X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পশ্চিমা পোশাকেই মেলানিয়া ও ইভানকার সৌদি সফর

বিদেশ ডেস্ক
২১ মে ২০১৭, ১৬:৩৬আপডেট : ২১ মে ২০১৭, ১৬:৩৬
image

মেলানিয়া-ইভানকা চলতি বছর জানুয়ারিতে তখনকার মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা হিজাব ছাড়া সৌদি  আরব ভ্রমণে যাওয়ায় তীব্র সমালোচনা করে টুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।  বলেছিলেন, এতে নাকি সৌদি আরবের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। প্রেসিডেন্ট হওয়ার পর সেই তিনি তার স্ত্রী ফাস্ট লেডি মেলানিয়া আর কন্যা ইভানকাকে নিয়ে সৌদি সফরে গেছেন। তবে ওই দুই নারী সেখানে গেছেন পশ্চিমা পোশাক পড়েই।

উল্লেখ্য, সৌদি আরবে সে দেশের নারীদের জন্য হিজাবের বাধ্যতামূলক বিধান জারি আছে। ২০১৫ সালে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা সৌদি আরব সফরে হিজাব না পরায় সে দেশের সামাজিক মাধ্যমে সমালোচিত হয়েছিলেন। সেই সমালোচনায় সামিল হওয়ায় এবার ট্রাম্পের সৌদি সফরের আগে থেকেই চলছিলো জল্পনা। তবে পূর্ববর্তী পশ্চিমা নারী নেতাদের ধারাবাহিকতায় সৌদি সফরে হিজাব পরেননি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং প্রেসিডেন্টকন্যা ইভানকা ট্রাম্প।

এর আগে ২০১২ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও সৌদি সফরে হিজাব পরেননি। ওবামার স্ত্রী মিশেলও যোগ দিয়েছিলেন সেই ঐতিহ্যে। এমনকি জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-ও সৌদি সফরে হিজাব পরেননি। ইভানকা আর মেলানিয়া সেই ধারাবাহিকতাই রক্ষা করলেন।

২০১৫ সালের ২৯ জানুয়ারি এক টুইট বার্তায় ট্রাম্প লিখেছিলেন, ‘মিশেল ওবামা সৌদি আরবে হিজাব পরতে না চাওয়ায় অনেকেই প্রশংসা করছেন। তবে এতে তারা (সৌদি কর্তৃপক্ষ) অপমানিত হয়েছেন। আমাদের এমনিতেই শত্রুর অভাব নেই।’ 

তবে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ও কন্যা ইভানকাও পশ্চিমা পোশাকেই সেখানে গেছেন, কেবল অভ্যর্থনা অনুষ্ঠানে পায়ের গোড়ালি পর্যন্ত লম্বা গাউন পরেছেন তারা।

২০ মে (শনিবার) প্রথম বিদেশ সফরে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান ট্রাম্প। এ সফরে ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও মেয়ে ইভানকা ট্রাম্প ছাড়াও রয়েছেন জামাতা জ্যারেড কুশনার এবং বাণিজ্যমন্ত্রী উইলবার রস ও পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এছাড়াও বেশ কয়েকটি বড় মার্কিন অধিজাতিক কোম্পানির সিইও তার সঙ্গে ছিলেন।

সৌদি সফর শেষে ইসরায়েল, ফিলিস্তিন, ব্রাসেলস, ভ্যাটিকান এবং সিসিলি সফরে যাবেন ট্রাম্প।

/এসএ/বিএ/

সম্পর্কিত
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
কায়রোতে গাজায় যুদ্ধবিরতির আলোচনা জোরদার
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
সর্বশেষ খবর
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
কাদিজকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল
কাদিজকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করে সৌদিপ্রবাসী প্রেমিকা
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করে সৌদিপ্রবাসী প্রেমিকা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ