X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ট্রাম্প প্রশাসনে যুক্ত হচ্ছেন ইভানকা ট্রাম্প

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৭, ২০:৩০আপডেট : ২১ মার্চ ২০১৭, ২১:০৪

ডোনাল্ড ট্রাম্প এবং ইভানকা ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যুক্ত হচ্ছেন ট্রাম্পকন্যা ইভানকা ট্রাম্প। তার স্বামী জারেড কুশনার’ও ট্রাম্পের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা। মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে ওয়াশিংটনের ওয়েস্ট উইং-এ নিজস্ব অফিস পেয়েছেন ইভানকা ট্রাম্প। মূলত হোয়াইট হাউসে টিম ট্রাম্পের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পদ নিশ্চিত করতেই তাকে এ অফিস দেওয়া হয়েছে।

২০১৭ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক ছেড়ে রাজধানী ওয়াশিংটন ডিসিতে চলে আসলেও ঘোষণা দিয়েছিলেন,  বাবার প্রশাসনে তিনি আনুষ্ঠানিকভাবে কোনও পদ গ্রহণ করবেন না। তবে সরকারি পদে না থেকেও স্পর্শকাতর বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার উপস্থিতি নজর এড়ায়নি সংবাদমাধ্যমের। এ নিয়ে সমালোচনাও কম হয়নি।

ট্রাম্প প্রশাসনের কোনও পদে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত ইভানকা ট্রাম্পের নাম ঘোষণা করা হয়নি। তবে সূত্রগুলো বলছে, নতুন দায়িত্বের অংশ হিসেবে সরকারের অতি গোপন তথ্য যাচাই-বাছাইয়েরও সুযোগ পাবেন প্রেসিডেন্ট কন্যা।

ট্রাম্পকন্যা ইভানকা ট্রাম্প অবশ্য অবশ্য নিজেকে হোয়াইট হাউসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রমাণে সক্ষম হয়েছেন। ট্রাম্প ক্ষমতা গ্রহণের কিছুদিন পরই গুরুত্বপূর্ণ একটি বৈঠকে অংশ নেন ফার্স্ট ডটার ইভানকা। নীতিনির্ধারণী বিষয়ে বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে ট্রাম্পের বৈঠকে অংশ নেন তিনি।

ইয়েমেনে নিহত এক মার্কিন নৌসেনার মৃতদেহ দেশে আনা হলে তার প্রতি সম্মান জানাতে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ডোভার বিমান ঘাঁটিতে উপস্থিত হয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যথারীতি এ সময় তার সঙ্গে ছিলেন কন্যা ইভানকা ট্রাম্প। হোয়াইট হাউস থেকে ডেলাওয়্যার পর্যন্ত সফরে বাবাকে সময় দেন তিনি। সরকারের নীতিনির্ধারণী নানা বিষয়ে কথা বলতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিজ বাসায় আমন্ত্রণ জানান ইভানকা। এতোদিন ধরে এভাবেই পর্দার আড়ালে থেকে হোয়াইট হাউসে নিজের প্রভাবের জানান দিয়েছেন ট্রাম্পকন্যা। এবার তিনি আসছেন আনুষ্ঠানিক দায়িত্ব নিয়ে।

ইভানকা ট্রাম্প

সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে ৩৫ বছরের ট্রাম্পকন্যা ইভানকা-র উপস্থিতি এরইমধ্যে নজর কেড়েছে।

২০১৭ সালের জানুয়ারিতে এবিসি টেলিভিশনের ‘২০/২০’ অনুষ্ঠানে ইভানকা বলেন, “আমার বাবা প্রেসিডেন্ট হবেন। আশা করি, সেখানে আমি তার পাশে থাকবো। যে বিষয়গুলোতে আমার পুরো পেশাগত জীবনে কাজ করেছি; সে বিষয়গুলোতে আমি তার পাশে থাকবো।"

চলতি বছরের ফেব্রুারিতে ট্রাম্প অর্গানাইজেশনের চিফ লিগ্যাল অফিসার অ্যালান গারটেন জানান, অর্গানাইজেশন থেকে ইভানকা ট্রাম্পকে আলাদা করতে প্রয়োজনীয় সব কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে। তবে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া এবং এতে কয়েক সপ্তাহ লেগে যাবে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর; দায়িত্ব গ্রহণের আগেই বেশ কয়েকজন বিদেশি ব্যবসায়িক অংশীদারের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ইভানকা ট্রাম্পও এসব বৈঠকে উপস্থিত ছিলেন। এমনকি রাজনৈতিক কয়েকটি বৈঠকেও ট্রাম্পের সঙ্গে অংশ নেন ইভানকা। জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে তিনি অংশ নিয়েছেন। একইভাবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিসিও মাকরির সঙ্গে ট্রাম্পের ফোনালাপে ইভানকা ট্রাম্পও কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের আইনে প্রশাসনিক দায়িত্বের বাইরে সরকারি কর্মকর্তাদের সব রকম স্বার্থসংশ্লিষ্টতা নিষিদ্ধ। কিন্তু প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট এ আইনের এখতিয়ারের বাইরে। ইভানকা ট্রাম্প যেহেতু এ দুই পদের কোনওটিতে যাচ্ছে না ফলে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের আগে তাকে ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্টতা দায়িত্ব ছাড়তে হচ্ছে। এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসে ডাক পাবেন তিন সন্তানের মা এবং ফ্যাশন সামগ্রী ও জুয়েলারি ব্যবসায়ী ইভানকা ট্রাম্প। সূত্র: বিবিসি, এবিসি নিউজ।

/এমপি/

সম্পর্কিত
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ