X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ট্রাম্প প্রশাসনে থাকতে অস্বীকৃতি মনিকা ক্রাউলি’র

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৭, ১১:১৩আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১১:১৭

মনিকা ক্রাউলি ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সে অনুযায়ী এরইমধ্যে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণাও শুরু করেছেন তিনি। এরমধ্যে অনেক মন্ত্রীর নামও ঘোষণা করেছেন ট্রাম্প। তবে সম্ভাব্য তালিকায় অনেকের মুখেই ছিল ফক্স নিউজ টেলিভিশনের আন্তর্জাতিক বিষয়াবলী এবং রাজনীতি সংক্রান্ত বিশ্লেষক মনিকা ক্রাউলি। রিপাবলিকান সমর্থক এ নারীকে হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে ভাবতে শুরু করেন অনেকে। তবে শেষ পর্যন্ত তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লিনের সহযোগী হিসেবে দায়িত্ব গ্রহণের পরামর্শ দেওয়া হয়। এরপর সোমবার এক বিবৃতিতে ওই দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান মনিকা ক্রাউলি।

বিবৃতিতে মনিকা ক্রাউলি বলেন, গভীর চিন্তাভাবনার পর আমি অন্যান্য সুযোগ খুঁজে নিতে নিউ ইয়র্কে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আসন্ন প্রশাসনে আমি কোনও দায়িত্ব গ্রহণ করবো না।

মনিকা ক্রাউলি বলেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিমের একটা অংশ হওয়ার প্রস্তাব জানানোকে আমি যথেষ্ট সাধুবাদ জানাই। তার উদ্যোগ এবং আমেরিকার নবযাত্রায় তার এজেন্ডার প্রতি আমার সমর্থন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, নির্বাচনি প্রচারণায় ট্রাম্পের একজন গুরুত্বপূর্ণ পরামর্শক হিসেবে কাজ করেছেন মনিকা ক্রাউলি। নির্বাচনে জয়ের পর টিম ট্রাম্পের পক্ষ থেকে তাকে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ বিষয়ক জ্যেষ্ঠ পরিচালকের দায়িত্ব গ্রহণের আহ্বান জানানো হয়েছিল। তবে সম্প্রতি সিএনএন-এর এক প্রতিবেদন প্রকাশের পর বিপত্তিতে পড়েন মনিকা ক্রাউলি। সিএনএন-এর ওই প্রতিবেদনে ২০১২ সালে তার লেখা একটি বইয়ের কয়েকটি অধ্যায় তুলে ধরা হয়। ‘হোয়াট দ্য (ব্লিপ) জাস্ট হ্যাপেনড’ শিরোনামের ওই বইটির এ অধ্যায়গুলো ছিল অন্য জায়গা থেকে কপি করে বসানো।

এদিকে মনিকা ক্রাউলি’র দায়িত্ব গ্রহণে অস্বীকৃতির খবরে দুঃখপ্রকাশ করেছেন ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লিন। এক বিবৃতিতে তিনি বলেছেন, আমাদের টিমের অংশ হিসেবে মনিকা ক্রাউলির সঙ্গে কাজ করার সুযোগ মিস করবে জাতীয় নিরাপত্তা কাউন্সিল। আমরা ভবিষ্যতে তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি। সূত্র: পলিটিকো।

/এমপি/

সম্পর্কিত
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ