X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ন্যায়বিচার প্রশ্নে ৫ বছরের শিশুর ভূমিকায় বিস্মিত বিচারালয়

বিদেশ ডেস্ক
৩১ মে ২০১৭, ১৯:২৫আপডেট : ৩১ মে ২০১৭, ১৯:২৬
image

বিচারকের কোলে শিশু জ্যাকব যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের এক আদালতে ন্যায়বিচার প্রশ্নে নিজের অবস্থান জানিয়ে সবাইকে বিস্মিত করেছে ৫ বছরের এক শিশু। জ্যাকব নামের ওই শিশু সাজা ঘোষণা করতে যাওয়া এক বিচারককে থমকে দিয়েছে। তার বাবাকে অবৈধ গাড়ি পার্কিং-এর অপরাধে কী সাজা দেওয়া যেতে পারে; বিচারকের এমন প্রশ্নে বিচারকের ন্যায়পরায়ণ সিদ্ধান্তের প্রতিই পূর্ণ আস্থাশীল থাকার কথা জানায় শিশু জ্যাকব। বিচারকের সঙ্গে তার কথোপকথনের সেই ভিডিওটি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

অবৈধভাবে গাড়ি পার্কিং-এর অভিযোগে রোড আইল্যান্ডের প্রভিডেন্স মিউনিসিপ্যাল আদালতে এক ব্যক্তির বিরুদ্ধে বিচার চলছিল। বিচার কার্যক্রম শেষে আসে সাজা ঘোষণার পালা। হঠাৎ করে বিচারক আদালত কক্ষে এক শিশুর উপস্থিতি লক্ষ্য করেন। তিনি জানতে পারেন, যার বিরুদ্ধে বিচার চলছে, তিনি জ্যাকব নামের পাঁচ বছর বয়সী ওই শিশুটির বাবা।

এক পর্যায়ে বিচারক শিশুটিকে তার বেঞ্চে আমন্ত্রণ জানান। জ্যাকবও তাতে সাড়া দেয়। বিচারক তাকে কোলে বসিয়ে কয়েক মিনিট গল্প করেন। এরপর ট্রাফিক আইন লঙ্ঘনের অপরাধে বাবার বিরুদ্ধে কী সাজা দেওয়া হবে তা নির্ধারণে জ্যাকবের সহায়তা চান তিনি। বাবার জন্য তিনটি সাজা থেকে একটি বেছে নিতে বলেন। বিচারক বলেন, ‘আমি তাকে ৯০ ডলার জরিমানা করতে পারি কিংবা ৩০ ডলার জরিমানা করতে পারি অথবা কোনও জরিমানা ছাড়াই ছেড়ে দিতে পারি। আমার কী করা উচিত বলে তোমার মনে হয়?’

খুবই নিরপেক্ষ অবস্থান থেকে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ওই প্রশ্নের উত্তর দেয় জ্যাকব। সে বিচারককে বলে, ‘সিদ্ধান্তটি নেওয়ার জন্য আপনিই যথাযথ মানুষ’

জ্যাকবের উত্তর শুনে চমকে যান আদালতে উপস্থিত থাকা লোকজন, এমনকি বিচারকও। কেবল তাই নয়, জ্যাকব আর বিচারকের কথোপকথনের সেই ভিডিওটিও এরইমধ্যে ভাইরাল হয়ে পড়েছে। একদিন না পেরোতেই ফেসবুকে ৮০ লাখেরও বেশিবার ভিডিওটি দেখা হয়েছে।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল!
জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?