X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে দেড় লাখ ডলারের কাতারবিরোধী প্রচারণায় সৌদি আরব

বিদেশ ডেস্ক
২৫ জুলাই ২০১৭, ২০:০৩আপডেট : ২৫ জুলাই ২০১৭, ২০:০৫

যুক্তরাষ্ট্রে দেড় লাখ ডলারের কাতারবিরোধী প্রচারণায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের মাটিতে কাতারবিরোধী প্রচারণায় প্রায় দেড় লাখ ডলার ব্যয় করেছে দেশটিতে থাকা সৌদি লবি। এর আওতায় মার্কিন টেলিভিশন চ্যানেলগুলোতে কাতারবিরোধী বিজ্ঞাপনের পেছনে ব্যয় করা হয়েছে এক লাখ ৩৮ হাজার ডলার। চ্যানেলগুলোর কাছ থেকে বিজ্ঞাপন বাবদ নির্দিষ্ট সময় কিনে নেয় সৌদি আমেরিকান পাবলিক রিলেশন অ্যাফেয়ার্স কমিটি।

২৩ জুলাই থেকে ওই বিজ্ঞাপনটির সম্প্রচার দেখতে শুরু করেন মার্কিন দর্শকরা। ওই ওয়াশিংটনে ডিসি’র এনবিসি-৪ চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার করা হয়। এতে বলা হয়, কাতার সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছে। তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের অস্থিতিশীল করে তুলছে। তাদের এমন আচরণের কারণে সৌদি নেতৃত্বে আরব দেশগুলো দোহা’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।

কাতারকে নেতিবাচকভাবে উপস্থাপনের জন্য এ ধরনের মোট চারটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। টেলিভিশনে এসব বিজ্ঞাপন সম্প্রচারের জন্য প্রতি সেকেন্ডে এক হাজার ডলার হিসেবে ১২০ সেকেন্ডের জন্য এরইমধ্যে এক লাখ ২০ হাজার ডলার পরিশোধ করা হয়েছে।

এর আগে গত ২৩ জুলাই ব্রিটিশ ওপেন গলফ টুর্নামেন্টের সময় সম্প্রচারের তিনটি বিজ্ঞাপন প্রচার করা হয়। এগুলোর প্রতিটির পেছনে ব্যয় হয়েছে ছয় হাজার ডলার।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান বরেল অ্যাসোসিয়েটস ইনকরপোরেশন। বিষয়টি নিয়ে আল জাজিরা’র সঙ্গে কথা বলেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কিপ ক্যাসিনো। তিনি বলেন, দৃশ্যত সৌদি আমেরিকান পাবলিক রিলেশন অ্যাফেয়ার্স কমিটি মার্কিন জনগণকে প্রভাবিত করতে চায় না। তারা শুধু নীতি নির্ধারকদের প্রভাবিত করার জন্য কিছু বিজ্ঞাপন তৈরি করেছে।

এদিকে কাতারের কূটনৈতিক সংকটে মধ্যস্ততা করতে উপসাগরীয় অঞ্চলে দুই দিনের সফরে রবিবার সৌদি আরব পৌঁছান এরদোয়ান। দেশটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পর তিনি কাতারের উদ্দেশ্যে রওয়ানা করেন।

তুরস্ক ত্যাগ করার আগে এরদোয়ান সাংবাদিকদের জানান, কাতারকে প্রতিবেশী দেশগুলো একঘরে করায় উপসাগীয় অঞ্চলে যে সংকট সৃষ্টি হয়েছে তা জিইয়ে রেখে কারও স্বার্থই রক্ষা হবে না। ‘শত্রুরা’ ভাইয়ে ভাইয়ে আগুন ছড়িয়ে দিচ্ছে। এ সংকট উত্তরণে সৌদি আরবের দায়িত্ব সবচেয়ে বেশি।

/এমপি/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ