X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্পকে উপহাস করলেন জার্মান সাংবাদিকরা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ মার্চ ২০১৭, ০৪:৫২আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৭:২৯

অঞ্জেলা মেরকেল ও ডোনাল্ড ট্রাম্প প্রশ্নের যথাযথ জবাব না পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহাস করলেন জার্মান সাংবাদিকরা। শনিবার হোয়াইট হাউজের ইস্ট রুমে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে ট্রাম্পকে উপহাস করেন তারা। দ্য ডেইলি বিস্ট পত্রিকার অনলাইনে প্রকাশিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, শনিবার হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের সাক্ষাতকে দুই দেশের সম্পোর্ক উন্নয়নের সুযোগ বলে ধারণা করা হতো। কিন্তু দুই নেতার মুখোমুখি সাক্ষাৎ একটি শুদ্ধি অনুশীলন ছিল মাত্র।

ওই সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য ও অবৈধ অভিবাসন সম্পর্কে জার্মান সাংবাদিকদের অনেক প্রশ্নের সরাসরি কোনও জবাব দেননি। তবে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল তার অবস্থানে অটল ছিলেন। বক্তব্যের শুরুতেই মেরকেল ডোনাল্ড ট্রাম্পের আতিথিয়েতার প্রশংসা করেন।  গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ের আগে বিশ্ব এ দুই নেতা নিজেদের সম্পর্কে কথা না বলে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পোডিয়ামে দাঁড়ানোর পর ট্রাম্পকে অস্থির ও বেপরোয়া দেখাচ্ছিল। এ সময় জার্মান সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ক্ষেপে যান।

প্রথমে মেরকেলের কাছে ট্রাম্পের ‘বিপদজনক পৃথকীকরণ পলিসি’র বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। পরে ট্রাম্পের কাছে সাংবাদিকরা জানতে চান, কেন আপনি গণমাধ্যমের বহুমুখীকরণে ভয় পান?

এসময় ট্রাম্প তার বাম দিকে বন্ধু ও পরিবার অংশের দিকে তাকিয়ে বলে ওঠেন ‘নাইস ফ্রেন্ডলি রিপোর্টার’। ট্রাম্পের বাম পাশে ভাইস প্রেসিডেন্ট পেন্স, স্টিভ বেনন, জারেড কুশনার এবং ইভানকা ট্রাম্প উপস্থিত ছিলেন। এসময় ট্রাম্প বলেন, ‘আমি কোনও বিচ্ছিন্নতাবাদী নই। তবে আমি একজন স্বাধীন ও সৎ ব্যবসায়ী।’

তিনি আরও বলেন, ‘আমি জানি না আপনি কোন সংবাদপত্র পড়েন? কিন্তু এটা ভুয়া খবরের আরেকটি উদাহরণ হতে পারে।’ এ সময় সাংবাদিকদের অংশ থেকে হাসির শব্দ শোনা যায়।

পরে এক মার্কিন সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘জার্মানির মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের চেয়ে ভালো কাজ করে। আমরা বিজয় চাই না, আমরা স্বচ্ছতা চাই।’

ট্রাম্প নাফটা চুক্তিকে ভয়ঙ্কর উল্লেখ করে বলেন, ‘শ্রমিকরা ‘‘মাতাল’’। সম্ভব এ কারণে আমি এখানে এসেছি।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
সর্বশেষ খবর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
বাসচাপায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত
বাসচাপায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড