X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

সুদর্শন সহকর্মীদের দিকে ঝুঁকছেন লোপেজ!

বিনোদন ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৩২

মাত্র কয়েক মাস আগের কথা, বেন অ্যাফ্লেক-জেনিফার লোপেজ জুটিকে অনেকে ঈর্ষা করতেন। এত চমৎকার সম্পর্ক ছিলো দু’জনের। অথচ তারাই কিনা এখন একে অপরের মুখ দেখছেন না। নিজেদের মতো জীবন গুছিয়ে নিতে ব্যস্ত।

বেন অ্যাফ্লেকের সাথে বিচ্ছেদের পর জেনিফার লোপেজ দিন দিন আরও আকর্ষণীয় হয়ে উঠছেন। বলা যায়, ভক্তদের মাথা ঘুরিয়ে দিচ্ছেন এই গায়িকা-অভিনেত্রী। ইদানীং তার হ্যান্ডসাম কর্মীদের সাথে অন্তরঙ্গতা একটু বেশিই চোখে পড়ছে। এ নিয়ে তুমুল চর্চায় আছেন লোপেজ।

সম্প্রতি লন্ডন শহরে জেনিকে (জেনিফার লোপেজ) একজন স্বর্ণকেশী দেহরক্ষীর সাথে দেখা গিয়েছে। তিনি গাড়ি থেকে বেরিয়ে আসার সময় হাসি ছড়িয়ে সেই দেহরক্ষীর হাত আঁকড়ে ধরেন! মাত্র কয়েকদিন আগেই, তাকে নিউইয়র্ক সিটিতে একই সহকর্মীর সাথে দেখা গিয়েছিলো। সুদর্শন সহকর্মীদের দিকে ঝুঁকছেন লোপেজ! বেনের সাথে বিচ্ছেদের পর লোপেজ তার দল ‘জে এল’ টিমের জন্য হ্যান্ডসাম সদস্যদের নিয়োগ দিয়েছেন। তার নিরাপত্তারক্ষী থেকে শুরু করে সকল কর্মীদের নিয়ে প্রচুর গুঞ্জন তৈরি হয়েছে। হঠাৎ করে এমন অতিরিক্ত সুদর্শন পুরুষ কর্মীদের নিয়োগ দেওয়ায় সবাই বিষয়টি নিয়ে কথা বলছেন। কেউ বলছে না যে, সে এখনও তাদের সাথে ডেট করছেন। তবে সে অবশ্যই সুদর্শন ছেলেদের সঙ্গ উপভোগ করছেন। হয়তো তাদের মধ্যে একজনকে কিছুদিন পর প্রেমিক হিসেবে বেছে নেবেন জেনি। সুদর্শন সহকর্মীদের দিকে ঝুঁকছেন লোপেজ! এটি প্রথমবার নয়, লোপেজ সবসময় পেশাদার এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে একটি সুক্ষ্ম আবরণ তুলে রাখেন। অতীতে, তিনি তার ব্যাকআপ নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার ক্যাসপার স্মার্টের সাথে পাঁচ বছর ধরে ডেট করেছিলেন। অবশেষে ২০১৬ সালে সম্পর্কটি শেষ করেন।

এর আগে, অ্যাটলাস তারকা ক্রিস জুডের সাথেও সম্পর্কে জড়িয়েছিলেন লোপেজ। অন্য একজন নৃত্যশিল্পী, যার সাথে তাকে ‘লাভ ডোন্ট কস্ট আ থিং’- এর মিউজিক ভিডিওর সেটে দেখা গিয়েছিলো, ২০০১ সালে দু’জন গাঁটছড়া বাঁধেন। তবে পরের বছরই তাদের বিবাহবিচ্ছেদ হয়। সুদর্শন সহকর্মীদের দিকে ঝুঁকছেন লোপেজ! এমনও গুঞ্জন চলছে, তিনি তার আত্মবিশ্বাস এবং স্বাধীনতাকে পুনরায় আবিষ্কার করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন। কেউ কেউ আবার বলছেন, লোপেজ ম্যাডোনার কাছ থেকে অনুপ্রেরণা এবং পরবর্তী প্রেমিককে খুঁজে নিতে পারেন। বলা দরকার, ম্যাডোনা ডেটিংয়ে অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য বেশ পরিচিত। সুদর্শন সহকর্মীদের দিকে ঝুঁকছেন লোপেজ! অথচ, লোপেজের সাথে বিচ্ছেদের পর বেন অ্যাফ্লেক ঠিক তার বিপরীত। বেন নতুন সম্পর্কে জড়াতে আগ্রহী নন একেবারেই। বেনের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, একা জীবনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। আরও বেশি মনোযোগ দিচ্ছেন পেশাদার ক্ষেত্রে। কারণ হিসেবে উঠে এসেছে, লোপেজের সঙ্গে বেনের বিবাহ বিচ্ছেদ এখনও অমীমাংসিত। সুদর্শন সহকর্মীদের দিকে ঝুঁকছেন লোপেজ! উল্লেখ্য, ২০২২ সালে জর্জিয়াতে বেন ও লোপেজ বিবাহবন্ধনে আবদ্ধ হন। ৫৫ বছর বয়সী গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ চলতি বছরের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন। আইনি প্রক্রিয়া এখনও চলমান।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

/সিবি/এমএম/
সম্পর্কিত
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
বিবাহ বিচ্ছেদে যে শিক্ষা পেলেন লোপেজ
বিবাহ বিচ্ছেদে যে শিক্ষা পেলেন লোপেজ
আবার একসঙ্গে বেন ও লোপেজ!
আবার একসঙ্গে বেন ও লোপেজ!
২০ বছরের সম্পর্কের পর বিয়ে করলেন লোপেজ-অ্যাফ্লেক
২০ বছরের সম্পর্কের পর বিয়ে করলেন লোপেজ-অ্যাফ্লেক
বিনোদন বিভাগের সর্বশেষ
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
বাবা-মায়ের কবরে শায়িত হলেন মুস্তাফা জামান আব্বাসী
বাবা-মায়ের কবরে শায়িত হলেন মুস্তাফা জামান আব্বাসী
নোয়াখালীর গল্পের সিনেমায় তুষি
নোয়াখালীর গল্পের সিনেমায় তুষি
এবার হলিউড মিশন...
এবার হলিউড মিশন...
দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ও শাকিব
দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ও শাকিব