X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বারাক ওবামার সমালোচনায় বার্নি স্যান্ডার্স

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০১৭, ২২:৩৬আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ২২:৪১

বারাক ওবামা এবং বার্নি স্যান্ডার্স বিশাল অংকের অর্থের বিনিময়ে এক অনুষ্ঠানে ভাষণ দিতে রাজি হওয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করেছেন ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স। সম্প্রতি জানা গেছে, ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠান ক্যান্টর ফ্লিজগেরাল্ডের এক অনুষ্ঠানে চার লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা) বিনিময়ে ভাষণ দেবেন ওবামা। এর প্রতিক্রিয়ায় বার্নি স্যান্ডার্স বলেছেন, তার এই পারিশ্রমিক নেওয়াটা দুর্ভাগ্যজনক। আমি মনে করি, এটা রাজনৈতিক প্রক্রিয়ায় ওয়াল স্ট্রিটের ক্ষমতা ও অর্থশক্তির প্রদর্শন মাত্র।

বার্নি স্যান্ডার্স বলেন, ওবামা এখন সাধারণ নাগরিক। তিনি যা ইচ্ছে করতে পারেন। প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা হতে হলে এখন গোল্ডম্যান স্যাকসের সাবেক প্রধান হতে হয়। আর এখন ওয়াল স্ট্রিটে ভাষণ দিয়ে ওবামার পারিশ্রমিক নেওয়ার ঘটনা ঘটছে। ফলে আমি মনে করি এটা দুর্ভাগ্যজনক।

রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইনের মেয়ে মেগান ম্যাককেইন এ খবরে ওবামাকে ব্যাঙ্গ করতেও ছাড়েননি। তিনি বলেছেন, মজার বিষয় হচ্ছে, দেবদূত ওবামা; যার সব ভালো এবং কল্পনাবিলাসী বামপন্থীদের নেতৃত্ব দেওয়ার কথা তিনি আসলে আমাদের সবার মতো নোংরা পুঁজিবাদী।

ওবামার মুখপাত্র এরিখ শুলজ বলেন, এটা নিয়ে বিতর্কের কিছু নেই। বারাক ওবামা ওয়াল স্ট্রিটে স্বাস্থ্যসেবা নিয়ে ভাষণ দেবেন। কারণ দেশের স্বাস্থ্যনীতি তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া তিনি প্রেসিডেন্ট প্রার্থী থাকা অবস্থায় নির্বাচনি তহবিলে ওয়াল স্ট্রিট থেকে অনুদান নিয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট হয়ে কোনও ছাড় নয়, বরং আরও কঠোর নীতি গ্রহণ করেছিলেন।

এরিখ শুলজ বলেন, ওবামা এখন নতুন প্রজন্মের মধ্যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্ব গঠনের জন্য কাজ করে যাবেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার তিন মাস পর গত সোমবার প্রথম জনসম্মুখে ব্ক্তব্য দেন ওবামা। অনেকের ধারণা ছিল, তিনি হয়তো ট্রাম্পের কঠোর সমালোচনা করবেন। কারণ এর আগে কয়েকবার পূর্বসূরী ওবামার সমালোচনা করেছিলেন ট্রাম্প। কিন্তু সেদিকে না গিয়ে নিজের প্রেসিডেন্টের দায়িত্ব পরবর্তী কাজের কথা জানান ওবামা।

প্রায় ৯০ মিনিটের বক্তব্যে শিকাগোতে কাটানো তরুণ সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন বারাক ওবামা। তিনি জানান, এক সময় স্থানীয় সংগঠক হিসেবে অনেক কিছু শিখেছিলেন। এ সময় আগামী প্রজন্মকে নেতৃত্বের উপযোগী করে তুলতে কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন ওবামা।

শিকাগোর ভাষণে একবারও ট্রাম্পের নাম মুখে নেননি ওবামা। এদিন তিনি স্পষ্ট করেন, ডেমোক্র্যাটিক পার্টির মুখপাত্র হিসেবে নিজেকে উপস্থাপনে তিনি আগ্রহী নন। সূত্র: ফক্স নিউজ, দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এমপি/এএ/

সম্পর্কিত
মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনারা: যুক্তরাষ্ট্র
বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী
প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী
পোর্টেবল এসির সুবিধা ও অসুবিধাগুলো জানেন?
পোর্টেবল এসির সুবিধা ও অসুবিধাগুলো জানেন?
কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ২০ নারী ও শিশু
কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ২০ নারী ও শিশু
বৃষ্টি আইনে ১৯ রানে জিতলো ভারত 
বৃষ্টি আইনে ১৯ রানে জিতলো ভারত 
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা