X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে গোলাগুলি, সন্দেহভাজন বন্দুকধারী নিহত

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০১৬, ২৩:৩০আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ২৩:৩২
image

যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে গোলাগুলিতে একজন নিহত এবং আরও অন্তত আটজন আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ওহাইও স্টেট ইউনিভার্সিটি

ওহাইও স্টেট ইউনিভার্সিটির কেন্দ্রীয় ক্যাম্পাসের ওয়াটজ হল ভবনের কাছে সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় ওই গোলাগুলির ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গোলাগুলির পর আটজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানানো হয়।

গোলাগুলির পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছে সতর্কবার্তা পাঠিয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। গোলাগুলির পর এক টুইটার বার্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখেছে, ‘দৌড়াও, লুকিয়ে থাকো, লড়াই করো।’ শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা অন্তত ৪/৫টি গুলির শব্দ শুনেছেন।

ফেডারেল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন। আরও আট আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো বিষয়টি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই খতিয়ে দেখছে। আর ওই ক্যাম্পাসটিকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে গোলাগুলি

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টির লেন ভিউ পার্কিং গ্যারেজসহ বিভিন্ন স্থানে পুলিশ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছে। পরে তল্লাশি অভিযানে সমাপ্তি ঘোষণা করা হয়।

ওহাইও স্টেট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সোমবার পর্যন্ত তাদের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।  

ওহাইওর গভর্নর জন কাশিচ এক টুইট বার্তায় জানিয়েছেন, ওই গোলাগুলির ঘটনায় তিনি মর্মাহত এবং স্থানীয়দের নিরাপদ স্থানে থাকতে ও পুলিশ কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

ওহাইও স্টেট ইউনিভার্সিটির কেন্দ্রীয় ক্যাম্পাস অঙ্গরাজ্যটির রাজধানী কলম্বাসে অবস্থিত। পুরো ওহাইও জুড়ে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন ক্যাম্পাসে মোট শিক্ষার্থীর সংখ্যা ৬৫ হাজারেরও বেশি।  

সূত্র: বিবিসি, সিএনএন।  

/এসএ/

সম্পর্কিত
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
সর্বশেষ খবর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
বাসচাপায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত
বাসচাপায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড