X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১
পুতিন-রুহানি বৈঠক

সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হয়ে লড়বে রাশিয়া-ইরান

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৭, ০০:০২আপডেট : ২৯ মার্চ ২০১৭, ০০:২৩

ভ্লাদিমির পুতিন এবং হাসান রুহানি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনে সাক্ষাৎ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এ সময় দুই নেতা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়াইয়ের অঙ্গীকার করেন।

সাক্ষাৎকালে ভ্লাদিমির পুতিন বলেন, ইরান রাশিয়ার ভালো প্রতিবেশী। দেশটি আমাদের আস্থাভাজন অংশীদার। মস্কো এবং তেহরান বিভিন্ন ক্ষেত্রে বেশ কার্যকরভাবে কাজ করেছে। এর মধ্যে বৈশ্বিক ইস্যু এবং খুবই মারাত্মক আন্তর্জাতিক সমস্যা নিরসনের মতো বিষয়ও রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা প্রতিষ্ঠায় রাশিয়া ও ইরান ঘনিষ্ঠভাবে কাজ করছে। দুই দেশের সম্পর্কের প্রধান লক্ষ্য হচ্ছে, আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা।

মস্কো-তেহরান সম্পর্ক কখনোই তৃতীয় কোনও দেশের স্বার্থবিরোধী নয় বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। রাশিয়ার সঙ্গে সম্পর্ককে জোরদারের ওপর ইরান গুরুত্বারোপ করে উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক উন্নয়নের জন্য দুই দেশই গত সাড়ে তিন বছর ধরে নানা পদক্ষেপ নিয়েছে।

পারস্পারিক সম্পর্ক নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে উল্লেখ করে তিনি বলেন, নতুন এ পর্যায়ে ইরান এবং রাশিয়া টেকসই এবং দীর্ঘমেয়াদী সম্পর্কের বিষয়ে কথা বলতে পারে।

সাম্প্রতিক বছর গুলোতে দুই দেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে অর্থনৈতিক খাতে সাফল্য অর্জন করেছে। এ বিষয়টি তুলে ধরে হাসান রুহানি বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে ২০১৬ সালে বাণিজ্যের পরিমাণ আগের বছরের চেয়ে ৭০ শতাংশ বেড়েছে।

ইরানি প্রেসিডেন্ট রাশিয়া সফরে এরইমধ্যে দুই দেশ পারস্পরিক সহযোগিতা বিষয়ক ১৪ দলিলে স্বাক্ষর করেছে।  রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক, আইনি, বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এসব দলিল স্বাক্ষরিত হয়। সূত্র: আল জাজিরা, আরটি।

/এমপি/

সম্পর্কিত
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
যুক্তরাষ্ট্রের পর এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব ইউরোপ
সর্বশেষ খবর
তোমার গানের ওপারে
তোমার গানের ওপারে
বার্নাব্যুতে আরেকটি জাদুকরী রাতের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ 
চ্যাম্পিয়নস লিগবার্নাব্যুতে আরেকটি জাদুকরী রাতের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ 
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, নিয়ে গেছে লাশ
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, নিয়ে গেছে লাশ
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ৭ উপায়
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ৭ উপায়
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ