X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ফেসবুকে বাউলদের উৎসব

বিনোদন রিপোর্ট
০৯ জুন ২০২০, ১৫:১৪আপডেট : ০৯ জুন ২০২০, ১৮:৫৭

বাউল শিল্পীরা তিন মাস ধরে কর্মহীন হয়ে আছেন শিল্পীরা। অনেকের অবস্থা খুব শোচনীয়। তাদের জন্য এবার চ্যারিটি উৎসবের আয়োজন করা হয়েছে।
ফেসবুকে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেবেন বাউলরা। দ্য মিউজিশিয়ানস নামের ফেসবুক পেজ থেকে সাত দিনের উৎসবটি লাইভ করা হবে।
দ্য মিউজিশিয়ানস-এর পক্ষ থেকে গোবিন্দ দাস বলেন,  ‌‘যারা শুধু গান বা সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়েই থাকেন; এটাই যাদের একমাত্র জীবিকা- তাদের দুর্দশা তুলে ধরার মতো ভাষা বোধ করি কোনও সাহিত্যিকেরও এই মুহূর্তে নেই। অনেক শিল্পীর ঘরে খাবার নেই। রোগে চিকিৎসার পয়সা নেই। বাসা ভাড়া-বিদ্যুৎ বিল দিতে পারছেন না। না মরে বেঁচে থাকার মতো দিন কাটাচ্ছেন অনেকেই। তাদের সাহায্য করা হবে এ উৎসবের প্রাপ্ত অর্থ থেকে।’

জানান, প্রতি পর্বেই বাউলদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানানো হবে। সে ফান্ড দিয়েই অসচ্ছল শিল্পীদের সাহায্য করা হবে।

১১ জুন থেকে ফেস্টিভ্যাল শুরু হচ্ছে। চলবে ১৯ জুন পর্যন্ত। প্রতিদিন রাত ৮টায় অনুষ্ঠান শুরু হয়ে চলবে ১১টা পর্যন্ত। এই উৎসবটি ‘দ্য মিউজিশিয়ানস’-এর ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
শিল্পীদের মধ্যে আছেন তনু রায়, কামরুজ্জামান রাব্বী, আনান বাউল, বাউল খগেন্দ্রনাথ সরকার, এরশাদুল হক, মুসা কলিম মুকুল, জসীম উদ্দিন, ফতেহ আলী খান আকাশ ও গোবিন্দ দাসসহ অনেকে।
দ্য মিউজিশিয়ানস-এর ফেসবুক পেজ লিংক: https://www.facebook.com/artiststhemusicians/

 

/এম/এমওএফ/
সম্পর্কিত
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
বিনোদন বিভাগের সর্বশেষ
লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কান উৎসব ২০২৪লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
রাইমা নাকি সুচিত্রা!
রাইমা নাকি সুচিত্রা!
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো
কান উৎসব ২০২৪সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো