X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের জঙ্গি তালিকা সঠিক নয়, সঙ্গীত শিল্পী জিমারম্যানের সাক্ষ্য

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৩১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫১
image

জিমারম্যানের ওপর হামলা চালানোর সময় সিসি টিভি ফুটেজ থেকে নেওয়া ছবি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসের তরফ থেকে ৭৮টি জঙ্গি হামলার একটি তালিকা প্রকাশ করা হয়। কিন্তু ওই তালিকায় উল্লেখিত এক হামলায় আক্রান্ত ব্যক্তি জানিয়েছেন, তালিকাটি সঠিক নয়। তার ওপর চালানো হামলার সঙ্গে জঙ্গিবাদের কোনও সম্পর্ক নেই বলেও দাবি ৫৭ বছর বয়সী বায়োলজিস্ট ও সংগীত শিল্পী লাইল জিমারম্যানের।

ঘটনার বিবরণে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্ট জানায়, ২০১৫ সালের ৫ ডিসেম্বর লন্ডনের লেইটনস্টোন রেল স্টেশনে সেন্ট্রাল লাইনের দিকে হেঁটে যাওয়ার সময় জিমারম্যানকে হামলা করেন মুহিদ্দিন মীর।

তার ওপর ক্রমাগত হামলাকারীর ঘুষি, লাথি চলতে থাকে। জিমারম্যান জানান, তিনি মেঝেতে পড়ে যাওয়ার পর মাথায় লাথি দিতে থাকে মীর। এতে অচেতন হয়ে পড়েন তিনি। এ সময় হাতে থাকা ছুরি দিয়ে জিমারম্যানকে জবাই করার চেষ্টা করে মীর। ছুরি দিয়ে ভয় দেখানোয় তাকে সাহায্যের জন্য অন্য যাত্রীরাও এগিয়ে আসতে পারেনি।

জিমারম্যান বলেন, “মীর ‘সিরীয় ভাইদের জন্য এই হামলা’ এবং ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করায় পুলিশ প্রথমে তার সঙ্গে জঙ্গিবাদ ও আইএস-এর সংযোগ থাকার ধারণা করে। কিন্তু মীর বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত। আর তাই পরে পুলিশ এর সঙ্গে জঙ্গিবাদের কোনও সংযোগও পায়নি।” মীরের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ আনা হয়নি, বরং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

জিমারম্যান আরও জানান, মীরের ছুরিকাঘাতে তার গালে ১৯টি সেলাই দেওয়া হয়। তবে তিনদিন পরেই তিনি আবার মঞ্চে গান গাইতে শুরু করেন। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, এই হামলাটি জঙ্গি হামলা ছিল না। ছিল এক মানসিকভাবে অসুস্থ ব্যক্তির আক্রমণ। মীরের পরিবার দীর্ঘদিন ধরে তাকে সাহায্য করার চেষ্টা করছে। তার সিজোফ্র্যানিয়া রোগের ইতিহাস রয়েছে। আর এজন্যই পুলিশ তার বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ আনেনি, যা পুরোপুরি যথার্থ।’ 

হামলাকারীকে গ্রেফতার করছেন পুলিশ কর্মকর্তারা

হোয়াইট হাউসের বক্তব্যের সঙ্গেও তীব্র দ্বিমত রয়েছে জিমারম্যানের। তিনি বলেন, ‘ওই ঘটনাটিকে বৃহৎ আকারে প্রকাশ করে জঙ্গিবাদ বলে চালানোর কোনও মানে হয় না। এতে আইএস ও জঙ্গিবাদই লাভবান হবে।’

সম্প্রতি হোয়াইট হাউস দাবি করে, বেশিরভাগ জঙ্গি হামলার ঘটনাই প্রকাশ করে না সংবাদমাধ্যম, বা করলেও, সেভাবে গুরুত্ব দিয়ে কাভার করা হয় না। আর এমন ৭৮টি ঘটনার একটি তালিকা প্রকাশ করেছে তারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশে পরবর্তী চারমাসের জন্য সব ধরনের শরণার্থী কার্যক্রম বন্ধ করেন। সেই সঙ্গে পরবর্তী তিন মাসের জন্য সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের (ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন) নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে সিয়াটলের এক বিচারক ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন। ট্রাম্প প্রশাসন ওই আদেশের বিরুদ্ধে আপিল করলেও বৃহস্পতিবার সান-ফ্রান্সিসকোভিত্তিক তিন বিচারকের প্যানেল তা খারিজ করেন।

আপিল আদালতের পর এবার সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে মার্কিন বিচার বিভাগ। তবে সুপ্রিম কোর্টে না গিয়েও ট্রাম্প নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন বলে জানিয়েছেন।

/এসএ/বিএ/

সম্পর্কিত
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেফতার
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে