X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

লোভে পাপ, পাপে ‘জিম্মি’; ট্রেলার জানিয়ে দিলো তাই…  

বিনোদন রিপোর্ট
২২ মার্চ ২০২৫, ২২:৪৬আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১২:৪৯

প্রথমবারের মতো আশফাক নিপুণের নির্মাণে ‘জিম্মি’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন জয়া আহসান। এটা তার ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ।

ঈদে মুক্তি পাবে এটি। শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৭ টায় হইচই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে মুক্তি পেয়েছে আড়াই মিনিটের এক দুর্দান্ত ট্রেলার।

ট্রেলারের প্রথমেই দেখা যায়, একটা রেল লাইনের ওপর মুখ, হাত বাঁধা অবস্থায় শুয়ে আছেন রুনা লায়লা। এরপরের দৃশ্যে দেখা যায়, হিসাবহীন টাকা মধ্যে শুয়ে আছেন তিনি। তবুও তার আরও টাকা চাই। ছুটছেনও টাকার জন্য। সেইসঙ্গে তার জীবনে ঘটে যাচ্ছে নানা ঘটনা। সাধারণ একটি সরকারী চাকরি করেন রুনা। কিন্তু ধীরে ধীরে বদলাতে থাকে তার জীবন।'  ‘জিম্মি’ ওয়েব সিরিজে জয়া আহসান ট্রেলার দেখে বোঝা যায়, একসময় অতি লোভে রুনার জীবন হয়ে পড়ে বিপন্ন। একসময় রুনা বুঝতে পারে, এই অতিরিক্ত লোভ তার জীবনের কাল হয়েছে। তিনি একটা পাপের ঘেরাটোপে জড়িয়ে যান। অনেকটা জিম্মিদশা হয় তার। রুনা তখন বলেন, ‘আমি ভুলেই গেছিলাম… লোভে পাপ, আর পাপে জিম্মি।’

মূলত, অতিরিক্ত লোভে জীবন হয়ে ওঠে দুর্বিসহ, সেইসঙ্গে  হতে পারে জীবনের জন্য হুমকী, সেটি ট্রেলারে স্পষ্ট।

‘জিম্মি’তে রুনা লায়লার চরিত্রে অভিনয় করেছেন জয়া। সেই সাথে ট্রেলারে ঝলক মিলেছে ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, আরফান মেধা শিবলুসহ আরও অনেকের।

বাংলাদেশের ওয়েব সিরিজের জগতে আশফাক নিপুণ অন্যতম গুণী নির্মাতা। এর আগে ‘মহানগর’ ও ‘সাবরিনা’ দিয়ে তার মুন্সিয়ানা দেখিয়েছেন। এবার আসছেন দর্শককে ‘জিম্মি’ করতে।  ‘জিম্মি’ ওয়েব সিরিজে জয়া আহসান ও শাহরিয়ার নাজিম জয় ট্রেলার মুক্তির পর নিপুণ বলেন, “আমাদের সিরিজের প্রথম ঝলক দর্শকের সামনে এসেছে। আশা করছি তারা ট্রেলারটা পছন্দ করেছেন। পুরো টিম মিলে আমরা চেষ্টা করেছি ‘জিম্মি’র মাধ্যমে নতুন ও ভিন্ন ধরনের একটা গল্প দর্শকে দেখানোর। এখন শুধু মুক্তির অপেক্ষা।”

নিজের চরিত্র নিয়ে জয়া বলেন, ‘আমার কাছে বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রগুলো পছন্দ। রুনা লায়লার চরিত্রে ঠিক সেই পরিমাণ চ্যালেঞ্জ ছিল। আর আমি সব সময় ডিরেক্টরস আর্টিস্ট। নিপুণের সঙ্গে এটা আমার প্রথম কাজ, তাও আবার সিরিজ। নিপুণ যেভাবে, যা যা বলেছে, আমি তাই তাই করেছি। সেটার প্রতিফলন সবাই ট্রেলারে কিছুটা দেখতে পেয়েছেন নিশ্চয়। বাকিটা এখন আমার দর্শকের উপর। তারা বলবে রুনাকে তাদের কেমন লেগেছে।’

‘ইরেশ যাকের বলেন, ‘আমার চরিত্রটা বেশ মজার এখানে। আগেই কিছু বলতে চাই না। দর্শক পুরো সিরিজ দেখে বুঝতে পারবে নিশ্চয়। আর আমার চরিত্রের যিনি কারিগর অর্থাৎ পরিচালক নিপুণ, তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তিনি প্রতিটা চরিত্র এমন দুর্দান্ত করে বুনে যে, দর্শকের মনে সেটা দাগ কাটতে বাধ্য।’  ‘জিম্মি’ ওয়েব সিরিজে জয়া আহসান একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাহরিয়ার নাজিম জয়কে। জিম্মিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে জয় বলেন, “পরিচালক নিপুণের কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো। কারণ, তিনি আমাকে এমন একটা চরিত্রে চিন্তা করেছেন। ‘জিম্মি’তে আমার চরিত্রটা আমার ক্যারিয়ারে করা অন্যতম চমৎকার একটা চরিত্র। সেই সঙ্গে সহশিল্পী জয়া আহসান, ইরেশ যাকেরসহ অনেকেই কাজটাক আমার জন্য সহজ ও স্মরণীয় করেছেন।”

বলা দরকার, ২৮ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে আসছে ‘জিম্মি’।

/সিবি/
সম্পর্কিত
কেমন কাটছে জয়ার এবারের নববর্ষ?
কেমন কাটছে জয়ার এবারের নববর্ষ?
মুক্তি পেল ‘জিম্মি’
মুক্তি পেল ‘জিম্মি’
এবার জয়ার হাতে ‘কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার
এবার জয়ার হাতে ‘কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার
জয়ার ‘জিম্মি’ আসছে ২৮ মার্চ
জয়ার ‘জিম্মি’ আসছে ২৮ মার্চ
বিনোদন বিভাগের সর্বশেষ
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য
উপস্থাপক হয়ে ফিরলেন টয়া 
উপস্থাপক হয়ে ফিরলেন টয়া 
বার্ধক্য একটি অসাধারণ উপহার: ডেমি মুর
বার্ধক্য একটি অসাধারণ উপহার: ডেমি মুর
এ আর রাহমানকে ২ কোটি রুপি জরিমানা
এ আর রাহমানকে ২ কোটি রুপি জরিমানা
আবারও বিচারক পূর্ণিমা  
আবারও বিচারক পূর্ণিমা