X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১
সীমান্তে দেয়াল নির্মাণ

ট্রাম্পকে উপযুক্ত জবাব দেবে মেক্সিকো

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১২
image

ট্রাম্পকে উপযুক্ত জবাব দেবে মেক্সিকো অতীতের ধারাবাহিকতায় ট্রাম্পের মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ প্রচেষ্টার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মেক্সিকো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

ট্রাম্প সেই শুরু থেকেই বলে আসছেন, যুক্তরাষ্ট্রে রফতানিকৃত মেক্সিকান পণ্যের ওপর একপাক্ষিক কর আরোপ করে দেয়াল নির্মাণের বিপুল খরচ মেটানো হবে। মেক্সিকোও শুরু থেকেই সেই কর দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।  মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো সাফ জানিয়েছেন, ট্রাম্পের দেওয়ালের জন্য অর্থ দেবেন না তিনি। শুক্রবার এর ধারাবাহিকতায় মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিডেগ্যারাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্র মেক্সিকোতে যেসব পণ্য রফতানি করে, সেগুলোর মধ্যে নির্ধারিত কিছু পণ্যের ওপর কর আরোপ করা হবে।

শুক্রবার ম্যারিল্যান্ডে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কংগ্রেসের (সিপিএসি) বার্ষিক সম্মেলনে  ভাষণ দেন ট্রাম্প। ভাষণে ‘নির্ধারিত সময়ের আগেই’ মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণ করার প্রতিশ্রুতি দেন তিনি। ভাষণে ‘নির্ধারিত সময়ের অনেক আগেই বিশাল, বিশাল দেওয়াল নির্মাণ’ করার প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, ‘আমরা দেওয়ালটি তৈরি করছি। কার্যত এটি খুব শিগগিরই শুরু হচ্ছে। নির্ধারিত সময়ের অনেক আগেই। এটি নির্ধারিত সময়ের আগে, আগে, আগেই হচ্ছে।’ ট্রাম্পের ভাষায়, এটা হবে একটা ‘গ্রেট, গ্রেট বর্ডার ওয়াল।’

শুক্রবার দেওয়া প্রতিশ্রুতির একদিন আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী জন কেলি মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে তাদের প্রতিপক্ষের সঙ্গে বৈঠক করেন। রুদ্ধদ্বার বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তারা কেউ ‘সীমান্ত দেওয়ালের’ কথা উল্লেখ পর্যন্ত করেননি। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই দেওয়াল নির্মাণে ২১ দশমিক পাঁচ বিলিয়ন ডলার খরচ হবে। খরচের এই হিসাব ট্রাম্পের হিসাবকৃত ১২ বিলিয়ন ডলারের চেয়ে অনেক বেশি।

শুক্রবার মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার ট্রাম্পের বক্তব্যের একদিন আগেও বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের এ সংক্রান্ত নীতি নিয়ে নিজেদের 'উদ্বেগ' ও 'বিরক্তি' কথা জানায় মেক্সিকো। দেশটিতে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে আলোচনায় মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী এই উদ্বেগ ও ক্ষোভ তুলে ধরেছেন। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দেওয়ার ঘোষণায় ডোনাল্ড ট্রাম্পের ওপর আগে থেকেই ক্ষুব্ধ মেক্সিকো। কারণ যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বড় অংশই এসেছে মেক্সিকো থেকে। এছাড়া সম্প্রতি, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দফতর বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের গ্রেফতার এবং বহিস্কার শুরু করেছে। সেই প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের মন্ত্রী মেক্সিকো সফর করেন।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিডেগারায় বলেছিলেন, তাদের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি গ্রহণযোগ্য নয়। সূত্র: বিবিসি।

/বিএ/

সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
ডায়ালাইজার কিটে শুল্ক কমানোর দাবি
ডায়ালাইজার কিটে শুল্ক কমানোর দাবি
গানে-কবিতায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন সঙ্গীতালয়ের
গানে-কবিতায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন সঙ্গীতালয়ের
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ