X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

জার্মানিতে সন্দেহভাজন ৩ আইএস সদস্য আটক

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ২০:০২

জার্মানিতে সন্দেহভাজন ৩ আইএস সদস্য আটক

তিন সিরীয় তরুণকে সন্দেহভাজন আইএস সদস্য হিসেবে আটক করেছে জার্মান পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রায় ২০০ পুলিশের বাহিনী ছয়টি স্থানে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করে। তবে তাদের নির্দিষ্ট কোন পরিকল্পনা ছিল কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।   

খবরে পুলিশের আশঙ্কার বরাত দিয়ে বলা হয়েছে, ওই তিন ব্যক্তি কোনও হামলা-পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছিলেন। অথবা তারা আইএস নেতাদের কাছ থেকে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করছিলেন।

পুলিশ জানায়, আটককৃতদের নাম মাহির আল-এইচ(১৭), ইব্রাহিম এম (১৮) এবং মোহাম্মেদ এ(১৮)। এক অভিযানের পর তাদের গ্রেফতার করা হয়। জার্মানির ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক আইনের কারণে তাদের নামের সঙ্গে যুক্ত পদবিগুলোর শুধুমাত্র আদ্যক্ষর প্রকাশ করা হয়েছে বলেও জানায় পুলিশ।

পুলিশের দাবি অনুযায়ী ওই তিনজন ভুয়া পাসপোর্ট নিয়ে তুরস্ক ও গ্রিস হয়ে জার্মানিতে এসে পৌঁছেছেন। এদের মধ্যে সবচেয়ে অল্পবয়সী মাহির রাক্কায় অস্ত্র চালনা ও বিস্ফোরক ব্যবহারের প্রশিক্ষণ নিয়েছেন বলেও জানায় পুলিশ। কেন্দ্রীয় আইনজীবী কার্যালয়ের এক মুখপাত্র জানান, ‘এখনও পর্যন্ত তদন্ত যেটুকু এগিয়েছে তাতে কোন নির্দিষ্ট কোন অভিযান বা নির্দেশনার কথা জানা যায়নি।’

উল্লেখ্য, চ্যান্সেলর এঙ্গেলা মারকেল সীমান্ত খুলে দেওয়ার পর জার্মানিতে গত বছর থেকে এ পর্যন্ত এক মিলিয়নেরও বেশি শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীর অনুপ্রবেশ ঘটেছে। ইতোমধ্যে বিভিন্ন হামলার ঘটনায় তিন অভিবাসন প্রত্যাশীকে আইএস সদস্য হিসেবে শনাক্তও করা হয়েছে।

সূত্র: বিবিসি, ইন্ডিপেন্ডেন্ট

/ইউআর/বিএ/ 

সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশ
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ