ১৬:৪৬আপডেট : ২৯ মে ২০২৩, ১২:১৪

ঢালিউডের শীর্ষ নায়ক তিনি। তার কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে দেশীয় সিনেমা ইন্ডাস্ট্রি। ১৯৯৯ সালের ২৮ মে সেই যে ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে ঢাকাই সিনেমায় পা রেখেছেন, তারপর আর পিছু ফিরে তাকাননি। দিনে দিনে শুধু এগিয়ে গেছেন। একের পর এক হিট, সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। নিজেকে নিয়ে গেছেন সাফল্যের সর্বোচ্চ চূড়ায়। শাকিব খানের সেই স্বপ্নযাত্রার দুই যুগ পূর্ণ হলো আজ রবিবার (২৮ মে)। ক্যারিয়ারের বিশেষ এই মাইলফলক ছোঁয়ার দিনে ভক্ত-দর্শক-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা, ভালোবাসায় ভাসছেন ঢালিউড কিং।

ক্যারিয়ারের দুই যুগ পূর্তির দিনে এক ভক্ত শাকিব খানকে নিয়ে লিখেছেন, প্রথম থেকেই তিনি অক্লান্ত পরিশ্রম এবং কাজের প্রতি আস্থা, নিষ্ঠা দিয়ে চলচ্চিত্রকে বিশ্বদরবারে উপস্থাপন করছেন। এই দুই যুগের ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়ে মনে জায়গা করে নিয়েছেন। পৌঁছে গেছেন বাংলা চলচ্চিত্রের শীর্ষস্থানে।

শাকিবের ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট বলা যায় ২০০৭-০৮ সালকে। এই দুই বছরে তার অভিনীত ২৯টি সিনেমা মুক্তি পায়। এরমধ্যে ছিল ১৫ কোটি টাকা ব্যবসা করা ক্যারিয়ারে অন্যতম সুপারহিট ছবি ‘প্রিয়া আমার প্রিয়া’। এরপর ২০০৯ সালে দুই ঈদে ৮টি সিনেমা মুক্তি পায় তার। যে রেকর্ড আজও ঢাকাই সিনেমায় বিরল!

প্রিয়তমা ছবির ফার্স্টলুক পোস্টারে শাকিব খান, ছবি: নায়কের ফেসবুক পেজ থেকে

এপার বাংলার পাশাপাশি ওপার বাংলায়ও নিজের প্রতিভার জানান দিয়েছেন শাকিব। যৌথ প্রযোজনায় তার অভিনীত ‘শিকারি’, ‘নবাব’ দুই বাংলাতেই তুমুল সাড়া ফেলে।

প্রযোজনায় নাম লিখিয়েও পেয়েছেন সাফল্য। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’ থেকে ‘হিরো দ্য সুপারস্টার’ ও ‘পাসওয়ার্ড’-এর মতো হিট সিনেমা উপহার দেন তিনি।

এ পর্যন্ত প্রায় ২৪৭টি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। সবশেষ গত রোজার ঈদে মুক্তি পাওয়া তার ‘লিডার: আমিই বাংলাদেশ’ও পেয়েছে হিটের তকমা। প্রথম সিনেমা ‘অনন্ত ভালোবাসা’র মশাল থেকে সবশেষ মুক্তি পাওয়া ছবির নাফিস পর্যন্ত প্রতিটি চরিত্রেই নিজেকে ভাঙার চেষ্টা করেছেন ঢাকাই সিনেমার এই তারকা। গড়েছেন একের পর এক সাফল্যের রেকর্ড।

অভিনয়ের স্বীকৃতিস্বরূপ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব। পেয়েছেন আরও অনেক সম্মান, সম্মাননা। ভক্ত-শুভকাঙ্ক্ষীরা মনে করেন, এখনও ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার বাকি আছে কিং খানের। তবে সে জন্য সাম্প্রতিক সময়ে ঘটা ব্যক্তিজীবনের সমস্যাগুলো দূর করতে হবে। নির্বিবাদে ডুব দিতে হবে লাইট-অ্যাকশন-ক্যামেরার জগতে।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
অবশেষে অবসান...
অবশেষে অবসান...
বিনোদন বিভাগের সর্বশেষ
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!