X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আব্বাসকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৭, ১১:১০আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৬
image

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ট্রাম্প প্রশাসন থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে প্রগতিশীল বামপন্থী ঘরানার ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। এদিকে মাহমুদ আব্বাসের দল ফাতাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন, এ মাসের শেষের দিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ফিলিস্তিন সফরের কথা রয়েছে। তবে তাকে ফিলিস্তিনের লোকজন সাদরে গ্রহণ করবে না বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্প ও মাহমুদ আব্বাস
৬ ডিসেম্বর বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন ট্রাম্প। হোয়াইট হাউসে কূটনীতিকদের অভ্যর্থনা কক্ষে এক ঘোষণায় ট্রাম্প বলেন, ‘আমি মনে করছি, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির এটাই সময়।’ আর ট্রাম্পের এ ঘোষণার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সংগঠন হামাস তৃতীয় ইন্তিফাদা বা গণ অভ্যুত্থান ঘোষণা করেছে।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনে সাক্ষাৎ করার জন্য ট্রাম্প আব্বাসকে আমন্ত্রণ জানিয়েছেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ওই সময়ে চিকিৎসার জন্য আব্বাসের যুক্তরাষ্ট্রে থাকার কথা। হারেৎজ জানায়, মঙ্গলবার (৫ ডিসেম্বর) ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় ট্রাম্প এ আমন্ত্রণ জানিয়েছেন। নিজের প্রশাসনের শান্তি পরিকল্পনা নিয়ে আব্বাসের সঙ্গে আলোচনার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। তবে বৈঠকের জন্য কোনও নির্দিষ্ট দিন-তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে হোয়াইট হাউস।

আব্বাসের দল ফাতাহ পার্টির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন, চলতি মাসের শেষের দিকে মাইক পেন্সের ফিলিস্তিন সফরের কথা থাকলেও তাকে স্বাগত জানানো হবে না।

জিব্রিল রাজৌব নামের ওই কর্মকর্তা বলেন, ‘ফাতাহর নামে আমি বলছি, আমরা ফিলিস্তিন ভূখণ্ডে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্টকে স্বাগত জানাব না। তিনি এ মাসের ১৯ তারিখে বেথলেহেমে আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন, কিন্তু এ ধরনের কোনও বৈঠক হবে না।’  তবে আব্বাসের সঙ্গে পেন্সের বৈঠক বাতিলের আভাস পাওয়ামাত্রই ফিলিস্তিনকে সতর্ক করে দিয়েছে হোয়াইট হাউস। হুঁশিয়ার করে হোয়াইট হাউস বলেছে, এই ধরনের সিদ্ধান্ত বরং আরো উল্টো ফল বয়ে আনবে।

হারেৎজ জানিয়েছে, আব্বাসের সহযোগীদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি।

এদিকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির ঘোষণার পর বিক্ষোভ-সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীর। ক্ষুব্ধ ফিলিস্তিনিরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। ইসরায়েলি বাহিনী তাদের দমনে বলপ্রয়োগ করলে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ৩১ ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার থেকে নতুন ইন্তিফাদারও ডাক দিয়েছে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সংগঠন হামাস। ফিলিস্তিনিদের ঠেকাতে ইসরায়েল পশ্চিম তীরে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। বৃহস্পতিবার গাজায় এক সংবাদ সম্মেলনে হামাস নেতা ইসমাইল হানিয়া বলেন, ‘শত্রুর মোকাবিলায় আমাদের ইন্তিফাদা ঘোষণা করা এবং সে অনুযায়ী কাজ করা উচিত।’

/এফইউ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
পাকিস্তানে উপ-প্রধানমন্ত্রী হলেন ইসহাক দার, পরিবারতন্ত্রের অভিযোগ পিটিআইয়ের
পাকিস্তানে উপ-প্রধানমন্ত্রী হলেন ইসহাক দার, পরিবারতন্ত্রের অভিযোগ পিটিআইয়ের
দুই দফা অভিযানেও খোঁজ মেলেনি শিশুটির
দুই দফা অভিযানেও খোঁজ মেলেনি শিশুটির
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ