X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মধ্যপ্রদেশে বিক্ষোভের সময় গুলিতে নিহত ৩ কৃষক

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০১৭, ১৮:০৩আপডেট : ০৬ জুন ২০১৭, ১৮:০৩
image

মধ্যপ্রদেশে বিক্ষোভের সময় গুলিতে নিহত ৩ কৃষক

ভারতের মধ্যপ্রদেশে এক আন্দোলনের সময়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তিন কৃষক। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটা দাবি করা হয়। প্রতিবেদনে বলা হয়, মন্দাসুরে ঋণমুক্তির এক আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান কৃষকরা। রাজ্য পুলিশের এক ‍মুখপাত্র জানান, ‘পরিস্থিতি খুবই উত্তপ্ত। এখনও কিছুই নিশ্চিত করা যাচ্ছে না।’

তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়, গুলিতে কেউ মারা যাননি। চারজন কৃষক আহত হয়েছেন। প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং জানান পুলিশ কোনও গুলি করেনি। তিনি বলেন, ‘কোনও গুলি চালানো হয়নি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

বৃহস্পতিবার মহারাষ্ট্রে এই আন্দোলন শুরু হয়। এসময় রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ করেন তারা। এসময় কোটি কোটি টাকার ঋণ মওকুফ ও পণ্যে ন্যায্যমূল্যের দাবি জানান তারা। এসময় তারা হাইওয়ে অবরোধ করে ট্রাকগুলোকে ঢুকতে বাধা দেন। এরপর থেকে মুম্বাইয়ে নিত্যপ্রযোজনীয় জিনিসের দাম দ্বিগুণেরও বেশি বেড়ে যায়।

গত সপ্তাহে মহারাষ্ট্র থেকে জানানো হয়, ৩২ লাখ কৃষকদের ঋণশোধে ৪৭০ কোটি ডলার প্রয়োজন। কয়েকজন কৃষক নেতা মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিসের ডাকে আন্দোলন বন্ধ রাখতে চাইলেও কয়েকজন নেতা আন্দোলন চালিযে যাওয়ার পক্ষে। এরপর মধ্যপ্রদেশের ছড়িয়ে পড়ে আন্দোলন। ওই অঞ্চলের ইন্দোর, উজাইন ও দেবায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষক নেতাদের সঙ্গে দেখা করে তাদের সমর্থন দিয়েছেন।

সূত্র: রয়টার্স ও এনডিটিভি

/এমএইচ/

সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ