রিয়াল সমর্থকদের ক্যাফেতে হামলার পর সন্দেহভাজন এক হামলাকারীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। প্রত্যক্ষদর্শী সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, দগ্ধ ওই মরদেহ ক্যাফের সামনের এক খুঁটিতে ঝুলিয়ে রাখা হয়েছে। ঝুলন্ত মরদেহের মাথা নিচের দিকে ছিল। পা ছিল ওপরের দিকে।
শুক্রবার বাগদাদের ৫০ মাইল উত্তরে শিয়া অধ্যুষিত বালাড শহরের একটি ক্যাফেতে হামলা চালায় আইএস। ওই ক্যাফেতে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের সমর্থকেরা আড্ডা দিত। বোমা হামলা ও গুলিতে অন্তত ১২ জন নিহত হন। এ ঘটনায় আরো ২৮ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যায়।
এক বিবৃতিতে ইসলামিক স্টেট দাবি করে, ওই হামলায় তিনজন অংশ নিয়েছেন। তবে প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স একজন হামলাকারীকে শনাক্ত করতে পারার কথা জানিয়েছে।
মাদ্রিদ সমর্থকদের ক্লাবে হামলা চালিয়ে হামলাকারী পালিয়ে যান। এর কিছুক্ষণ পর কাছাকাছি এক সবজির বাজারে বিস্ফোরণ ঘটান একই হামলাকারী। বিস্ফোরণে ঘটনাস্থলেই ৪জন নিহত হন।
সবমিলে ক্লাব ও সবজির বাজারের হামলায় নিহতের সংখ্যা দাঁড়ায় ১৬ জনে।
স্থানীয়রা জানায়, সবজির বাজারে হামলার পর ওই আইএস সদস্যকে ধরে ফেলেন তারা। দোষ স্বীকারের পর তাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়।
রয়টার্সের কাছে একজন গোয়েন্দা কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র: রয়টার্স, বিবিসি
/বিএ/