X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বন্ধ করা হয় টোকিওর পাতাল রেল

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০১৭, ১১:০৩আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১১:০৩
image

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বন্ধ করা হয় টোকিওর পাতাল রেল

শনিবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ১০ মিনিটের জন্য বন্ধ ছিল টোকিওর গুরুত্বপূর্ণ পাতাল রেল ব্যবস্থা। আর এ কারণে ভোগান্তিতে পড়েন প্রায় ১৩ হাজার যাত্রী। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর সকাল ৬টা ৭ থেকে ৬টা ১৭ পর্যন্ত বন্ধ ছিল টকিওর রেল ব্যবস্থা। জাপানের জন্য কোনও হুমকি নেই, নিশ্চিত হওয়ার পরই রেল ব্যবস্থা পুনরায় চালু করা হয়। টোকিওর মেট্রো রেলের কর্মকর্তা হিরোশি তাকিজাওয়া বলেন, ‘ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে প্রথমবারের মতো রেল যোগাযোগ বন্ধ করা হয়। বড় ধরণের ভূমিকম্প ছাড়া কখনও এমন পদক্ষেপ নেওয়া হয়না।’

জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহাইপ সুগা বলেন, সকাল সাড়ে পাঁচটার দিকে উত্তর পূর্বাঞ্চলে মিসাইলটি নিক্ষেপ করা হয়। জাপানের জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এক ‍টুইটে উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে ‘খুবই খারাপ’ উল্লেখ করে ট্রাম্প বলেন, এই পরীক্ষার মাধ্যমে তারা চীনা নেতা শি জিনপিংকে অসম্মান করলো। জাপান সরকারের ধারণা উৎক্ষেপণের পর ৫০ কিলোমিটার দূরত্ব যেতে সক্ষম হয়েছিলো মিসাইলটি।

এ নিয়ে ১৫ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ‘ব্যর্থ’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যে এ পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। মধ্যপাল্লার ওই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রটি কেএন-১৭ বলে পরিচিত। নিক্ষেপের কয়েক মিনিট পরই এটি বিস্ফোরিত হয়।

এদিকে, যুদ্ধাবস্থার মধ্যেই উত্তর কোরিয়ার ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পিয়ংইয়ং-এর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যমগুলোকে এমনটাই ইঙ্গিত দিয়েছেন দেশটির কর্মকর্তারা। পারমাণবিক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এবং জাতিসংঘ বেশ কয়েকবার নিষেধাজ্ঞা জারি করলেও ওই কার্যক্রম থেকে সরে আসেনি উত্তর কোরিয়া।

/এমএইচ/এসএ/ 

সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
নৌকার টিকিট পেলেন নায়েব আলী
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচননৌকার টিকিট পেলেন নায়েব আলী
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ