X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

হামলার পরও জীবিত ছিলেন মকররম আলী

অদিতি খান্না, যুক্তরাজ্য
২৯ জুন ২০১৭, ১৮:৫৪আপডেট : ২৯ জুন ২০১৭, ১৯:৪১

হামলার পরও জীবিত ছিলেন মকররম আলী চলতি মাসে উত্তর লন্ডনের ফিনসবুরি পার্ক মসজিদের কাছে সন্ত্রাসী হামলায় নিহত হন বাংলাদেশি বংশোদ্ভূত মকরম আলী। গত রমজানে ১৯ জুন ২০১৭ সোমবার ওই মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় মুসল্লিদের ওপর ভ্যানগাড়ি উঠিয়ে দেন এক ব্যক্তি। এতে গুরুতর আহত হন মকরম আলী। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, ভ্যানটি যখন পথচারীদের ওপর চালিয়ে দেওয়া হয় তখনও তিনি জীবিত ছিলেন। 

লন্ডন মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পরিদর্শক এডউইন হল বলেন, তাকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। প্রতীয়মান হচ্ছে, আগে থেকেই তার শারীরিক অসুস্থতা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি ঊর্ধ্বশ্বাস নিচ্ছিলেন এবং তার চোখ অর্ধেক খোলা ছিল। সে সময় সেখানে উপস্থিত অধিকাংশ মুসল্লিই মুসলিমদের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত ছিলেন। ফলে সেখানে মুসলমানদের খুব সহজেই আলাদা করে চিহ্নিত করা গেছে।

মকরম আলীর পোস্ট মর্টেমের ভিত্তিতে এডউইন হল বলেন, আমাদের প্রাথমিক মূল্যায়ন হচ্ছে, ভ্যানের আঘাতের পরও তিনি জীবিত ছিলেন। বেশকিছু আঘাতের কারণে মৃত্যু হয়েছে মকরম আলীর।

মেট্রোপলিটন পুলিশের সদর দফতর স্কটল্যান্ড ইয়ার্ডের একজন মুখপাত্র বলেন, হামলার খবর পাওয়ার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ১টা ৪ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।  

নিহত মকররম ‌আলী ফিন্সবারী পার্ক এলাকার বা‌সিন্দা। অন্যান্য দিনের  মতো ইফতার সেরে তারাবির নামাজ আদায় করতে তি‌নি মস‌জিদে যান। নামাজ শেষে মস‌জিদে থেকে বের হয়ে তিনি যখন হেঁটে বাসায় ফির‌ছিলেন, তখন ঘাতক ভ্যান‌টির চাপায় আহত হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সোমবার (১৯ জুন) সকালে তি‌নি মারা যান।

ফিন্সবারী পার্ক মস‌জিদ এলাকায় ওই ঘটনার পর মুস‌ল্লিরা হামলাকারীর ওপর চড়াও হতে চাইলেও তাদের নিবৃত্ত করেন মস‌জিদের ইমাম। পরে ঘটনাস্থলে নামাজে দাঁড়ান মুস‌ল্লিরা।

১০ বছর বয়সে বাংলাদেশ থেকে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে গিয়ে স্থায়ী হন মকরম আলী। তিনি চার কন্যা ও দুই পুত্রের জনক। ফিনসবুরি পার্ক মসজিদের নিয়মিত মুসল্লি মকরম আলী নাতিকে সঙ্গে নিয়ে স্থানীয় পার্কে ঘোরাঘুরি করতে পছন্দ করতেন। স্বজনরা জানিয়েছেন, পারিবারিক অবকাশে কানাডায় ঘুরতে যাওয়ার কথা ছিল তার।

ব্রি‌টিশ বাংলাদেশি মকররম আলীর গ্রামের বা‌ড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের সরুয়লায় গ্রা‌মে।

/এমপি/

সম্পর্কিত
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
সবসময় কি টাকার পেছনে ছুটে সময় ব্যয় করবেন?
সবসময় কি টাকার পেছনে ছুটে সময় ব্যয় করবেন?
মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ
মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ কার্যক্রমের তদন্ত চায় মানবাধিকার কমিশন
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ কার্যক্রমের তদন্ত চায় মানবাধিকার কমিশন
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে