X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

মোশাররফ করিমকে নিয়ে সঞ্জয়ের সিনেমা ‘দাগ’

বিনোদন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২২, ১৩:৩৩আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ০০:৪৩

মোশাররফ করিম অভিনেতা হিসেবে জলের মতন। সবখানে ও সব চরিত্রে তিনি নিজেকে মানিয়ে নেন বিস্ময় জাগিয়ে। মঞ্চ, নাটক, সিনেমা, বিজ্ঞাপন পেরিয়ে এই অভিনেতা এখন রাজ করছেন দেশ-বিদেশের ওটিটি প্ল্যাটফর্মে।

সেই ধারাবাহিকতায় মোশাররফ করিমের ওটিটি সিনেমা ‘দাগ’। এটি নির্মাণ করেছেন দেশের অন্যতম প্রশংসিত নির্মাতা সঞ্জয় সমদ্দার। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে শেষ হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ।

‘দাগ’-এর গল্প প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দাগ আমরা কেউ রাখতে চাই না। আমরা সবাই সেটি মুছে ফেলতে চাই। আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি। কিন্তু এখনও এমন কিছু দাগ আছে, যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম কিন্তু মুছিনি! সেই মুছতে না পারা দাগগুলো নিয়েই এই সিনেমা।’

মোশাররফ করিম ও সঞ্জয় সমদ্দার সঞ্জয়ের সঙ্গে এই গল্পে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘গল্পটা দর্শক খুব ভিন্নভাবে দেখতে পাবে। সেই সাথে আমাকেও ভিন্ন এক চরিত্রে আবিষ্কার করবে। নির্মাতাকে ধন্যবাদ এমন একটা গল্পের সঙ্গে আমাকে  রাখার জন্য। সেই সাথে ধন্যবাদ এই কাজের সঙ্গে জড়িত সকলকে।’

এদিকে নির্মাতা সঞ্জয় সমদ্দার ‘দাগ’ প্রসঙ্গে বলেন, ‘‘আমার জন্য অসাধারণ একটা জার্নির গল্প ‘দাগ’। গল্পটাকে প্রোপার একটা রূপ দেয়ার জন্য সবাই মিলে চেষ্টা করেছি। আর যে রকম গল্পে আমরা কাজ করেছি এরকম গল্প আগে কখনও নির্মাণ হয়নি। এই গল্পের কেন্দ্রীয় চরিত্রকে তা আসলে গল্প না দেখা পর্যন্ত বলা যাবে না।’’

‘দাগ’ দৃশ্য নির্মাতা জানান, এই গল্পে দাগ বলতে শরীরের কোনও ‘স্পট’কে বুঝানো হয়নি। এখানে সমাজের বাধাগুলোকে বোঝানোর চেষ্টা ছিলো।

‘দাগ’ সিনেমায় মোশাররফ করিমের সাথে পর্দায় দেখা যাবে আয়েশা খান, নিশাত প্রিয়ম, সোমু চৌধুরী, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, এ কে আজাদ সেতু, মিলি বাশার, মাসুম বাশার, সাবেরী আলম প্রমুখ।

শিগগিরই দাগ মুক্তি পাবে যে কোনও একটি ওটিটি প্ল্যাটফর্মে।

/এমএম/
সম্পর্কিত
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
হর্ন নিয়ে মোশাররফ করিমের সচেতনতামূলক বিজ্ঞাপন
হর্ন নিয়ে মোশাররফ করিমের সচেতনতামূলক বিজ্ঞাপন
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা
বিনোদন বিভাগের সর্বশেষ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক
বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী
বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী