X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

৬ দিনের রিমান্ডে হানিপ্রীত ইনসান

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০১৭, ১১:১৭আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১১:১৯
image

ভারতের ধর্ষক ‘ধর্মগুরু’ গুরমিত রাম রহিম সিং এর কথিত পালিতা কন্যা হানিপ্রীত ইনসানকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছে পঞ্চকুলার একটি আদালত। বুধবার (৪ অক্টোবর) আদালত এ নির্দেশ দেয়।

পুলিশি পাহারায় হানিপ্রীতকে আদালতে নেওয়া হচ্ছে
ধর্ষণ মামলায় ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং কে দোষী সাব্যস্ত করার পর সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে মঙ্গলবার পাঞ্জাবের জিকাপুর-পাতিয়ালা রোড থেকে গ্রেফতার করা হয় হানিপ্রীতকে। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানায়, এদিন থানায় তাকে রাত তিনটা পর্যন্ত জেরা করা হয়। পুলিশ জানিয়েছে, জেরায় খুব একটা বেশি কিছু জানাননি হনিপ্রীত।

বুধবার তাকে আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। প্রায় এক-ঘণ্টার শুনানি শেষে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট রোহিত ব্যাস হানিপ্রীতের বিরুদ্ধে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে হানিপ্রীতকে আদালতে তোলা হয়েছিল। কমান্ডো পাহারায় তাকে আদালতে পেশ করা হয়। হানিপ্রীতের সঙ্গে মঙ্গলবার গ্রেফতার করা হয় সুখদীপ কৌর নামে আরেক নারীকে। এদিন তাকেও ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে গত ২৫ আগস্ট রাম রহিমের ২০ বছর কারাদণ্ড ঘোষণার দিন থেকেই ফেরারী ছিলেন হানিপ্রীত। তার বিরুদ্ধে অভিযোগ, আদালত থেকে জেলে যাওয়ার পথে ‘বাবা’কে নিয়ে পালানোর ছক কষেছিলেন।পাশাপাশি, রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পর সিরসা ও পাঁচকুলায় যে সহিংসতা ছড়িয়েছিল তার নেপথ্যে উস্কানি দেওয়ার অভিযোগও রয়েছে হানিপ্রীতের বিরুদ্ধে। ওই হামলায় ৪১ জন মারা গিয়েছিলেন। আহত হয়েছিলেন পাঁচশোর বেশি মানুষ।

কিন্তু, রাম রহিমের জেলযাত্রার পরই গায়েব হয়ে যান হানিপ্রীত। তার খোঁজে দেশের বিভিন্ন প্রান্তে এবং একইসঙ্গে নেপাল-সীমান্তেও তল্লাশি চালায় পুলিশ। তার নাম ৪৩ জন ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। জারি করা হয় লুকআউট নোটিস। পরবর্তীকালে গ্রেফতারি পরোয়ানাও জারি হয় তার নামে। অবশেষে ৩৮ দিন পর তাকে গ্রেফতার করা হয়।

বুধবার আদালতে শুনানির সময়ে করজোড়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেন হানিপ্রীত। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এবিপি আনন্দ জানায়, হানিপ্রীতের চোখে জল ছিল। তার আইনজীবী দাবি করেন, আদালত যখন রাম রহিমকে দোষী সাব্যস্ত করে, তখন ডেরা প্রধানের সঙ্গেই ছিলেন হানিপ্রীত। তাহলে, কী করে তিনি হিংসায় মদত দিতে পারেন?

/এফইউ/
সম্পর্কিত
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
লোকসভা নির্বাচন: আজ থেকে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?