X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

৫০০ কোটি ডলারে রুশ ক্ষেপণাস্ত্র কেনার ঘোষণা ভারতের

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০১৬, ১৭:০৫আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১৮:৫৭
image

 

রুশ ক্ষেপনাস্ত্র এস ৪০০ রাশিয়ার কাছ থেকে বিশ্বের অন্যতম সেরা এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ ট্রায়াম্ফ কিনছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস-এর এক খবরে বলা হয়েছে, আজ (রবিবার) ব্রিকস সম্মেলন চলাকালে এক পার্শ্ব বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ৫০০ কোটি ডলারেরও বেশি টাকায় ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ভারত।

উল্লেখ্য, যে কোনও ধরনের ক্ষেপণাস্ত্র হানা রুখে দেওয়ার ক্ষমতা রয়েছে এই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমটির। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এর মধ্য দিয়ে ভারতীয় আকাশসীমা আরও দুর্ভেদ্য হয়ে উঠবে।

রাশিয়ার কাছ থেকে বিশ্বের অন্যতম সেরা এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ ট্রায়াম্ফ কেনার বিষয়ে ভারতের কথা চলছিলো অনেক দিন থেকেই। তবে প্রথমে ভারতকে এই বিশ্বসেরা এয়ার ডিফেন্স সিস্টেম দিতে রাজি ছিল না রাশিয়া। তবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে সে দেশের সংবাদমাধ্যমগুলো গতকালই জানিয়ে দেয়, সিদ্ধান্ত পাল্টিয়েছে মস্কো। রুশ সংবাদমাধ্যম আরটি-ও পুতিন-ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এই খবরটি নিশ্চিত করে। সেইসব খবর থেকে জানা যায়, মস্কোর মন বদলেছে।এস-৪০০ ট্রায়াম্ফ ভারতকে বিক্রি করার বিষয়ে চুক্তি স্বাক্ষর করেই রুশ প্রেসিডেন্ট দেশে ফিরবেন।

  রুশ ক্ষেপনাস্ত্র এস-৪০০ (২)

আর রবিবার ইকোনমিক টাইমস-এর খবরে বলা হয়েছে, ব্রিকস সম্মেলনের পার্শ্ব বৈঠকে ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি টাকায় রুশ ক্ষেপনাস্ত্র কেনার ব্যাপারে সম্মত হয় ভারত। ইকোনমিক টাইমস এই ক্ষেপনাস্ত্রকে ভারতীয় প্রতিরক্ষাব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ সংযোজন বলে উল্লেখ করেছে।

এদিকে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যে সব সীমান্তে প্রতিপক্ষের আগ্রাসন রয়েছে তথা আকাশসীমা আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে, সেই সব সীমান্তেই প্রথমে মোতায়েন করা হবে এস-৪০০ ট্রায়াম্ফ। দেশের বিভিন্ন উচ্চ গুরুত্বের পরিকাঠামো, গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং পরমাণু কেন্দ্রগুলিকেও নিরাপত্তার প্রশস্ত আচ্ছাদনে ঘিরে রাখবে এই ক্ষেপণাস্ত্র পরিকাঠামো।

/বিএ/

সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ