X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কেনেডি হত্যা সংশ্লিষ্ট ২৮০০ গোপন নথি প্রকাশ করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০১৭, ১৩:৩০আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১৩:৩৮
image

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ.কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ২,৮০০ টি গোপন নথি উন্মোচনের আদেশ দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) তিনি এ আদেশ দেন। তবে অবশিষ্ট সব নথিই প্রকাশ করার কথা থাকলেও শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর চাপে কিছু নথি অপ্রকাশিত রাখেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, কোনও নথি এখনও গোপন রাখা প্রয়োজন কিনা তা নিয়ে পর্যালোচনা করছে সংস্থাগুলো। ছয় মাসের পর্যালোচনা শেষে ধারাবাহিকভাবে নথিগুলো প্রকাশ করা হবে।

জন এফ কেনেডি ও জ্যাকেলিন কেনেডি
১৯৬৩ সালে গুপ্তঘাতকের গুলিতে প্রাণ হারান তখনকার মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। জাতীয় আর্কাইভে ওই হত্যা সংক্রান্ত তিন হাজারের বেশি নথি আছে যা আগে কখনও প্রকাশ করা হয়নি। আর ৩০ হাজারের বেশি নথি আগে প্রকাশ করা হয়েছে তবে কাটছাঁট বা সম্পাদনা করে।

১৯৯২ সালে মার্কিন কংগ্রেস রায় দিয়েছিল কেনেডি হত্যাকাণ্ডের সব নথি ২৫ বছরের মধ্যে অর্থাৎ ২০১৭ সালের ২৬ অক্টোবরের মধ্যে উন্মুক্ত করে দিতে হবে। তবে কংগ্রেস সিদ্ধান্ত দিয়েছিল, প্রেসিডেন্ট যদি সিদ্ধান্ত নেন যে এসব নথি উন্মুক্ত করে দিলে তা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করবে, তবে তিনি এগুলো উন্মুক্ত না করার সিদ্ধান্ত নিতে পারেন। কংগ্রেসের নির্দেশনা মেনে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভসের এই নথিপত্রগুলো চলতি বছরে উন্মুক্ত করার সিদ্ধান্ত হয়। গত শনিবার ট্রাম্প ঘোষণা দেন তিনি নথিগুলো প্রকাশ করবেন।

কেনেডি
তবে সময়সীমা কাছাকাছি চলে আসার পর ট্রাম্প প্রশাসন শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয় ১৮০ দিন ধরে ধীরে ধীরে নথিগুলো প্রকাশ করার। এ সময়ের মধ্যে সরকারি সংস্থাগুলো পর্যালোচনা করবে কোনও ডকুমেন্ট অপ্রকাশিত অবস্থায় রেখে দেওয়া দরকার কিনা।

রয়টার্স জানায়, ট্রাম্পের আদেশের পর পরই বৃহস্পতিবার সন্ধ্যায় ২৮০০-রও বেশি নথি ন্যাশনাল আর্কাইভের ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ২০১৮ সালের ২৬ এপ্রিল পর্যন্ত পর্যালোচনা শেষে বাকি নথিগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।

 

/এফইউ/
সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে