X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ভারতের একটি প্রতিবেশী দেশ থেকেই জঙ্গিবাদের জন্ম: মোদি

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০১৬, ১৬:১২আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৬:১২
image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তাদের এক প্রতিবেশী দেশই জঙ্গিবাদের আস্তানা। সেখান থেকেই জন্ম নিচ্ছে জঙ্গিবাদ। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোট ব্রিকস শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনের উদ্বোধনী ভাষণে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের দিকে ইঙ্গিত করে মোদি এসব কথা বলেন।

ব্রিকস সম্মেলনে মোদি

এবারের ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ভারতের উপকূলীয় শহর গোয়ায় ১৫-১৬ অক্টোবর। এই অর্থনৈতিক জোটের এটি ৮ম সম্মেলন। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা অংশগ্রহণ করেছেন।

রবিবার সকালে শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনের উদ্বোধনী ভাষণে মোদি ব্রিকস নেতাদের জঙ্গিবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে লড়াইয়েরও আহ্বান জানান। নিজেদের ‘সাধারণ আকাঙ্ক্ষা এবং লক্ষ্যের জন্য’ ব্রিকস-এর শক্তিশালী অবস্থান নেওয়া দরকার বলেও তিনি মনে করেন।

মোদি বলেছেন, ‘মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা, ইউরোপ এবং দক্ষিণ এশিয়া এখন জঙ্গিবাদের হুমকির সম্মুখীন। জঙ্গিবাদের সহিংসতা আমাদের নাগরিকদের নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির আকাঙ্ক্ষাকেও ঝুঁকিতে ফেলেছে। আমাদের এই অঞ্চলেই শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন জঙ্গিবাদের কারণে হুমকির সম্মুখীন হয়েছে।’

তিনি পাকিস্তানের দিকে ইঙ্গিত করে বলেন, ‘এটা অত্যন্ত পতিতাপের বিষয় যে, ভারতের একটি প্রতিবেশী দেশেই জন্ম নিচ্ছে জঙ্গিবাদ। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা জঙ্গিদের সঙ্গে তাদের সংযোগ রয়েছে। এই দেশটি কেবল জঙ্গিদেরই আশ্রয় দেয় না। জঙ্গিবাদী চিন্তাকেও লালন করে। এমন এক চিন্তা, যা জঙ্গিবাদকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ব্যবহার করে। আমরা এমন জঙ্গিবাদী চেতনাকে নিন্দা জানায়। এই জঙ্গিবাদের বিরুদ্ধে ব্রিকসের উচিত একজোট হয়ে লড়াই করা। এই হুমকির বিরুদ্ধে ব্রিকসকে এক সুরে কথা বলতে হবে।’

ব্রিকস সম্মেলনে পাঁচ নেতা

সম্প্রতি জাতিসংঘে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় একটি কনভেনশনের উদ্যোগ নিয়েছিল ভারত। কিন্তু সন্ত্রাসবাদের সংজ্ঞা নিয়ে দ্বিমত থাকায় তা কার্যকর করা যায়নি। মোদি ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে সন্ত্রাসবাদ-বিরোধী সহযোগিতা বৃদ্ধি করতে ওই কনভেনশন কার্যকরেরও আহ্বান জানিয়েছেন।

এ সম্পর্কে মোদি বলেন, ‘অর্থনৈতিক সমৃদ্ধির মধ্য দিয়ে পারস্পরিক-নির্ভরশীলতা বৃদ্ধির বিষয়টি ভূ-রাজনীতি থেকে পৃথক নয়।’

উল্লেখ্য, ব্রিকস জোটভুক্ত পাঁচ দেশে বাস করেন ৩৬০ কোটি মানুষ, যা পুরো বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যার সমান। আর এই দেশগুলোর মোট জিডিপি প্রায় ১৬ লাখ ৬০ হাজার কোটি ডলার।

সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব চরমে উঠায় এবারের সম্মেলনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এবারের ব্রিকস সম্মেলনে জঙ্গিবাদের হুমকি, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাচ্ছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এসএ/

সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ