X
শনিবার, ২৪ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২

গুলশান হামলা: জঙ্গিদের ওয়েবসাইট ‘আমাক এজেন্সি বাংলা’

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০১৬, ০২:০৫আপডেট : ০৪ জুলাই ২০১৬, ০২:১৮

রাজধানী গুলশানের হলি আর্টিজান রেস্টেুরেন্টে হামলা ও হামলাকারীদের বিভিন্ন তথ্য ও ছবি প্রকাশ করছে ‘আমাক এজেন্সি বাংলা’ নামের একটি ওয়েবসাইট। https://atmkn.pw—এই ইউআরএল অ্যাড্রেসের ওয়েবসাইটে ঢাকার গুলশানে হামলা ও বাংলাদেশে এর আগের ধর্মীয় সংখ্যালঘুদের হত্যার দায় স্বীকার করার কথা প্রকাশ করা হয়েছে। সাইটটিতে রয়েছে জঙ্গিবাদে উদ্ধুদ্ধ করার জন্য বেশ কিছু উপকরণও। এদিকে, ফেসবুকে আকতার ফারুক নামের এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকেও গুলশানে হামলাকারীদের প্রশংসা করে প্রচারণা চালানো হচ্ছে।

আত-তামকিন-এ-প্রকাশিত-গুলশান-‘হামলাকারীদের’-ছবি

ওয়েবসাইটটির নাম হিসেবে বলা হয়েছে আত-তামকিন। সাইটের বিবরণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘বাংলা ভাষাভাষীদের কাছে খিলাফাহ’র আওয়াজ পৌঁছে দেওয়ার একটি প্রয়াস।’ ওয়েবসাইট ইনফরমার ডট কম-এ ওয়েবসাইটটির  অ্যাড্রেস সম্পর্কে তেমন কোনও তথ্য পাওয়া যায়নি। শুধু উল্লেখ করা হয়েছে সাইটটির হোস্টিং করা হয়েছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ভিত্তিক হোস্টিং কোম্পানি ক্লাউডফ্লেয়ার নেট-এ। তাতে উল্লেখ করা হয়েছে,সাইটটি রেজিস্ট্রেশন করা হয়েছে ২০১৪ সালের ২৮ মার্চ এবং সর্বশেষ তথ্য আপডেট করা হয়েছে ২০১৫ সালের ১ অক্টোবর।  
আরও পড়তে পারেন: আর্টিজানের মালিক সাদাত মেহেদি যা বললেন

জানা গেছে, ওয়েবসাইটটির ইউআরএল-এ যে .pw ডোমেইন এক্সটেনশন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ পালাউ ২০১৩ সাল পর্যন্ত ব্যবহার করত। ২০১৩ সাল থেকে .pw ডোমেইন এক্সটেনশনটি  প্রফেশনাল ওয়েবসাইট (proffessional website) হিসেবে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হয়। .pw টপ লেবেল ডোমেইন হিসেবে স্বীকৃত।

  আমাক এজেন্সি বাংলাতে প্রকাশিত বাংলাদেশের হামলার খবর ওয়েবসাইটটিতে প্রবেশ করে দেখা যায়, ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হয়েছে আইএসের কালো পতাকা। ওয়েবসাইটে যে লোগো ব্যবহার করা হয়েছে তাতে আরবি লেখার মধ্যে বাংলায় লেখা রয়েছে আত তামকিন। প্রথমেই রয়েছে ঢাকার গুলশানে রেস্টুরেন্টে ‘হামলাকারীদের’ ছবি।’ লিংকটিতে ক্লিক করলে আইএসের বরাতে সাইট ইন্টেলিজেন্স কর্তৃক প্রকাশ করা ৫ ‘হামলাকারীর’ ছবি নামসহ দেওয়া আছে।

ওয়েবসাইটে ১ জুলাই তিনটি পোস্টে গুলশানে রেস্টুরেন্টে হামলার কথা উল্লেখ করা হয়েছে। তারিখ থাকলেও পোস্টগুলোতে সময় উল্লেখ করা নেই। তবে হামলায় নিহতদের সংখ্যা ২ জুলাই প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইটে শুধু বাংলাদেশ নয় মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ও এলাকায় আইএসের হামলার খবর প্রকাশ করা হয়েছে। রয়েছে পিডিএফ আকারে বই, ভিডিও এবং অডিও।

এছাড়া ফেসবুকে খিলাফাহ সংবাদ বাংলা নামের একটি পেজেও আত-তামকিন ওয়েবসাইটের লিংকগুলো শেয়ার করা হচ্ছে। পেজটির লিংক https://www.facebook.com/Khelafahnewsbangla/। গুলশান রেস্টুরেন্টে হামলার বিভিন্ন তথ্য ও ছবি প্রকাশ করা হয়েছে পেজটিতে।

আরও পড়তে পারেন: জঙ্গি নন তিনি আর্টিজান রেস্টুরেন্টের শেফ

এদিকে,ফেসবুকে আকতার ফারুক নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে গুলশান রেস্টুরেন্টে হামলাকারীদের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। ৫ ‘হামলাকারী’র ছবি দিয়ে আকতার ফারুক তাদের ‘বাংলাদেশের ঢাকা গুলশান এলাকায় প্রথম কমান্ডো অ্যাটাককারী মুসলিম উম্মাহর অহঙ্কার ৫ বীর মুজাহিদ ভাই’ হিসেবে উল্লেখ করেছেন। তার ফেসবুক অ্যাকাউন্টের ঠিকানা https://www.facebook.com/aktar.faruk.3781। তার ফেসবুক প্রোফাইলে উল্লেখ করা হয়েছে তিনি, মালয়েশিয়া টেকনোলজি ইউনিভার্সিটিতে পড়াশুনা করেছেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে জন্ম ও অবস্থান করছেন।

আকতার ফারুকের অ্যাকাউন্টে বেশ কিছু জঙ্গি ও উসকানিমূলক স্ট্যাটাস রয়েছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (মিডিয়া ) মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, এ ধরনের জঙ্গিদের কিছু বাংলা ওয়েবসাইট আমাদের নজরে এসেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আকতার ফারুকের ফেসবুক প্রোফাইল উল্লেখ্য, গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের রেস্টুরেন্ট হলি আর্টিজান বেকারিতে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে প্রথম হামলা চালায় সন্ত্রাসীরা। গুলি করতে করতে ভেতরে ঢুকে রেস্টুরেন্টে থাকা লোকদের জিম্মি করে ফেলে তারা। খবর পেয়ে গুলশান থানাসহ আশেপাশের থানাগুলো থেকে পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। শুক্রবার রাতেই হামলায় আইএসের দায় স্বীকারের খবর প্রকাশ করে সাইট ইন্টেলিজেন্স। পরে নিহতের সংখ্যাও প্রকাশ করা হয়। শনিবার রাতে আইএস বরাত দিয়ে সাইট ইন্টেলিজেন্সই ৫ ‘হামলাকারী’র ছবি প্রকাশ করে।

এরপর শনিবার সকাল সাতটা চল্লিশে শুরু হয় ‘অপারেশন থান্ডারবোল্ট’। ১২-১৩ মিনিটের মধ্যে সন্ত্রাসীদের নির্মূল করা হয়। সাড়ে আটটায় অপারেশন সমাপ্ত করা হয়।

অভিযানে ৩ জন বিদেশি যার মধ্যে ১ জন জাপানি এবং ২ জন শ্রীলঙ্কান নাগরিকসহ মোট ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। আর অভিযানের পর তল্লাশি শেষে আরও ২০ জনের লাশ উদ্ধার করা হয়। অভিযানে ৬ সন্ত্রাসী নিহত হয়।

হামলায় নিহত ২০ জনের নাগরিকত্ব ও পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে ১৭ জন বিদেশি ও ৩ জন বাংলাদেশি। বিদেশিদের মধ্যে ৯ জন ইতালীয়,৭ জন জাপানি ও একজন ভারতীয়। বাংলাদেশিদের মধ্যে একজন যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন। নিহতদের পারিবারিক সূত্র ও সংশ্লিষ্ট দূতাবাস এসব তথ্য নিশ্চিত করেছে। 

আরও পড়তে পারেন: বাসা থেকে পালিয়ে গিয়ে ‘জঙ্গি’ হয়ে ওঠে চার তরুণ

/এএ/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
জার্মানিতে ছুরি হামলায় ১৭ জন আহত, নারী আটক
জার্মানিতে ছুরি হামলায় ১৭ জন আহত, নারী আটক
চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানায় চলছে ব্যাপক কর্মব্যস্ততা
ঈদুল আজহায় ট্রেনযাত্রাচট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানায় চলছে ব্যাপক কর্মব্যস্ততা
কখন কী হয় এ নিয়ে মানুষ আতঙ্কের মধ্যে আছে: আসাদুজ্জামান রিপন
কখন কী হয় এ নিয়ে মানুষ আতঙ্কের মধ্যে আছে: আসাদুজ্জামান রিপন
মিষ্টি বিদেশি আঙুর চাষ হচ্ছে দেশে, রয়েছে বাণিজ্যিক সম্ভাবনা
মিষ্টি বিদেশি আঙুর চাষ হচ্ছে দেশে, রয়েছে বাণিজ্যিক সম্ভাবনা
সর্বাধিক পঠিত
উদ্ভূত পরিস্থিতিতে তাসনিম জারা ও উমামার ফেসবুক পোস্ট
উদ্ভূত পরিস্থিতিতে তাসনিম জারা ও উমামার ফেসবুক পোস্ট
অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে ছুরিকাঘাত
অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে ছুরিকাঘাত
গুজবে কান না দেওয়ার অনুরোধ সেনাবাহিনীর
গুজবে কান না দেওয়ার অনুরোধ সেনাবাহিনীর
যুক্তরাষ্ট্র থেকে এসে বিমানবন্দরে নামা মাত্রই আ.লীগ নেতা গ্রেফতার, দাবি স্ত্রীর
যুক্তরাষ্ট্র থেকে এসে বিমানবন্দরে নামা মাত্রই আ.লীগ নেতা গ্রেফতার, দাবি স্ত্রীর
প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: বিশেষ সহকারী
প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: বিশেষ সহকারী