X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

থাইল্যান্ডের নতুন রাজা মাহা ভাজিরালংকর্ন

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৬, ২৩:০২আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ২৩:১৬

মাহা ভাজিরালংকর্ন
থাইল্যান্ডের নতুন রাজা হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদেজ-এর পুত্র মাহা ভাজিরালংকর্ন। এর মধ্য দিয়ে তিনি ২৩৪ বছরের পুরনো চকরি সাম্রাজ্যের ১০ম রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। সদ্যপ্রয়াত রাজার মৃত্যুর পর গত ১৩ অক্টোবর থেকে থাই সিংহাসন খালি ছিল। বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে মাহা ভাজিরালংকর্ন বলেন, থাইল্যান্ডের সব নাগরিকের কল্যাণের জন্য আমি মহামান্যের (প্রয়াত রাজা) নির্দেশ অনুযায়ী দায়িত্ব গ্রহণ করছি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে বৃহস্পতিবার সকালে জার্মানি থেকে দেশে ফেরেন ৬৪ বছরের মাহা ভাজিরালংকর্ন। দেশে ফিরে তিনি বৌদ্ধ মতবাদ অনুযায়ী, প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুর ৫০ দিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

বাবার জীবদ্দশায় থাইল্যান্ডের যুবরাজ হিসেবে দায়িত্ব পালন করেন মাহা ভাজিরালংকর্ন। রাজা হিসেবে এখন তিনি ‘রাজা দশম রাম’ নামে পরিচিত হবেন।

মাহা ভাজিরালংকর্ন

১৯৭২ সালে মাহা ভাজিরালংকর্নকে থাইল্যান্ডের যুবরাজ হিসেবে দায়িত্ব পালন করছেন মাহা ভাজিরালংকর্ন।

১৩ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ের রাজা ভূমিবল আদুলিয়াদেজ। ১৯২৭ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে জন্মগ্রহণ করেন ভূমিবল। ১৯৪৬ সালে ভাইয়ের মৃত্যুর পর রাজা ভূমিবল মাত্র ১৮ বছর বয়সে থাইল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। ১৭৮২ সাল থেকে ক্ষমতাসীন ও থাইল্যান্ডের সবচেয়ে দীর্ঘস্থায়ী চক্রি রাজবংশের নবম রাজা তিনি। থাইল্যান্ডের অধিকাংশ নাগরিকই তাকে মহারাজা হিসেবে সম্বোধন করে থাকেন। চলতি বছরের জুনে তার সিংহাসনে আরোহনের ৭০তম বার্ষিকী পালন করা হয়। রাজা ভূমিবলের উত্তরসূরী নতুন রাজা মাহা ভাজিরালংকর্ন থাইল্যান্ডের জনগণের কাছে তার বাবার মতো ব্যাপক জনপ্রিয় নন। তার জীবনের একটা বড় অংশ কেটেছে থাইল্যান্ডের বাইরে। তবে থাইল্যান্ডে রাজ পরিবারের সদস্যদের নিয়ে খোলামেলা আলোচনাকে কঠোর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এজন্য দীর্ঘ সাজা প্রদানের বিধান রয়েছে দেশটিতে।

/এমপি/

সম্পর্কিত
দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ফিলিপাইনের মহড়া
মিয়ানমারের মংডুতে সংঘাত, আটকে পড়ার ঝুঁকিতে ৭০ হাজার রোহিঙ্গা
সৌর ঘূর্ণনের নতুন বিন্যাসের দেখা পেলেন চীনা বিজ্ঞানীরা
সর্বশেষ খবর
নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই কোরবানির পশুর বর্জ্যমুক্ত চট্টগ্রাম
নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই কোরবানির পশুর বর্জ্যমুক্ত চট্টগ্রাম
মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি রোহিঙ্গাদের
ঈদের মোনাজাতমর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি রোহিঙ্গাদের
হাতের যত্নে একটু সময়
হাতের যত্নে একটু সময়
দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ফিলিপাইনের মহড়া
দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ফিলিপাইনের মহড়া
সর্বাধিক পঠিত
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ